পালেরচর ইউনিয়ন
পালেরচর ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১][২] সবচেয়ে অবহেলিত একটি এলাকা।
পালেরচর | |
---|---|
ইউনিয়ন | |
পালেরচর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে পালেরচর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১৯′৫৯″ উত্তর ৯০°১৯′১০″ পূর্ব / ২৩.৩৩৩০৬° উত্তর ৯০.৩১৯৪৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | শরীয়তপুর জেলা |
উপজেলা | জাজিরা উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | আবুল হোসেন ফরাজি |
আয়তন | |
• মোট | ১৮ বর্গকিমি (৭ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | প্রায় ১২ হাজার। |
সাক্ষরতার হার | |
• মোট | ৪০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
সম্পাদনাপালেরচর জাজিরা উপজেলার উত্তর প্রান্তের একটি ইউনিয়ন যার উত্তর প্রান্তে পদ্মা নদী, দক্ষিণ ও পূর্বে বড়কান্দি এবং পশ্চিমে পূর্ব নাওডোবা ইউনিয়ন।
ইতিহাস
সম্পাদনাএটা ছিলো একসময় পদ্মার চরাঞ্জল এলাকা। মধ্যযুগে এখানে পাল বংশের মানুষের বসবাস ছিলো। সেই অনুযায়ী এই ইউনিয়নের নাম পালেরচর নামকরণ করা হয়।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাপালেরচর ৯ টি ওয়াড আছে। এছাড়া পালেরচর বাজার এ সকল রাজনৈতিক সভা হয়। শিক্ষাগত দিক দিয়ে দড়িকান্দি রয়েছে আব্দুল গনি উচ্চ বিদ্যালয়। এছাড়াও খেলাধুলা ও রাজনৈতিক কর্মকান্ডসহ বিভিন্ন কাজে কাথুরিয়ার মানুষের অংশগ্রহণ সবার আগে।
আয়তন ও জনসংখ্যা
সম্পাদনাপালেরচর ইউনিয়নের আয়তন পদ্মার চরাঞ্চল ছাড়া প্রায় ১৮ বর্গকিমি। প্রায় ১২০০০ লোকের বসবাস পালেরচর ইউনিয়নে। জনঘনত্ব ৬৬৬ জন প্রতি বর্গকিলোমিটার।
শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাপালেরচর ইউনিয়নের শিক্ষার হার ৪০%। এ ইউনিয়নে উচ্চ বিদ্যালয় ১টি, প্রাথমিক বিদ্যালয় ১০টি, কওমি মাদ্রাসা ১টি ও মহিলা মাদ্রাসা ৩টি রয়েছে।
দর্শনীয় স্থান
সম্পাদনাকাথুরিয়া নদীর পাড়। কালাই পাগল এর মাজার।
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পালেরচর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৪ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২০।
- ↑ "জাজিরা উপজেলা"। বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২০।
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |