পাথরাইল ইউনিয়ন

টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার একটি ইউনিয়ন

পাথরাইল ইউনিয়ন বাংলাদেশের টাঙ্গাইল জেলার অন্তর্গত দেলদুয়ার উপজেলার একটি ইউনিয়ন।[][]

পাথরাইল
ইউনিয়ন
পাথরাইল ঢাকা বিভাগ-এ অবস্থিত
পাথরাইল
পাথরাইল
পাথরাইল বাংলাদেশ-এ অবস্থিত
পাথরাইল
পাথরাইল
বাংলাদেশে পাথরাইল ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°১২′৩২″ উত্তর ৮৯°৫৬′২৮″ পূর্ব / ২৪.২০৮৮৯° উত্তর ৮৯.৯৪১১১° পূর্ব / 24.20889; 89.94111 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাটাঙ্গাইল জেলা
উপজেলাদেলদুয়ার উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠিত১৯৮৪
সরকার
 • চেয়ারম্যানহানিফুজ্জামান লিটন (আ’লীগ)
আয়তন
 • মোট১৮.৯৭ বর্গকিমি (৭.৩২ বর্গমাইল)
উচ্চতা১৬ মিটার (৫২ ফুট)
জনসংখ্যা (২০১১)
 • মোট৩১,৮০৩
 • জনঘনত্ব১,৭০০/বর্গকিমি (৪,৩০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড১৯১২ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ভৌগোলিক উপাত্ত

সম্পাদনা

পাথরাইল ইউনিয়নের মোট আয়তন ১৮.৯৭ বর্গকিলোমিটার।[][] গ্রাম সংখ্যা ২৩ টি।[]

প্রশাসনিক অঞ্চল

সম্পাদনা

এই ইউনিয়ন নিন্মলিখিত গ্রাম নিয়ে গঠিত: গ্রাম ২২টি। পাথরাইল-১; আররারগু-২, গাদতলা-২; দেউজান-৩, চণ্ডি-৩; পারিজাতপুর-৪, মঙ্গলহোর-৪, দশকিয়া-৪; চিনাখুলা-৫; বরটিয়া-৬, কুমুরিয়া-৬, বান্দাবাড়ী-৬, অলুয়ারিনি-৬, অরঅলয়া-৬; কেইজুরি-৭, সুভকি-৭; নরন্দা-৮, আকন্দপাড়া-৮, পাইকপাড়া-৮; নোলসুধা-৯, বিষণুপুর-৯, গোপালপুর।

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

বাংলাদেশের ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী পাথরাইল ইউনিয়নের মোট জনসংখ্যা ৩১,৮০৩ জন।প্শিক্ষার হার ৪২.৬০%।[]

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

টাঙ্গাইল শহর হতে ৭ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পাথরাইল। এখানে প্রধান যানবাহন হিসেবে মূলত বাস, রিকসা, সি.এন.জি, ইজি বাইক, ভ্যান ইত্যাদি যাতায়াতে ব্যবহার করা হয়।

হাটবাজারের তালিকা

সম্পাদনা

পাথরাইল, পুটিয়াজানী, রূপসী, নলসুধা।

হাসপাতাল

সম্পাদনা

পাথরাইল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, দেওজান উপস্বাস্থ্য কেন্দ্র।

শিক্ষা

সম্পাদনা

পাথরাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়, দেওজান সমাজ কল্যাণ বালিকা উচ্চ বিদ্যালয়, নলসুধা বালিকা উচ্চ বিদ্যালয়, পুটায়াজানী উচ্চ বিদ্যালয় এবং প্রতিটি গ্রামে একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে।

দর্শনীয় স্থান

সম্পাদনা

জমিদার বাড়ি, পাথরাইল। শিল্পনগরী এলাকা, আকন্দ পাড়া।

অর্থনীতি

সম্পাদনা

পাথরাইল টাঙ্গাইল জেলার অন্যতম অর্থনৈতিকভাবে উন্নত এলাকা। এ এলাকার অর্থনীতি মূলত বিখ্যাত টাঙ্গাইল শাড়ীর উপর র্নিভরশীল। এটি একটি শিল্পসমৃদ্ধ এলাকা।

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. এক নজরে পাথরাইল[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. ইউনিয়ন তালিকা[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "টাঙ্গাইল জেলার তথ্য" (পিডিএফ)। ৩ মে ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৩