পাকিস্তানের জাতীয় পতাকা
(পাকিস্তানের পতাকা থেকে পুনর্নির্দেশিত)
পাকিস্তানের জাতীয় পতাকার নকশা প্রণয়ন করেন সৈয়দ আমিরুদ্দিন কেদোয়াই। এই নকশাটি অল ইন্ডিয়া মুসলিম লীগের ১৯০৬ সালের পতাকার উপর ভিত্তি করে তৈরি করা হয়। পাকিস্তান স্বাধীনতা লাভ করার ৩ দিন আগে ১৯৪৭ সালের ১১ই আগস্ট তারিখে এই পতাকাটির নকশা গৃহীত হয়।
নাম | নতুন চাঁদ ও তারকাখচিত পতাকা (پرچمِ ستارہ و ہلال - (পারচাম-ই-সিতারা আওর হিলাল)) |
---|---|
ব্যবহার | জাতীয় পতাকা |
অনুপাত | ২:৩ |
গৃহীত | ১১ই অগাস্ট, ১৯৪৭ |
অঙ্কন | গাড় সবুজেরর মাঝে একটি সাদা তারা ও নতুনচাঁদ, সহ পতাকা দণ্ডের দিকে একটি সাদা অংশ |
এঁকেছেন | আমিরুদ্দিন কিদওয়াই |
পতাকাটিকে পাকিস্তানে সাব্জ হিলালি পারচাম বলা হয়। উর্দু ভাষার এই বাক্যটির অর্থ হলো "নতুন চাঁদ বিশিষ্ট সবুজ পতাকা"। এছাড়াও এটাকে "পারচাম-ই-সিতারা আওর হিলাল" অর্থাৎ "চাঁদ ও তারা খচিত পতাকা" বলা হয়ে থাকে।
তাৎপর্য
সম্পাদনাপতাকাটির খুঁটির বিপরীত দিকের গাঢ় সবুজ অংশটি ইসলাম ধর্মের প্রতীক। খুঁটির দিকে সাদা অংশ রয়েছে, যা পাকিস্তানে বসবাসরত সংখ্যালঘু অমুসলিমদের প্রতীক। পতাকার মধ্যস্থলে রয়েছে একটি সাদা নতুন চাঁদ, যা প্রগতির প্রতীক; এবং একটি পাঁচ কোনা তারকা, যা ইসলামের পাঁচটি স্তম্ভের প্রতীক।
আকার ও ব্যবহার
সম্পাদনাআকার
সম্পাদনা- বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহারের জন্য. ২১' x ১৪', ১৮' x ১২', ১০' x ৬-২/৩' বা ৯' x ৬ ১/৪.
- ভবনে ব্যবহারের জন্য. ৬' x ৪' or ৩' x ২'.
- গাড়িতে ব্যবহারের জন্য ১২" x ৮".
- টেবিলে ব্যবহারের জন্য ৬ ১/৪" x ৪ ১/৪".
যেসব অনুষ্ঠানে পতাকা উড্ডয়ন করা হয়
সম্পাদনা- পাকিস্তান দিবস (মার্চ ২৩)
- মাদার-ই-মিল্লাত এর জন্মদিন(জুলাই ৩০
- পাকিস্তানের স্বাধীনতা দিবস (আগস্ট ১৪)
- আল্লামা ইকবাল এর জন্মদিন (নভেম্বর ৯)
- মুহাম্মদ আলী জিন্নাহ এর জন্মদিন (ডিসেম্বর ২৫)
- অন্যান্য যেসব দিনে সরকারী নির্দেশ রয়েছে।
যেসব দিনে পতাকা অর্ধনমিত রাখা হয়
সম্পাদনা- আল্লামা ইকবালের মৃত্যু বার্ষিকী (এপ্রিল ২১)
- মাদার-ই-মিল্লাতের মৃত্যু বার্ষিকী (জুলাই ৮)
- মুহাম্মদ আলী জিন্নাহের মৃত্যু বার্ষিকী (সেপ্টেম্বর ১১)
- নওয়াবজাদা লিয়াকত আলী খান এর মৃত্যু বার্ষিকী (অক্টোবর ১৬)
- অন্য যেসব দিনে সরকারী নির্দেশ রয়েছে