পিওত্র জেলিনস্কি
পিওত্র সেবাস্তিয়ান জেলিনস্কি (পোলীয়: Piotr Zieliński, [ˈpjɔtr ʑɛˈliɲski]; জন্ম: ২০ মে ১৯৯৪; পিওত্র জেলিনস্কি নামে সুপরিচিত) হলেন একজন পোলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব নাপোলি এবং পোল্যান্ড জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | পিওত্র সেবাস্তিয়ান জেলিনস্কি | ||
জন্ম | ২০ মে ১৯৯৪ | ||
জন্ম স্থান | জোম্পকোভিৎসে শ্লোস্কিয়ে, পোল্যান্ড | ||
উচ্চতা | ১.৭৭ মিটার (৫ ফুট ৯+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | নাপোলি | ||
জার্সি নম্বর | ২০ | ||
যুব পর্যায় | |||
২০০৩–২০০৭ | ওরজেউ জাবকোভিৎসে স্লাস্কিয়া | ||
২০০৭–২০১১ | জাগুয়েম্বিয়ে লুবিন | ||
২০১১–২০১২ | উদিনেসে | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১২–২০১৬ | উদিনেসে | ১৯ | (০) |
২০১৪–২০১৬ | → এম্পোলি (ধার) | ৬৩ | (৫) |
২০১৬– | নাপোলি | ২৪৫ | (৩৪) |
জাতীয় দল‡ | |||
২০০৯ | পোল্যান্ড অনূর্ধ্ব-১৫ | ৫ | (১) |
২০০৯–২০১০ | পোল্যান্ড অনূর্ধ্ব-১৬ | ৬ | (০) |
২০১০–২০১১ | পোল্যান্ড অনূর্ধ্ব-১৭ | ১০ | (১) |
২০১২ | পোল্যান্ড অনূর্ধ্ব-১৮ | ৫ | (১) |
২০১১–২০১২ | পোল্যান্ড অনূর্ধ্ব-১৯ | ১৫ | (৫) |
২০১২–২০১৩ | পোল্যান্ড অনূর্ধ্ব-২১ | ৩ | (১) |
২০১৩– | পোল্যান্ড | ৮০ | (১০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৫:০৫, ২৫ এপ্রিল ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৫:০৫, ২৫ এপ্রিল ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
২০০৯ সালে, জেলিনস্কি পোল্যান্ড অনূর্ধ্ব-১৫ দলের হয়ে পোল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় চার বছর যাবত পোল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৩ সালে পোল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; পোল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৮০ ম্যাচে ১০টি গোল করেছেন।
প্রারম্ভিক জীবন
সম্পাদনাপিওত্র সেবাস্তিয়ান জেলিনস্কি ১৯৯৪ সালের ২০শে মে তারিখে পোল্যান্ডের জোম্পকোভিৎসে শ্লোস্কিয়েতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
সম্পাদনাজেলিনস্কি পোল্যান্ড অনূর্ধ্ব-১৫, পোল্যান্ড অনূর্ধ্ব-১৬, পোল্যান্ড অনূর্ধ্ব-১৭, পোল্যান্ড অনূর্ধ্ব-১৮, পোল্যান্ড অনূর্ধ্ব-১৯ এবং পোল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে পোল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। পোল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৪ বছরে ৪৪ ম্যাচে অংশগ্রহণ করে ৯টি গোল করেছেন।
পরিসংখ্যান
সম্পাদনাআন্তর্জাতিক
সম্পাদনা- ২৫ এপ্রিল ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
পোল্যান্ড | ২০১৩ | ৭ | ৩ |
২০১৪ | ১ | ০ | |
২০১৫ | ৩ | ০ | |
২০১৬ | ১০ | ০ | |
২০১৭ | ৮ | ০ | |
২০১৮ | ১২ | ৩ | |
২০১৯ | ১০ | ০ | |
২০২০ | ৫ | ০ | |
২০২১ | ১০ | ১ | |
২০২২ | ১২ | ৩ | |
২০২৩ | ২ | ০ | |
সর্বমোট | ৮০ | ১০ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Team 2022/23 – SSC Napoli" [দল ২০২২/২৩ – সোচেতা স্পোর্তিভা কালচো নাপোলি]। sscnapoli.it (ইতালীয় ভাষায়)। নাপোলি: সোচেতা স্পোর্তিভা কালচো নাপোলি। ২৪ মে ২০২২। ২৪ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩।
- ↑ "NAPOLI" [নাপোলি]। legaseriea.it (ইংরেজি ভাষায়)। সেরিয়ে আ। ২৪ এপ্রিল ২০২৩। ২৪ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- পিওত্র জেলিনস্কি – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- পিওত্র জেলিনস্কি – উয়েফা প্রতিযোগিতার রেকর্ড (আর্কাইভ) (ইংরেজি)
- সকারওয়েতে পিওত্র জেলিনস্কি (ইংরেজি)
- সকারবেসে পিওত্র জেলিনস্কি (ইংরেজি)
- বিডিফুটবলে পিওত্র জেলিনস্কি (ইংরেজি)
- ইইউ-ফুটবলে পিওত্র জেলিনস্কি (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে পিওত্র জেলিনস্কি (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে পিওত্র জেলিনস্কি (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে পিওত্র জেলিনস্কি (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে পিওত্র জেলিনস্কি (ইংরেজি)