পানামা জাতীয় মহিলা ফুটবল দল
পানামা জাতীয় মহিলা ফুটবল দল আন্তর্জাতিক মহিলাদের ফুটবলে পানামার প্রতিনিধিত্ব করে থাকে। এই দল কনকাকাফ ডব্লিউ চ্যাম্পিয়নশিপ সহ বেশ কয়েকটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দলটি ফিফা মহিলা বিশ্বকাপ এবং গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনেও অংশগ্রহণ করে এবং ২০২৩ সংস্করণে তাদের প্রথম বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করে। দলটি নিয়ন্ত্রিত হয় পানামীয় ফুটবল ফেডারেশন দ্বারা।
ডাকনাম | Las Canaleras (দ্যা ক্যানাল গার্লস) La Marea Roja (দ্যা রেড টাইড/লাল জোয়ার) | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | পানামীয় ফুটবল ফেডারেশন | ||
কনফেডারেশন | CONCACAF | ||
প্রধান কোচ | ইগনাসিও কুইন্টানা | ||
সর্বাধিক ম্যাচ | রাইজা গুতেরেজ | ||
মাঠ | এস্তাদিও রোমেল ফার্নান্দেজ | ||
ফিফা কোড | PAN | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ৫৭ (৯ ডিসেম্বর ২০২২) | ||
সর্বোচ্চ | ৫৩ (ডিসেম্বর ২০১৯) | ||
সর্বনিম্ন | ১৪০ (ডিসেম্বর ২০১৫) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
গুয়াতেমালা ১–২ পানামা (সান সালভাদোর, এল সালভাদোর; ২৮ জুলাই ২০০২) | |||
বৃহত্তম জয় | |||
পানামা ১৫–২ বেলিজ (গুয়াতেমালা সিটি, গুয়াতেমালা; ২১ নভেম্বর ২০০৩) | |||
বৃহত্তম পরাজয় | |||
মার্কিন যুক্তরাষ্ট্র ৯–০ পানামা (সিয়াটল, মার্কিন যুক্তরাষ্ট্র; ২ নভেম্বর ২০০২) | |||
বিশ্বকাপ | |||
অংশগ্রহণ | ১ (২০২৩-এ প্রথম) | ||
সেরা সাফল্য | অনির্ধারিত | ||
কনকাকাফ ডব্লিউ চ্যাম্পিয়নশিপ | |||
অংশগ্রহণ | ৪ (২০০২-এ প্রথম) | ||
সেরা সাফল্য | ৪র্থ (২০১৮) |
কর্মকর্তা
সম্পাদনাপজিশন | নাম | তথ্যসূত্র |
---|---|---|
প্রধান কোচ | ইগনাসিও কুইন্টানা | [১] |
সহকারী কোচ | রাইজা গুতেরেজ | |
সহকারী কোচ | তানিয়া কাম্পোসর্তেগা | |
গোলকিপিং কোচ | ডোনাল্ডো গঞ্জালেজ | |
ফিজিক্যাল কোচ | গুস্তাভো আভেন্ডানো |
- মেডিকেল স্টাফ
পজিশন | নাম | তথ্যসূত্র |
---|---|---|
ডাক্তার | লুইস সেভিলানো | |
ফিজিওথেরাপিস্ট | লিসবেথ ভ্যালেসিলা |
- প্রশাসনিক
পজিশন | নাম | তথ্যসূত্র |
---|---|---|
ডেলিগেট | পেদ্রো নুনেজ | |
প্রেস ডেলিগেট | আদান দে গার্সিয়া-এসমেনজাউড় |
রেকর্ড
সম্পাদনামহিলা বিশ্বকাপ
সম্পাদনা- ২০২৩: উত্তীর্ণ
কনকাকাফ ডব্লিউ চ্যাম্পিয়নশিপ
সম্পাদনা- ২০১৮: চতুর্থ স্থান
- ২০০২, ২০০৬, ২০২২: গ্রুপ পর্ব
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Selecciones FEPAFUT – Federación Panameña de Fútbol"। www.fepafut.com (স্পেনীয় ভাষায়)। Panamanian Football Federation। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২১।
বহিঃসংযোগ
সম্পাদনা- Official website (স্পেনীয় ভাষায়)
- FIFA profile