পিসিএ বর্ষসেরা খেলোয়াড়

রেগ হেটার কাপ ফর দ্য ন্যাটওয়েস্ট পিসিএ প্লেয়ার অব দি ইয়ার (ইংরেজি: PCA Player of the Year) সাংবার্ষিকভিত্তিতে প্রদেয় ক্রিকেট পুরস্কার বিশেষ। প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে বছরব্যাপী দূর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শনকারী খেলোয়াড়কে পিসিএ প্লেয়ার অব দি ইয়ার সম্মাননা প্রদান করা হয়ে থাকে।[]

মার্কাস ট্রেসকোথিক
মার্কাস ট্রেসকোথিক–তিনবার পিসিএ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করা দুইজন খেলোয়াড়ের অন্যতম

১৯৭০ সাল থেকে পিসিএ বর্ষসেরা খেলোয়াড় পুরস্কার প্রদান করা হচ্ছে। বিজয়ী নির্ধারণে খেলোয়াড়দের ট্রেড ইউনিয়ন পেশাদার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (পিসিএ) সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।[] প্রথম বছরে যৌথভাবে মাইক প্রোক্টরজ্যাক বন্ডকে প্রদান করা হয়। এরপর থেকে প্রত্যেক মৌসুমে একজনকে এ পুরস্কার প্রদানে মনোনয়ন করা হয়। বিজয়ী খেলোয়াড়কে বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক, মেরিলেবোন ক্রিকেট ক্লাবের সদস্য, লর্ডস ট্যাভোর্নার ও সারে কাউন্টি ক্রিকেট ক্লাবের আজীবন সদস্য রেগ হেটারের নামানুসরণে প্রবর্তিত রেগ হেটার কাপ পুরস্কার হিসেবে দেয়া হয়।[] এ পুরস্কার প্রদানকালীন বিজয়ীকে উদ্দেশ্য করে স্মারকসূচক বক্তব্য প্রদান করা হয়ে থাকে। ২০১৪ সালের বিজয়ী অ্যাডাম লিথকে বলা হয় যে, ‘আপনার সমপক্ষীয়গণ ভোটের মাধ্যমে আপনাকে মনোনীত করেছেন। এটি আনন্দঘন মুহূর্ত। আপনি বছরব্যাপী চমৎকার খেলেছেন।’[]

ইতিহাস

সম্পাদনা

১৯৭০ সালে প্রথমবারের মতো এ পুরস্কার লাভের জন্য গ্লুচেস্টারশায়ারের মাইক প্রোক্টর ও ল্যাঙ্কাশায়ারের জ্যাক বন্ডকে যৌথভাবে মনোনীত করা হয়। সাতজন খেলোয়াড় একাধিকবার এ পুরস্কার পেয়েছেন। তন্মধ্যে, স্যার রিচার্ড হ্যাডলি (১৯৮১, ১৯৮৪ ও ১৯৮৭) এবং মার্কাস ট্রেসকোথিক (২০০০, ২০০৯ ও ২০১১) তিনবার বর্ষসেরা হন। দুইজন খেলোয়াড়–অ্যান্ড্রু ফ্লিনটফ ও জন লিভার ধারাবাহিকভাবে দুইবার বর্ষসেরা হন।

আঠারোটি প্রথম-শ্রেণীর কাউন্টি দলগুলোর সবগুলোই এ পুরস্কার লাভে সক্ষমতা দেখিয়েছে। তন্মধ্যে, গ্লুচেস্টারশায়ারের খেলোয়াড়েরা সর্বাধিক ছয়বার এ পুরস্কার পেয়েছে। অন্যদিকে, ডার্বিশায়ার, গ্ল্যামারগন, লিচেস্টারশায়ার ও সাসেক্সের খেলোয়াড়েরা মাত্র একবার পিসিএ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারের দাবীদার হন।

উনিশবার পিসিএ বর্ষসেরা খেলোয়াড় পুরস্কার লাভকারী খেলোয়াড় উইজডেন কর্তৃক বর্ষসেরা ক্রিকেটারের সম্মাননায় ভূষিত হয়েছেন। ২০০৫ সালের পিসিএ বর্ষসেরা খেলোয়াড় পুরস্কার লাভের অধিকারী অ্যান্ড্রু ফ্লিনটফকে একই বছরে বিবিসি বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্ব পুরস্কারে ভূষিত করা হয়েছিল। ২০১২ সালে ক্রিকেট রাইটার্স ক্লাব কর্তৃক প্রবর্তিত বর্ষসেরা কাউন্টি চ্যাম্পিয়নশীপ পুরস্কার প্রদানের পর থেকে পিসিএ বর্ষসেরা খেলোয়াড় পুরস্কার লাভকারী তিনজনের মধ্যে দুইজন পেয়েছেন।[]

