পিঞ্জুরী ইউনিয়ন
পিঞ্জুরী ইউনিয়ন বাংলদেশের ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
পিঞ্জুরী | |
---|---|
ইউনিয়ন | |
পিঞ্জুরী ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে পিঞ্জুরী ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫৮′৪৬″ উত্তর ৮৯°৫৯′৪৪″ পূর্ব / ২২.৯৭৯৪৪° উত্তর ৮৯.৯৯৫৫৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | গোপালগঞ্জ জেলা |
উপজেলা | কোটালীপাড়া উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
সম্পাদনাপিঞ্জুরী ইউনিয়নের মোট আয়তন ১৩.৩৬ বর্গ মাইল।এই ইউনিয়নের উত্তরে কোটালীপাড়া পৌরসভা, দক্ষিণে টুংঙ্গিপাড়া উপজেলা, পশ্চিমে হিরণ ইউনিয়ন অবস্থিত।[৩]
ইতিহাস
সম্পাদনাপ্রশাসনিক এলাকা
সম্পাদনাপিঞ্জুরী ইউনিয়নে ২২টি গ্রাম নিয়ে ৯টি ওয়ার্ড গঠিত। ১ জন চেয়ারম্যান এবং ৪ জন সংরক্ষিত মহিলা সদস্যসহ মোট ১৩ জন ইউনিয়ন পরিষদ সদস্য নির্বাচিত হয়।
ওয়ার্ড নং | গ্রাম/এলাকাসমুহ |
---|---|
০১ | কুরপালা, শ্রীরামপুর এবং গুয়াখোলা গ্রাম |
০২ | গোয়ালংক, বাগন্ড এবং পূর্নবতী গ্রাম |
০৩ | পিঞ্জুরী, কাশাতলী এবং আলিঠাপাড়া গ্রাম |
০৪ | ছত্রকান্দা, দেওপুরা এবং মহিষডাঙ্গা গ্রাম |
০৫ | ফুলবাড়ী, বহলতলী এবং বাহির শিমুল গ্রাম |
০৬ | সোনাখালী, তারইল এবং চরগোপালপুর গ্রাম |
০৭ | কাঠিগ্রাম এবং চিতশী গ্রাম |
০৮ | গোপালপুর গ্রামের উত্তর অংশ এবং কাগডাঙ্গা গ্রাম |
০৯ | গোপালপুর গ্রামের দক্ষিণ অংশ |
আয়তন ও জনসংখ্যা
সম্পাদনাপিঞ্জুরী ইউনিয়নের মোট আয়তন ১৩.৩৬ বর্গ মাইল। ইউনিয়নের বর্তমান জনসংখা প্রায় ৩৫,৩৭০ জন। ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী এই ইউনিয়নের মোট জনসংখা ২০,০২৫ জন।
ওয়ার্ড নং | পুরুষ | নারী | মোট জনসংখ্যা |
---|---|---|---|
০১ | ২০২০ জন | ১৮৬০ জন | ৩৮৬০ জন |
০২ | ১৮১০ জন | ১৬৩০ জন | ৩৪৪০ জন |
০৩ | ১৫২৫ জন | ১৪১৫ জন | ২৯৪০ জন |
০৪ | ৭৩০ জন | ৬৫০ জন | ১৩৮০ জন |
০৫ | ৮১০ জন | ৭১৫ জন | ১৫২৫ জন |
০৬ | ১০২০ জন | ৭১০ জন | ১৭৩০ জন |
০৭ | ১১৫০ জন | ৯১০ জন | ২০৬০ জন |
০৮ | ১০৫০ জন | ৯১০ জন | ১৯৬০ জন |
০৯ | ৬২০ জন | ৫১০ জন | ১১৩০ জন |
সর্বমোট জনসংখা | ২০,০২৫ জন |
শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাশিক্ষার হার : ২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী পিঞ্জুরী ইউনিয়নের শিক্ষার হার ৫৬.০০%।
শিক্ষা প্রতিষ্ঠানঃ এখানে মোট ১৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৩টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং ৩টি মাদ্রাসা রয়েছে।
দর্শনীয় স্থান
সম্পাদনাউল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনা- কাজী আকরাম উদ্দিন আহমেদ, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান[৬] এবং এফবিসিআই এর সাবেক সভাপতি[৭];
- কাজী ফিরোজ রশিদ, জাতীয় সংসদ সদস্য[৮];
জনপ্রতিনিধি
সম্পাদনাইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আবু ছাইদ সিকদার।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পিঞ্জুরী ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৮ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০।
- ↑ "কোটালীপাড়া উপজেলা"। বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০।
- ↑ "ভৌগোলিক অবস্থান-পিঞ্জুরী ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (ইংরেজি ভাষায়)। ২০২০-০৩-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৬।
- ↑ "একনজরে পিঞ্জুরী ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (ইংরেজি ভাষায়)। ২০২০-০৩-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৫।
- ↑ "ওয়ার্ডভিত্তিক লোক সংখ্যা-পিঞ্জুরী ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (ইংরেজি ভাষায়)। ২০২০-০৩-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৬।
- ↑ "চেয়ারম্যানের বার্তা"। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Express, The Financial। "Lion Kazi Akram Uddin Ahmed PMJF"। The Financial Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৬।
- ↑ "একাদশ জাতীয় সংসদ সদস্যের তালিকা"। জাতীয় সংসদ। ২০১৯-০১-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৬।
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | কাজী বেলায়েত হোসেন | |
০২ | মুঙ্গ কাজী | |
০৩ | আহম্মাদ | |
০৪ | ওহাব হাওলাদার | |
০৫ | মো: জেন্নাত বিশ্বাস | |
০৬ মুজিবুর রহমান হাওলাদার
।০৭ মুজিবুর রহমান হাওলাদার |
০৮ মাহমুদুল হক সিকদার | ০৯ মুজিবুর রহমান হাওলাদার |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |