পাইকপাড়া ইউনিয়ন, চুনারুঘাট
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার একটি ইউনিয়ন
৪নং পাইকপাড়া ইউনিয়ন বাংলাদেশর চুনারুঘাট উপজেলার একটি প্রশাসনিক এলাকা।
পাইকপাড়া | |
---|---|
ইউনিয়ন | |
৪ নং পাইকপাড়া ইউনিয়ন | |
বাংলাদেশে পাইকপাড়া ইউনিয়ন, চুনারুঘাটের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৯′৫৯.০০০″ উত্তর ৯১°২৭′২৯.০০২″ পূর্ব / ২৪.১৬৬৩৮৮৮৯° উত্তর ৯১.৪৫৮০৫৬১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | হবিগঞ্জ জেলা |
উপজেলা | চুনারুঘাট উপজেলা |
স্থাপিত | ১৯৬০ |
সরকার | |
• ইউপি চেয়ারম্যান | ওয়াহেদ আলী মাস্টার (বাংলাদেশ আওয়ামীলীগ) |
আয়তন | |
• মোট | ৫,২৪২ হেক্টর (১২,৯৫৪ একর) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৮,৬৬০ |
• জনঘনত্ব | ৫৫০/বর্গকিমি (১,৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ১৮.১% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৩২০ |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৩৬ ২৬ ৫৭ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ইতিহাস
সম্পাদনাপাইকপাড়া ইউনিয়নটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। পাইকপাড়া গ্রামের নামে ইউনিয়নটির নামকরণ করা হয়। ইউনিয়ন অফিসটি সতং বাজারে অবস্থিত।
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনামোট জনসংখ্যা ২৯,১১০ যার মধ্যে পুরুষ ১৪,৯৮৬ জন ও মহিলা-১৪,৩৩৪ জন।
প্রশাসনিক অবকাঠামো
সম্পাদনা৯ টি ওয়ার্ড এবং ৩৬টি মহল্লা নিয়ে পাইকপাড়া ইউনিয়ন গঠিত। এ ৯টি ওয়ার্ডে ৯ জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। মাননীয় মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন।
এই ইউনিয়নটি নিন্মলিখিত গ্রাম নিয়ে গঠিত:
- গনেশপুর
- হলহলিয়া
- শতং
- বড়ধুলিয়া
- বাঘমারা
- নোয়াবাদ
- পাকইপাড়া
- নিজমাগুরউন্ডা
- জুয়ারমাগুরউন্ডা
- হলদিউড়া
- উজ্জলপুর
- জমসেরপুর
- মাঝিশাইল
- মুছিপুর
- ফুলপুর
- ফান্দাইল
- ব্যাংগি
- আব্দুল্লাহপুর
- কাঠালবাড়ি
- গাজিপুর
- পঞ্চাশ
- দৌলতকাবাদ
- করমপুর
- মারুউরা
- মারুউড়া চক
- দেউন্দি চা বাগান
- সাতছড়ি চা বাগান
শিক্ষা
সম্পাদনাএই ইউনিয়নে শিক্ষার হারঃ ১৮.১%।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাপ্রাথমিক বিদ্যালয়
সম্পাদনা- পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
- সতং সরকারী প্রাথমিক বিদ্যালয়
- মাঝিশাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়
মাধ্যমিক উচ্চ বিদ্যালয়
সম্পাদনাদাখিল মাদ্রাসা
সম্পাদনাখেলাধুলা
সম্পাদনা- পাইকপাড়া প্রিমিয়ার লীগ