পুঞ্চ জেলা, ভারত

জম্মু ও কাশ্মিরের একটি জেলা
(পুঞ্চ জেলা থেকে পুনর্নির্দেশিত)

পুঞ্চ (উর্দু: ضلع پونچھ ‎‎) ভারতের জম্মু বিভাগ-এর ১০টি জেলার মধ্যে অন্যতম একটি জেলা। পাকিস্তান শাসিত কাশ্মীরের পুঞ্চ জেলার সীমান্তবর্তী পুঞ্চ জেলা অবস্থিত এবং ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্তবর্তী অংশ হিসেবে পরিচিত জেলাটি।

পুঞ্চ জেলা
জম্মু ও কাশ্মীরের জেলা
দেশভারত
রাজ্যজম্মু ও কাশ্মীর
প্রশাসনিক বিভাগজম্মু
সদরদপ্তরপুঞ্চ

পুঞ্চ জেলার প্রধান শহরের নাম হচ্ছে পুঞ্চ ।

ইতিহাস

সম্পাদনা

সতেরো শতকের শেষে ১৮৩৭ খ্রিষ্টাব্দের দিকে, হাভেলি তহসিলেরে লোরানের মুসলিম রাজাদের শাসনকালে পুঞ্চ গঠিত হয়েছিল। এরপর এলাকাটি রাজা ফয়েজতলাব পাঞ্জাব সরকার শাসন করেন। ১৮৪৮ সালে জম্মু ও কাশ্মীরের মহারাজা গুলব সিং পাহাড়ী অঞ্চলের হস্তান্তরের জন্য পুঞ্চকে অন্তর্ভুক্ত করেছিলেন। এই স্থানান্তরের পূর্বে পুঞ্চকে লাহোরের জেলা হিসেবে মনে করা হত।

প্রশাসন

সম্পাদনা

পুঞ্চ হাভেলি বিধানসভাটি জম্মু লোকসভার অন্তর্গত। জেলাটি প্রশাসনিকভাবে ৪টি তহসিলে বিভক্ত।

জনউপাত্ত

সম্পাদনা

ভারতীয় সেনাবাহিনীর জম্মু ও কাশ্মীর রাইফেলস রেজিমেন্ট-এর সৈন্য নিয়োগ এখন থেকেই হয়।

যোগাযোগ

সম্পাদনা

আকাশপথে

সম্পাদনা

পুঞ্চ বিমানবন্দর একটি হেলিকপ্টার বিমানবন্দর। ভারত-পাকিস্তান যুদ্ধ ১৯৪৭-এ এটি ভারতীয় সৈন্যের রসদ সরবরাহে ব্যবহৃত হয়। সেসময় মার্কিন নির্মিত রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্সের ডগলাস সি-47 স্কাইট্রেন পরিবহন বিমান এখানে প্রথম অবতরণ করে। ভারতীয় পাইলট উইং কমান্ডার মেহার সিং সর্বপ্রথম প্রথম এখানে অবতরণ করেন। সেসময় নিশীথে তৈল বাতির আলোয় কোনো অবতরণ যন্ত্রের সাহায্য ছাড়াই অবতরণে সক্ষম হন।

চিত্রমালা

সম্পাদনা
 
বানোজো বিশ্রাম ঘর, রাওয়ালকোট
 
আব্বাসপুর, পুঞ্চ জেলার একটি ছোট্ট শহর
 
মেহেনদলা ও পুঞ্চের অন্যান্য এলাকায় সূর্যোদয়ের দৃশ্যে
 
পুঞ্চ জেলার লক মাদারপুর ও মেহেনদলার মধ্যে ধ্বংসপ্রাপ্ত সেতু

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা