পানিপথের যুদ্ধ

উইকিপিডিয়া দ্ব্যর্থতা নিরসন পাতা

ইন্ডিয়ার হরিয়ানা প্রদেশের পানিপথ নামক স্থানে তিনটি বিখ্যাত যুদ্ধ সংগঠিত হয়েছিল যে যুদ্ধগুলি ইতিহাসে পানিপথের যুদ্ধ নামে পরিচিত। এই শহরটি ' উইভিং সিটি অফ ইণ্ডিয়া ' নামে পরিচিত।

  • পানিপথের প্রথম যুদ্ধ (১৫২৬) হয়েছিল মুঘল সম্রাট বাবর ও দিল্লির পরাক্রমশালী সুলতান ইব্রাহিম লোদীর সঙ্গে। ফলাফল মুঘল বিজয়। এবং ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়।উল্লেখ থাকে যে এই যুদ্ধে বাবর প্রথম ভারতে কামানের ব্যবহার করেন যে কারণে বাবর ইব্রাহিম লোদীর লক্ষাধিক সৈন্যের বিরুদ্ধে লড়াই করেও জয়লাভ করেন। আর এই যুদ্ধে বাবর রুমি কৌশল প্রয়োগ করে যুদ্ধ জয়কে আরও সহজসাধ্য ক'রে তুলেছিলেন।তাঁর আসল নাম জহিরউদ্দিন মুহাম্মদ।তবে তিনি((খইর ই বাবুর))

ৰা 'সিংহ' নামেই সমধিক পরিচিতি। তিনি মাত্র ১১ বছর বয়সে মধ্য এশিয়ার ফারঘনা রাজ্যের সিংহাসনে আরোহন করেন এবং অল্প বয়সেই দু'বার সিংহাসন হারান। তারপর তিনি নিজ দেশ ছেড়ে আফগানিস্তানের কাবুলের সিংহাসন অধিকার করেন এবং পরে ভারতের সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লি অধিকার করেন। ১৫২৭ খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধে মেবারের রানা সংগ্রাম সিংহকে তিনি পরাজিত করেন। এভাবে এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।