বিজয়ী খেলোয়াড়

সম্পাদনা
সাল খেলোয়াড় জাতীয়তা ক্লাব ঐ বছরে প্রাপ্ত অন্য পুরস্কার[]
১৯৭০ মাইক প্রোক্টর   দক্ষিণ আফ্রিকা গ্লুচেস্টারশায়ার
জ্যাক বন্ড   ইংল্যান্ড ল্যাঙ্কাশায়ার উইজডেন বর্ষসেরা ক্রিকেটার[]
১৯৭১ ল্যান্স গিবস   ওয়েস্ট ইন্ডিজ ওয়ারউইকশায়ার উইজডেন বর্ষসেরা ক্রিকেটার[]
১৯৭২ অ্যান্ডি রবার্টস   ওয়েস্ট ইন্ডিজ হ্যাম্পশায়ার
১৯৭৩ পিটার লি   ইংল্যান্ড ল্যাঙ্কাশায়ার
১৯৭৪ ব্যারি স্টিড   ইংল্যান্ড নটিংহ্যামশায়ার
১৯৭৫ জহির আব্বাস   পাকিস্তান গ্লুচেস্টারশায়ার
১৯৭৬ পিটার লি   ইংল্যান্ড ল্যাঙ্কাশায়ার
১৯৭৭ মাইক প্রোক্টর   দক্ষিণ আফ্রিকা গ্লুচেস্টারশায়ার
১৯৭৮ জন লিভার   ইংল্যান্ড এসেক্স উইজডেন বর্ষসেরা ক্রিকেটার[]
১৯৭৯ জন লিভার   ইংল্যান্ড এসেক্স
১৯৮০ রবিন জ্যাকম্যান   ইংল্যান্ড সারে উইজডেন বর্ষসেরা ক্রিকেটার[]
১৯৮১ রিচার্ড হ্যাডলি   নিউজিল্যান্ড নটিংহ্যামশায়ার উইজডেন বর্ষসেরা ক্রিকেটার[]
১৯৮২ ম্যালকম মার্শাল   ওয়েস্ট ইন্ডিজ হ্যাম্পশায়ার উইজডেন বর্ষসেরা ক্রিকেটার[]
১৯৮৩ কেন ম্যাকইউয়ান   দক্ষিণ আফ্রিকা এসেক্স
১৯৮৪ রিচার্ড হ্যাডলি   নিউজিল্যান্ড নটিংহ্যামশায়ার
১৯৮৫ নীল র‌্যাডফোর্ড   ইংল্যান্ড ওরচেস্টারশায়ার উইজডেন বর্ষসেরা ক্রিকেটার[]
১৯৮৬ কোর্টনি ওয়ালশ   ওয়েস্ট ইন্ডিজ গ্লুচেস্টারশায়ার উইজডেন বর্ষসেরা ক্রিকেটার[]
১৯৮৭ রিচার্ড হ্যাডলি   নিউজিল্যান্ড নটিংহ্যামশায়ার
১৯৮৮ গ্রেইম হিক   ইংল্যান্ড ওরচেস্টারশায়ার
১৯৮৯ জিমি কুক   দক্ষিণ আফ্রিকা সমারসেট উইজডেন বর্ষসেরা ক্রিকেটার[]
১৯৯০ গ্রাহাম গুচ   ইংল্যান্ড এসেক্স
১৯৯১ ওয়াকার ইউনুস   পাকিস্তান সারে উইজডেন বর্ষসেরা ক্রিকেটার[]
১৯৯২ কোর্টনি ওয়ালশ   ওয়েস্ট ইন্ডিজ গ্লুচেস্টারশায়ার
১৯৯৩ স্টিভ ওয়াটকিন   ইংল্যান্ড গ্লুচেস্টারশায়ার উইজডেন বর্ষসেরা ক্রিকেটার[]
১৯৯৪ ব্রায়ান লারা   ওয়েস্ট ইন্ডিজ ওয়ারউইকশায়ার উইজডেন বর্ষসেরা ক্রিকেটার[]
১৯৯৫ ডমিনিক কর্ক   ইংল্যান্ড ডার্বিশায়ার উইজডেন বর্ষসেরা ক্রিকেটার[]
১৯৯৬ ফিল সিমন্স   ওয়েস্ট ইন্ডিজ লিচেস্টারশায়ার উইজডেন বর্ষসেরা ক্রিকেটার[]
১৯৯৭ স্টিভ জেমস   ইংল্যান্ড গ্ল্যামারগন
১৯৯৮ মাল লয়   ইংল্যান্ড নর্দাম্পটনশায়ার
১৯৯৯ স্টুয়ার্ট ল   অস্ট্রেলিয়া এসেক্স
২০০০ মার্কাস ট্রেসকোথিক   ইংল্যান্ড সমারসেট
২০০১ ডেভিড ফুলটন   ইংল্যান্ড কেন্ট
২০০২ মাইকেল ভন   ইংল্যান্ড ইয়র্কশায়ার উইজডেন বর্ষসেরা ক্রিকেটার[]
২০০৩ মুশতাক আহমেদ (ক্রিকেটার)   পাকিস্তান সাসেক্স
২০০৪ অ্যান্ড্রু ফ্লিনটফ   ইংল্যান্ড ল্যাঙ্কাশায়ার
২০০৫ অ্যান্ড্রু ফ্লিনটফ   ইংল্যান্ড ল্যাঙ্কাশায়ার বিবিসি বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্ব পুরস্কার[]
২০০৬ মার্ক রামপ্রকাশ   ইংল্যান্ড সারে উইজডেন বর্ষসেরা ক্রিকেটার[]
২০০৭ অটিস গিবসন   ওয়েস্ট ইন্ডিজ ডারহাম উইজডেন বর্ষসেরা ক্রিকেটার[]
২০০৮ মার্টিন ফন জারসভেল্ড   দক্ষিণ আফ্রিকা কেন্ট
২০০৯ মার্কাস ট্রেসকোথিক   ইংল্যান্ড সমারসেট
২০১০ নীল কার্টার   দক্ষিণ আফ্রিকা ওয়ারউইকশায়ার
২০১১ মার্কাস ট্রেসকোথিক   ইংল্যান্ড সমারসেট
২০১২ নিক কম্পটন   ইংল্যান্ড সমারসেট ক্রিকেট রাইটার্স ক্লাব বর্ষসেরা কাউন্টি চ্যাম্পিয়নশীপ খেলোয়াড়,[]
উইজডেন বর্ষসেরা ক্রিকেটার[]
২০১৩ মঈন আলী   ইংল্যান্ড ওরচেস্টারশায়ার
২০১৪ অ্যাডাম লিথ   ইংল্যান্ড ইয়র্কশায়ার ক্রিকেট রাইটার্স ক্লাব বর্ষসেরা কাউন্টি চ্যাম্পিয়নশীপ খেলোয়াড়,[]
উইজডেন বর্ষসেরা ক্রিকেটার[]
২০১৫ ক্রিস রাশওয়ার্থ   ইংল্যান্ড ডারহাম
২০১৬ বেন ডাকেট   ইংল্যান্ড নর্দাম্পটনশায়ার ক্রিকেট রাইটার্স ক্লাব বর্ষসেরা তরুণ ক্রিকেটার,
পিসিএ বর্ষসেরা তরুণ ক্রিকেটার
২০১৭ সমিত প্যাটেল   ইংল্যান্ড নটিংহ্যামশায়ার
২০১৮ জো ডেনলি   ইংল্যান্ড কেন্ট
২০১৯ বেন স্টোকস   ইংল্যান্ড ডারহাম
২০২০ ক্রিস উকস   ইংল্যান্ড ওয়ারউইকশায়ার

পাদটীকা

সম্পাদনা
  1. Note that Wisden Cricketers of the Year are awarded for the previous year. For the purposes of this list, being named PCA Player of the Year in 1970 is equivalent to being named a Wisden Cricketer of the Year in 1971.

তথ্যসূত্র

সম্পাদনা

সাধারণ

নির্দিষ্ট

  1. "Carter claims top PCA prize"England and Wales Cricket Board। ২৩ সেপ্টেম্বর ২০১০। ২৬ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১০ 
  2. "Media advisory: cricket awards"। Sports Journalists' Association। ১৫ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৫ 
  3. Sewell, Arthur (২১ মার্চ ১৯৯৪)। "Obituary: Reg Hayter"The Independent। London: Independent Print Limited। ৯ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১০ 
  4. "Lyth and Lees scoop top PCA awards"England and Wales Cricket Board। ২ অক্টোবর ২০১৪। ২৬ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৫ 
  5. "Cricket Writers' Club Awards"। Cricket Writers' Club। ১২ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৫ 
  6. "Wisden's Five Cricketers of the Year"ESPNcricinfoESPN। ২৩ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৫ 
  7. Culf, Andrew (১২ ডিসেম্বর ২০০৫)। "Ashes hero Flintoff voted Sports Personality of the Year"The Guardian। London: Guardian Media Group। ২০ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৫ 

আরও দেখুন

সম্পাদনা