পাকিস্তান ফুটবল ফেডারেশন

পাকিস্তান ফুটবল এর নিয়ন্ত্রণকারী সংস্থা

পাকিস্তান ফুটবল ফেডারেশন (ইংরেজি: Pakistan Football Federation; এছাড়াও সংক্ষেপে পিএফএফ নামে পরিচিত) হচ্ছে পাকিস্তানের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি পশ্চিম পকিস্তান ফুটবল ফেডারেশন নামে ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং ১৯৭১ সালে বর্তমান নামে নামকরণ করার পূর্ব পর্যন্ত এই নামেই পরিচিত ছিল। এটি প্রতিষ্ঠার পরের বছর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৭ বছর পর ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর পাকিস্তানের পাঞ্জাবের লাহোরের পাঞ্জাব স্টেডিয়ামের বিপরিত পাশে ফুটবল হাউজে অবস্থিত।

পাকিস্তান ফুটবল ফেডারেশন
এএফসি
প্রতিষ্ঠিত১৯৪৭; ৭৭ বছর আগে (1947)[]
সদর দপ্তরলাহোর, পাকিস্তান
ফিফা অধিভুক্তি১৯৪৮[]
এএফসি অধিভুক্তি১৯৫৪
সভাপতিপাকিস্তান হারুন মালিক
ওয়েবসাইটwww.pff.com.pk

এই সংস্থাটি পাকিস্তানের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে পাকিস্তান প্রিমিয়ার লীগ, জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ এবং পাকিস্তান জাতীয় ফুটবল চ্যালেঞ্জ কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। এছাড়াও এটি পাকিস্তানের প্রায় সকল ক্লাবের কার্যক্রম নিয়ন্ত্রণ করে; পাকিস্তানের সকল ফুটবল ক্লাবকে এর সদস্য হতে হয়। এই সংস্থার ৮টি রাজ্য সংগঠন রয়েছে, যার মধ্যে ইসলামাবাদ ফুটবল অ্যাসোসিয়েশন অন্যতম। বর্তমানে পাকিস্তান ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন হামজা খান এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মানিজেহ জাইনলি।

ইতিহাস

সম্পাদনা

পাকিস্তান স্বাধীনতা লাভের পর ১৯৪৭ সালের ৫ই ডিসেম্বর তারিখে মোহাম্মদ আলী জিন্নাহ কর্তৃক পাকিস্তান ফুটবল ফেডারেশন প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৪৮ সালে এটি ফিফার সদস্যপদ লাভ করে। ১৯৫৪ সালে এশিয়ান ফুটবল কনফেডারেশন প্রতিষ্ঠিত হলে এর প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে যোগ দেয় পাকিস্তান।

পাকিস্তান ফুটবল ফেডারেশন ১৯৪৮ সালে করাচিতে প্রথম জাতীয় চ্যাম্পিয়নশিপের আয়োজন করে।

কর্মকর্তা

সম্পাদনা
২৪ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি হামজা খান
সহ-সভাপতি
সাধারণ সম্পাদক মানিজেহ জাইনলি
কোষাধ্যক্ষ আদনান উস সাদিক
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক মির শাব্বার আলি
প্রযুক্তিগত পরিচালক ড্যানিয়েল লিমোনেস
ফুটসাল সমন্বয়কারী
জাতীয় দলের কোচ (পুরুষ)
জাতীয় দলের কোচ (নারী)
রেফারি সমন্বয়কারী আদনান উস সাদিক

প্রতিযোগিতা

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১৩ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:পাকিস্তান-এ ফুটবল টেমপ্লেট:পাকিস্তান ফুটবল ফেডারেশন