পিওতর ইলিচ চাইকভ্‌স্কি

রুশ সঙ্গীত রচয়িতা

পিওতর ইলিচ চাইকভ্‌স্কি (রুশ: Пётр Ильи́ч Чайко́вский; ৭ মে [O. S. ২৫ এপ্রিল] ১৮৪০ – ৬ নভেম্বর [O. S. ২৫ অক্টোবর] ১৮৯৩) সর্বকালের সর্বাধিক জনপ্রিয় রুশ জাতীয়তাবিশিষ্ট পশ্চিমা ধ্রুপদী সুরকার। তিনি ৭টি সিম্ফনি, ১১টি অপেরা, ৩টি ব্যালে, ৫টি সুইট, ৩টি পিয়ানো কনচের্তো, ১টি ভায়োলিন কনচের্তো, ১১টি ওভার্চার, ৪টি কান্তাতা, ২০টি কোরাল সংগীত, ৩টি স্ট্রিং কোয়ার্টেট, ১টি স্ট্রিং সেক্সটেট এবং ১০০রও বেশি গান ও পিয়ানোবাদন-যন্ত্রসংগীত রচনা করেন। চাইকভ্স্কি‌র সঙ্গীত সুরময়, এতে হার্মোনির ব্যবহার চমৎকার, অর্কেস্ট্রায়ন বর্ণময় ও চিত্ররূপময় এবং এ সব কিছু শ্রোতার মনে গভীর দোলা দেয়। চাইকভ্‌স্কির সঙ্গীত সাধারণ জনগণের কাছে সবসময়ই আদৃত হয়ে এসেছে। তিনি প্রথম রুশ সুরকার হিসেবে বিশ্ব পর্যায়ে পরিচিত লাভ করেন।[]

পিওতর ইলিচ চাইকভ্‌স্কির প্রতিকৃতি, নিকোলাই দিমিত্রিভিচ কুজনেতসভ-এর অংকিত
চাইকভ্‌স্কির স্বাক্ষর
চাইকভ্‌স্কির জন্মস্থান, যেটাকে বর্তমানে জাদুঘরে পরিনত করা হয়েছে
১৮৪৮ সালে চাইকভ্‌স্কির পরিবার

পিওতর ইলিচ চাইকোভস্কি ১৮৪০ সালের ৭ মে ভোটকিনস্কে জন্মগ্রহণ করেন। জায়গাটি ছিল কামা নদীর তীরের নিকটবর্তী ভায়াটকা গভর্নরেটের (বর্তমান উদমুর্তিয়া) একটি ছোট শহর, এবং রাশিয়ান সাম্রাজ্যের উরাল পর্বতমালার কাছাকাছি। তার বাবা, ইলিয়া পেট্রোভিচ চাইকভ্স্কি খনি বিভাগে লেফটেন্যান্ট কর্নেল এবং প্রকৌশলী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Russian – BGN/PCGN transliteration system"transliteration.com। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২০ 
  2. "Tchaikovsky: A Life"tchaikovsky-research.net