পিটার শেফার
স্যার পিটার লেভিন শেফার সিবিই (১৫ মে ১৯২৬ – ৬ জুন ২০১৬)[১] একজন ইংরেজ নাট্যকার, চিত্রনাট্যকার ও ঔপন্যাসিক ছিলেন। তিনি ইকুয়াস ও আমাডেয়ুস নাটকের জন্য সর্বাধিক পরিচিত। নাটক দুটি শ্রেষ্ঠ মঞ্চনাটক বিভাগে টনি পুরস্কার অর্জন করে।[২] দ্বিতীয়োক্ত নাটকটি অবলম্বনে মিলশ ফরমান একই নামের (১৯৮৪) চলচ্চিত্র নির্মাণ করেন, যার লেখনীর জন্য শেফার শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্য বিভাগে একাডেমি পুরস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।
স্যার পিটার শেফার | |
---|---|
জন্ম | পিটার লেভিন শেফার ১৫ মে ১৯২৬ লিভারপুল, ইংল্যান্ড |
মৃত্যু | ৬ জুন ২০১৬ কাউন্টি কর্ক, আয়ারল্যান্ড | (বয়স ৯০)
সমাধিস্থল | হাইগেট সেমেটারি |
পেশা |
|
শিক্ষা প্রতিষ্ঠান | ট্রিনিটি কলেজ, কেমব্রিজ |
সঙ্গী | রবার্ট লিওনার্ড (মৃ. ১৯৯০) |
আত্মীয় | অ্যান্টনি শেফার (ভাই) |
স্বাক্ষর |
মঞ্চে অবদানের জন্য শেফার ১৯৮৭ সালে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ারের কমান্ডার এবং ২০০১ সালের নববর্ষ সম্মাননায় নাইটস ব্যাচেলর খেতাবে ভূষিত হন। ২০০৭ সালে আমেরিকান থিয়েটার হল অব ফেমে তার নাম অন্তর্ভুক্ত করা হয়।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ গার্ডনার, লিন (৬ জুন ২০১৬)। "Sir Peter Shaffer obituary"। দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0261-3077। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ ওয়েবার, ব্রুস; বার্কভিস্ট, রবার্ট (৭ জুন ২০১৬)। "Peter Shaffer Dies at 90; Playwright Won Tonys for 'Equus' and 'Amadeus'" । দ্য নিউ ইয়র্ক টাইমস। পৃষ্ঠা B9। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "Hall of Fame: theater veterans get a night in limelight"। পিটসবার্গ পোস্ট-গেজেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৪।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিউক্তিতে পিটার শেফার সম্পর্কিত উক্তির সংকলন রয়েছে।