পাকিস্তান সাহিত্য সংসদ

পাকিস্তান সাহিত্য সংসদ পূর্ব পাকিস্তান ভিত্তিক একটি ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক সাহিত্যিক সমাজ ছিল যা ১৯৫৮ সালে পাকিস্তানে সামরিক আইন ঘোষণার পরে বন্ধ হয়ে যায়।

পাকিস্তান সাহিত্য সংসদ
গঠিত১৯৫২
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা

ইতিহাস

সম্পাদনা

পাকিস্তান সাহিত্য সংসদ ১৯৫২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর প্রথম সভাপতি ছিলেন কাজী মোতাহার হোসেন এবং এর প্রথম সম্পাদক ছিলেন ফয়েজ আহমেদ।পরবর্তীকালে আতোয়ার রহমান ও হাসান হাফিজুর রহমান সম্পাদকের দায়িত্ব পালন করেন। আবদুল গনি হাজারী, কামরুল হাসান, অজিত কুমার গুহ, ফজলে লোহানী, আবদুল গাফ্ফার চৌধুরী, মোস্তাফা নূরউল ইসলাম, আনিসুজ্জামান প্রমুখ কাজ করেছেন। সংগঠনটি সওগাত পত্রিকার সদর দফতরে দ্বি-বার্ষিক বৈঠক করে। ১৯৫৮ সংগঠনটি দক্ষিণ এশিয়ার লেখকদের নিয়ে বিশেষ সম্মেলন করে। সম্মেলনটি ছিল বাঙালি লেখক এবং লেখক এবং বাঙালি সংস্কৃতি ও সাহিত্য সংরক্ষণের প্রতিশ্রুতির ।ম্যাক্সিম গোর্কি (১৯৫২), বঙ্কিমচন্দ্র (১৯৫৩) ও রবীন্দ্রনাথকে (১৯৫৫) নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এ ছাড়াও ওস্তাদ আলাউদ্দীন খাঁ, কাজী আবদুল ওদুদ, মোহাম্মদ আকরম খাঁ-কে নিয়েও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান করা হয়েছে। ১৯৫৮ সালে পাকিস্তান সরকার সামরিক আইন জারি করার পরে এটি বন্ধ করে দেওয়া হয়। কিছু সদস্য পাকিস্তান লেখক সংস্থায় যোগদান করেছিলেন। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ওয়াকিল আহমদ (২০১২)। "পাকিস্তান সাহিত্য সংসদ"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743