পাবনা-২

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

পাবনা-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি পাবনা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৬৯নং আসন।

পাবনা-২
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাপাবনা জেলা
বিভাগরাজশাহী বিভাগ
মোট ভোটার
  • ৩,৪৮,২১৩ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ১,৭৮,৩৯৮
  • নারী ভোটার: ১,৬৯,৮১৪
  • হিজড়া ভোটার: ১
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩

সীমানা

সম্পাদনা

পাবনা-২ আসনটি পাবনা জেলার সুজানগর উপজেলা এবং আমিনপুর থানা নিয়ে গঠিত।[]

নির্বাচিত সাংসদ

সম্পাদনা
নির্বাচন সদস্য দল
১৯৭৩ সৈয়দ হায়দার আলী বাংলাদেশ আওয়ামী লীগ[]
১৯৭৯ এম এ মতিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল[]
সীমানা পরিবর্তন
১৯৮৬ মকবুল হোসেন জাতীয় পার্টি[][]
১৯৮৮ জাতীয় পার্টি
১৯৯১ ওসমান গণি খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ফেব্রুয়ারি ১৯৯৬ এ কে এম সেলিম রেজা হাবিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ আহমেদ তফিজ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগ
১৯৯৮ উপ-নির্বাচন আবদুল করিম খন্দকার বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ এ কে এম সেলিম রেজা হাবিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ আবদুল করিম খন্দকার বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ খন্দকার আজিজুল হক আরজু বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ আহমেদ ফিরোজ কবির বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৪ আহমেদ ফিরোজ কবির বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

সম্পাদনা

২০১০-এর দশকে নির্বাচন

সম্পাদনা

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে খন্দকার আজিজুল হক আরজু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[]

২০০০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০০৮: পাবনা-২[][]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ আবদুল করিম খন্দকার ১,১৬,৭৩০ ৫৫.১ +৮.৬
বিএনপি এ কে এম সেলিম রেজা হাবিব ৯৫,০০০ ৪৪.৯ -৮.০
সংখ্যাগরিষ্ঠতা ২১,৭৩০ ১০.৩ +৪.০
ভোটার উপস্থিতি ২,১১,৭৩০ ৯০.১ +১১.৭
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: পাবনা-২[১০]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি এ কে এম সেলিম রেজা হাবিব ৯৭,৭০৪ ৫২.৯ +৬.০
আওয়ামী লীগ মির্জা আবদুল জলিল ৮৬,০১৩ ৪৬.৫ -১.৫
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ নূরুল ইসলাম ১,০১০ ০.৫ প্র/না
স্বতন্ত্র মোঃ মাসুদ আহমেদ ১২৫ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১১,৬৯১ ৬.৩ +৫.২
ভোটার উপস্থিতি ১,৮৪,৮৫২ ৭৮.৪ −৪.৩
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন

সম্পাদনা

জুন ১৯৯৮ সালে আহমেদ তফিজ উদ্দিন মারা যান। ডিসেম্বরের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের আবদুল করিম খন্দকার নির্বাচিত হন।[১১]

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: পাবনা-২[১০]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ আহমেদ তফিজ উদ্দিন ৬৭,২৫০ ৪৮.০ +৮.৫
বিএনপি এ কে এম সেলিম রেজা হাবিব ৬৫,৭৪৫ ৪৬.৯ -৮.৪
জামায়াতে ইসলামী মোঃ হাতেম আলী ৩,৯৭৯ ২.৮ প্র/না
জাতীয় পার্টি মকবুল হোসেন ২,৪৫১ ১.৭ +১.০
জাকের পার্টি মোঃ এ ওয়াহাব ৪২৪ ০.৩ -২.১
স্বতন্ত্র খন্দকার গোলাম মর্তুজা ১৭৭ ০.১ প্র/না
স্বতন্ত্র মোঃ ফেরদৌস আলম খান ১৫৯ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১,৫০৫ ১.১ −১৪.৮
ভোটার উপস্থিতি ১,৪০,১৮৫ ৮২.৭ +২৪.১
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: পাবনা-২[১০]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি ওসমান গনি খান ৬৭,৪৩১ ৫৫.৩
আওয়ামী লীগ আহমেদ তফিজ উদ্দিন ৪৮,০৮৬ ৩৯.৫
জাকের পার্টি মোঃ এ ওয়াহাব ২,৯৩৮ ২.৪
ন্যাপ (মুজাফফর) রোনেশ মিত্র ১,০৫০ ০.৯
জাতীয় পার্টি মকবুল হোসেন ৯০৮ ০.৭
স্বতন্ত্র মোঃ হাসান মনজুর ৮৮২ ০.৭
ন্যাপ (ভাসানী) মোঃ সৌদুর রহমান ৪৪৫ ০.৪
এনডিপি খন্দকার গোলাম মর্তুজা ১০০ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ১৯,৩৪৫ ১৫.৯
ভোটার উপস্থিতি ১,২১,৮৪০ ৫৮.৬
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "পাবনা-২ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮ 
  4. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  7. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮ 
  8. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  9. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  10. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 
  11. "By-election Ends Peacefully in Bangladesh"। জিনহুয়া সংবাদ সংস্থা (ইংরেজি ভাষায়)। ১০ ডিসেম্বর ১৯৯৮। 

বহিঃসংযোগ

সম্পাদনা