পুড়ে যায় মন
পুড়ে যায় মন ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী প্রণয়ধর্মী চলচ্চিত্র। সনি মুভিজ ইন্টারন্যাশনালের প্রযোজনায় ছবিটি রচনা ও পরিচালনা করেছেন পরিচালক যুগল অপূর্ব-রানা। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সাইমন সাদিক ও পরীমনি, এবং পার্শ্ব ভূমিকায় রয়েছেন আলীরাজ, মিজু আহমেদ, রেবেকা প্রমুখ। পূর্বে সাইমন ও পরীমনি একত্রে রানাপ্লাজা শিরোনামে একটি চলচ্চিত্রে অভিনয় করলেও এটি এই যুগলের মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র।[১]
পুড়ে যায় মন | |
---|---|
পরিচালক | অপূর্ব-রানা |
প্রযোজক | শরীফ চৌধুরী |
রচয়িতা | দেলোয়ার হোসেন দিল |
চিত্রনাট্যকার | দেলোয়ার হোসেন দিল |
কাহিনিকার | দেলোয়ার হোসেন দিল |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার |
|
প্রযোজনা কোম্পানি | সনি মুভিজ ইন্টারন্যাশনাল |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৭৭ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ২০১৬ সালের ২৯শে জানুয়ারি বাংলাদেশে মুক্তি পায়।[২] ছবিটি ব্যবসায়িক সফলতা লাভ করে।[৩] আলীরাজ এই ছবিতে অভিনয়ের জন্য ৪১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে পুরস্কার লাভ করেন।[৪] এটি ২০০৩ সালের তেলুগু ভাষায় মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র গাংগত্রী এর পুনঃনির্মাণ।
কুশীলব
সম্পাদনা- সায়মন সাদিক
- পরীমনি
- আলীরাজ
- মিজু আহমেদ
- শহীদ চৌধুরী
- রেবেকা
- দুলারী
- মনিরা মিঠু
নির্মাণ
সম্পাদনাচলচ্চিত্রটি ২০১৫ সালের ২৯শে নভেম্বর সেন্সর ছাড়পত্র পায়।[৫]
মুক্তি
সম্পাদনাপুড়ে যায় মন চলচ্চিত্রটি ২০১৬ সালের ৫ জানুয়ারি মুক্তির তারিখ নির্ধারিত হলেও পরে ২৯শে জানুয়ারি বাংলাদেশে ৮৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৬][৭] এছাড়া ছবিটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় ২০১৮ সালের জানুয়ারি মাসে কলকাতায় মুক্তি পায়।[৮]
সঙ্গীত
সম্পাদনাচলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন জাভেদ আহমেদ, আহমেদ হুমায়ুন ও রুমি সেন। গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুদীপ কুমার দ্বীপ ও বাহাউদ্দিন রিমন। গানে কণ্ঠ দিয়েছেন পারভেজ, ইমরান মাহমুদুল, সাবরিনা পড়শী, কর্নিয়া, রমা, পুলক, দিঠি আনোয়ার, খেয়া ও আহমেদ হুমায়ুন। ছবির চারটি গান - "পুড়ে যায় মন", "ওরে প্রিয়ারে", "সেকেন্ড হ্যান্ড গার্লফ্রেন্ড", "হাজার রকম প্রেম" ২০১৫ সালের ২২শে ডিসেম্বর ইউটিউবে প্রকাশিত হয়।[৯]
গানের তালিকা
সম্পাদনানং. | শিরোনাম | দৈর্ঘ্য |
---|---|---|
১. | "পুড়ে যায় মন" | : |
২. | "ওরে প্রিয়ারে" | ৫:০৬ |
৩. | "সেকেন্ড হ্যান্ড গার্লফ্রেন্ড" | : |
৪. | "হাজার রকম প্রেম" | ৪:২১ |
পুরস্কার
সম্পাদনা- বিজয়ী: শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা - আলীরাজ
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "নতুন ছবি: পুড়ে যায় মন"। দৈনিক প্রথম আলো। ২৮ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৮।
- ↑ "আজ মুক্তি পাচ্ছে 'পুড়ে যায় মন'"। দৈনিক ভোরের কাগজ। ২৯ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সাফল্যের পথে পুড়ে যায় মন"। জাগো নিউজ। ১ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৮।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬ : সেরা ছবি অজ্ঞাতনামা"। দৈনিক কালের কণ্ঠ। ৫ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৮।
- ↑ "আসছে সাইমনের 'পুড়ে যায় মন'"। প্রিয়.কম। ১৯ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "দেশজুড়ে সাইমন-পরী"। বিএমডিবি। ২৯ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ বাবু, মাজহার (২৭ জানুয়ারি ২০১৬)। "'পুড়ে যায় মন' মুক্তি পাচ্ছে ২৯ জানুয়ারি"। এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ সাইফুল, রাহাত (২ জানুয়ারি ২০১৮)। "কলকাতায় মুক্তি পাচ্ছে সাইমন-পরীর"। রাইজিংবিডি ডট কম। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৮।
- ↑ "পরীমনির 'পুড়ে যায় মন' সিনেমার চার গান (ভিডিও)"। এইবেলা। ২৩ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
সম্পাদনা- বাংলা মুভি ডেটাবেজে পুড়ে যায় মন
বাংলাদেশের চলচ্চিত্র বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |