পিরিজপুর ইউনিয়ন

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার একটি ইউনিয়ন

পিরিজপুর ইউনিয়ন বাংলদেশের ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার একটি ইউনিয়ন। ইউনিয়নটি বাজিতপুর উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন।[][]

পিরিজপুর
ইউনিয়ন
৮নং পিরিজপুর ইউনিয়ন পরিষদ
পিরিজপুর ঢাকা বিভাগ-এ অবস্থিত
পিরিজপুর
পিরিজপুর
পিরিজপুর বাংলাদেশ-এ অবস্থিত
পিরিজপুর
পিরিজপুর
বাংলাদেশে পিরিজপুর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°১৩′১৬″ উত্তর ৯০°৫৭′১৬″ পূর্ব / ২৪.২২১১১° উত্তর ৯০.৯৫৪৪৪° পূর্ব / 24.22111; 90.95444 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাকিশোরগঞ্জ জেলা
উপজেলাবাজিতপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

পিরিজপুর ইউনিয়নের আয়তন প্রায় ৩২ বর্গকিলোমিটার।[]

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

পিরিজপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৪,৪৭৭ জন। এর মধ্যে পুরুষ ১৪,৭৩৬ জন এবং মহিলা ১৯,৭৪১ জন।[]

অবস্থান ও সীমানা

সম্পাদনা

পিরিজপুর ইউনিয়ন পরিষদের মাঝ দিয়ে ঢাকা-কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়ক। এছাড়াও পিরিজপুর ইউনিয়নের মাঝ দিয়ে কটিয়াদি-অষ্টগ্রাম মহাসড়ক। বাজিতপুর উপজেলা সর্ব পশ্চিমে অবস্থিত। কটিয়াদী উপজেলা এবং কুলিয়ারচর উপজেলার মিলন স্থল হলো পিরিজপুর ইউনিয়ন।

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

পিরিজপুর ইউনিয়ন বাজিতপুর উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার বাজিতপুর থানার আওতাধীন। এ ইউনিয়ন ৭টি মৌজায় বিভক্ত।[]

ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হলো[]
ওয়ার্ড নং গ্রামের নাম
১নং ওয়ার্ড উজানচর, উত্তর গজারিয়া, বিলপাড় গজারিয়া
২নং ওয়ার্ড ডুয়াইগাঁও, জফরপুর, বিলপাড় ডুয়াইগাঁও
৩নং ওয়ার্ড গোথালিয়া, নবুরিয়া, হাপানিয়া, নিলখী নয়াহাটি, নিলখী হাপানিয়া, বাংলা বাজার
৪নং ওয়ার্ড সুলতানপুর, মিরাকান্দি, গয়েশপুর, বোর্ড বাজার
৫নং ওয়ার্ড নিলখী, নোয়াগাঁও নিলখী, তাতারকান্দা
৬নং ওয়ার্ড জোয়ারিয়া, কৈকুড়ী
৭নং ওয়ার্ড দক্ষিন পিরিজপুর, বাজেগাঁও, মুন্সিকান্দা, পিরিজপুর বাজার, পূর্ব পিরিজপুর
৮নং ওয়ার্ড মধ্য পিরিজপুর, পশ্চিম পিরিজপুর, সূতিরপাড়, জয়নগর, আমতলা, জয়নগর নয়াহাটি
৯নং ওয়ার্ড খাশালা গজারিয়া, বড় গজারিয়া, ছোট গজারিয়া, গজারিয়া বাজার

ইতিহাস

সম্পাদনা

পিরিজপুর ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ঔপনিবেশিক ব্রিটিশ শাসনামলে ১৮৭০ সালে। এর আগের বছর ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত হয় উপমহাদেশের অন্যতম প্রাচীন পৌরসংস্থা বাজিতপুর পৌরসভা।

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

২০০১ শিক্ষা জরিপ অনুযায়ী পিরিজপুর ইউনিয়নের শিক্ষার হার ৪৪%। এ ইউনিয়নে ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪টি বেসরকারি রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩টি মাদ্রাসা রয়েছে।

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

পিরিজপুর ইউনিয়ন পরিষদের মাঝ দিয়ে বয়ে গেছে ঢাকা-কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়ক। এ মহাসড়ক দিয়ে সহজেই অল্প সময়ের মধ্যে ঢাকাসহ দেশের যে কোনো স্থানে যাওয়া যায়। উপজেলা পরিষদে যাতায়াতেও আছে বড় পাকা সড়ক।[]

হাট-বাজার

সম্পাদনা

পিরিজপুর ইউনিয়নে অনেকগুলো হাট-বাজার রয়েছে। এর মধ্যে কয়েকটি হলো পিরিজপুর বাজার, জামতলী বাজার, গজারিয়া বাজার, উজানচর বাজার, বোর্ড বাজার, বাংলা বাজার ইত্যাদি। সবচেয়ে বড় বাজার হলো পিরিজপুর বাজার। এ বাজারে প্রায় ৫০০টি দোকানপাট আছে। বাজিতপুর তথা কিশোরগঞ্জ জেলার সবচেয়ে বড় কাঁচা বাজার হিসাবে খ্যাত এবং কলার বাজার হিসাবে বিখ্যাত। এখান থেকে জেলার বিভিন্ন উপজেলায় সবজি চালান হয়।[]

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • বর্তমান চেয়ারম্যান- মোঃ জাফর ইকবাল জুয়েল
চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নাম মেয়াদ
০১ আব্দুল খলিল পন্ডিত
০২ করিম
০৩ আব্দুর রাজ্জাক তুলা
০৪ অহিদ উদ্দিন
০৫ তুফানি
০৬ আজহারুল ইসলাম গোলাপ
০৭ মোঃ জোবায়ের ইব্রাহিম
০৮ মোঃ জাফর ইকবাল জুয়েল

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "পিরিজপুর ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৬ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০ 
  2. "বাজিতপুর উপজেলা"বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০ 
  3. "এক নজরে পিরিজপুর ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৪