পার্বতীপুর সরকারি কলেজ

বাংলাদেশের একটি সরকারি কলেজ

পার্বতীপুর সরকারি কলেজ (পূর্বনাম: পার্বতীপুর ডিগ্রি কলেজ) হচ্ছে বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা সদরে অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। কলেজটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়।

পার্বতীপুর সরকারি কলেজ
প্রাক্তন নামসমূহ
পার্বতীপুর ডিগ্রী কলেজ
ধরনসরকারি কলেজ
স্থাপিত১ জুলাই ১৯৬৪; ৬০ বছর আগে (1964-07-01)
ইআইআইএন১২১০৫৯ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষগোলাম রসুল
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
২১
শিক্ষার্থী১৪৮৬ (২০২৪)
স্নাতক৭৯৭
অন্যান্য শিক্ষার্থী
৬৮৯
ঠিকানা
নতুন কলোনি
, ,
৫২৫০
,
শিক্ষাঙ্গন৩ একর
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
দিনাজপুর শিক্ষা বোর্ড
ওয়েবসাইটparbatipurgovtcollege.edu.bd
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা

পার্বতীপুর ডিগ্রি কলেজ শিক্ষার উন্নয়নের চিন্তা থেকে স্থানীয় শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী ব্যক্তিগনের মহতী উদ্যাগে ১৯৭২ সালে প্রতিষ্ঠা লাভ করে।

বর্ণনা

সম্পাদনা
 
কলেজের দুটি ভবন।

কলেজটি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা এলাকায় অবস্থিত। কলেজে সকল ধর্মের বালক বালিকাদের অধ্যয়নের সুয়োগ রয়েছে। কলেজটি চারটি ভবন নিয়ে গঠিত। কলেজের সামনে রয়েছে একটি প্রশস্ত খেলার মাঠ।

উপলব্ধ কোর্স

সম্পাদনা

বর্তমানে কলেজটিতে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন উচ্চমাধ্যমিকের বিজ্ঞান, মানবিক ও ব্যবস্যা বিভাগ চালু আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স পাস কোর্স চালু আছে।[]

উচ্চ মাধ্যমিক
  • বিজ্ঞান
  • মানবিক
  • বাণিজ্য
ব্যাচেলর ডিগ্রি (পাস) কোর্স
  • বিএ (পাস)
  • বিএসএস (পাস)
  • বিএসসি (পাস)
  • বিবিএস (পাস)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "National University :: College Details"www.nubd.info। সংগ্রহের তারিখ ২০২৪-১১-২১ 

বহিঃসংযোগ

সম্পাদনা