পিটার লেকো (সার্বিয়ানঃ Петер Леко) (জন্মঃ ৮ সেপ্টেম্বর, ১৯৭৯ইং) যুগোস্লাভিয়া সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের সুবোতিকায় জন্মগ্রহণকারী হাঙ্গেরীয় দাবা খেলোয়াড়। ১৯৯৪ সালে তিনি গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন। ঐ সময় তার বয়স ছিল মাত্র ১৪ বছর যা বয়স অনুযায়ী সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হিসেবে বিশ্বরেকর্ড গড়েছিলেন। ১ মার্চ, ২০১২ইং পর্যন্ত ফিদে বিশ্ব দাবা র‍াঙ্কিং অনুযায়ী বিশ্বের সেরা ২৪নং খেলোয়াড় ও হাঙ্গেরীর শীর্ষ খেলোয়াড় তিনি। বর্তমানে তার রেটিং হচ্ছে ২৭২০।[] এছাড়াও লেকো বিশ্বের পাঁচজন খেলোয়াড়ের একজন হিসেবে বিগ থ্রী নামে পরিচিত বার্ষিকভিত্তিক অতি বৃহৎ প্রতিযোগিতা - কোরাস, লাইনার্স এবং ডর্টমুন্ড প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন।

পিটার লেকো
পূর্ণ নামপিটার লেকো
দেশ হাঙ্গেরি
খেতাবগ্র্যান্ডমাস্টার
ফিদে রেটিং
(জানুয়ারি, ২০১২ইং পর্যন্ত ফিদে বিশ্ব দাবা র‍াঙ্কিং অনুযায়ী বিশ্বের সেরা ২৬নং খেলোয়াড়)
সর্বোচ্চ রেটিং২৭৬৩ (এপ্রিল, ২০০৫)

ধ্রুপদী বিশ্ব দাবা চ্যাম্পিয়নশীপ, ২০০৪-এর প্রতিযোগিতায় তিনি ভ্লাদিমির ক্রামনিকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। ৭-৭ পয়েন্টে টাই হলেও ক্রামনিক তার শিরোপা অক্ষুণ্ণ রাখেন। লেকো'র সেরা বিশ্ব রাঙ্কিং হচ্ছে ৪র্থ স্থান যা তিনি এপ্রিল, ২০০৩ সালে অর্জন করেন। আর্মেনিয়ার গ্র্যান্ডমাস্টার আর্সাক পেত্রোসিয়ান তার শ্বশুর।

বিশ্ব চ্যাম্পিয়নশীপের ফলাফল

সম্পাদনা

ক্যান্ডিডেট্স টুর্ণামেন্টে ১৯৯৯ সালে বিজয়ের পর ২০০২ সালেও লেকো বিজয়ী হন। এরফলে তিনি ২০০৪ সালে অনুষ্ঠিত ধ্রুপদী বিশ্ব দাবা চ্যাম্পিয়নশীপে ভ্লাদিমির ক্রামনিকের প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হন।[] ঐ সময় বিশ্ব দাবা চ্যাম্পিয়নশীপ দু'ভাগে বিভক্ত হয়েছিল। কিন্তু এতে অধিকাংশ শক্তিশালী খেলোয়াড়গণ অংশ নিয়েছিলেন। তবে বিশ্বের শীর্ষস্থানীয় দুই দাবাড়ু গ্যারি কাসপারভ এবং বিশ্বনাথন আনন্দ অংশ নেননি। কিছুদিন বিলম্বের পর সেপ্টেম্বর ২৫ - অক্টোবর ১৮, ২০০৪ সালে সুইজারল্যান্ডের ব্রিসাগোয় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। লেকো প্রতিযোগিতার একটি খেলা শেষ হবার পূর্ব পর্যন্ত এক পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিলেন। কিন্তু শেষ খেলায় ক্রামনিক জয়ী হন। ফলে ৭-৭ (+২ -২ = ১০) পয়েন্টে টাই হয় ও ধ্রুপদী বিশ্ব দাবা শিরোপা অক্ষুণ্ণ রাখেন ক্রামনিক।

চেজ৯৬০

সম্পাদনা

২০০১ সালে লেকো ফিশার র‍েন্ডম চেজ নামে পরিচিত চেজ৯৬০ পদ্ধতি প্রয়োগ করেন। এর মাধ্যমে তিনি গ্র্যান্ডমাস্টার মাইকেল এডামসকে মেইঞ্জ চেজ ক্লাসিকের ৮ খেলার সিরিজে স্বল্প ব্যবধানে পরাভূত করেছিলেন।

মিস্কোল্ক দ্রুতগতির দাবা প্রতিযোগিতা

সম্পাদনা

২০০৫ সাল থেকে পিটার লেকো হাঙ্গেরীয়ার মিস্কোল্ক শহরে দ্রুতগতির দাবা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। সেখানে তিনি প্রতি বছর বিশ্বের নামী-দামী প্রতিপক্ষ দাবাড়ুদের মোকাবিলা করেন।

উল্লেখযোগ্য প্রাপ্তিসমূহ

সম্পাদনা

খেলার ধরন

সম্পাদনা

২০০৫ সালে সম্মানজনক দাবা প্রতিযোগিতা হিসেবে কোরাস দাবা প্রতিযোগিতায় আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দকে পরাজিত করেন লেকো। সেখানে তিনি কালো ঘুঁটি নিয়ে অংশ নিয়েছিলেন। দাবার চালগুলো ছিল নিম্নরূপঃ-

1. e4 c5 2. Nf3 Nc6 3. d4 cxd4 4. Nxd4 Nf6 5. Nc3 e5 6. Ndb5 d6 7. Bg5 a6 8. Na3 b5 9. Bxf6 gxf6 10. Nd5 f5 11. c3 Bg7 12. exf5 Bxf5 13. Nc2 O-O 14. Nce3 Be6 15. Bd3 f5 16. O-O Ra7 17. a4 Ne7 18. Nxe7+ Rxe7 19. axb5 axb5 20. Bxb5 d5 21. Ra6 f4 22. Nc2 Bc8 23. Ra8 Qd6 24. Nb4 Bb7 25. Ra7 d4 26. Ba6? (Better is 26. Bc6 Bxc6 27. Rxe7 Qxe7 28. Nxc6 with approximate equality.) 26...Bxg2! 27. Bc4+ Kh8 28. Ra6 Qc5 29. Kxg2 f3+ 30. Kh1 Qxc4 31. Rc6 Qb5 32. Rd6 e4 33. Rxd4 Bxd4 34. Qxd4+ Qe5 35. Qxe5+ Rxe5 36. Nc2 Rb8 37. Ne3 Rc5 38. h3 Rxb2 39. c4 Rg5 40. Kh2 Kg8 41. h4 Rg6 42. Kh3 Kf7 43. Nf5 Rc2 44. Ne3 Rd2 45. c5 Ke6 46. c6 Rg8 47. c7 Rc8 48. Kg3 Rxc7 49. Kf4 Rd4 50. Ra1 Rf7+ 51. Kg3 Rd8 52. Ra6+ Ke5 53. Ng4+ Kd5 54. Nf6+ Rxf6 55. Rxf6 Ke5 56. Rh6 Rg8+ 57. Kh3 e3 0-1

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা
স্বীকৃতি
পূর্বসূরী
জুডিত পোলগার
সর্বকনিষ্ঠ দাবার গ্র্যান্ডমাস্টার
১৯৯৪–১৯৯৭
উত্তরসূরী
ইতাইনে ব্যাক্রোট