পাইকপাড়া, উত্তর ২৪ পরগনা

পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার বসিরহাট ১ সমষ্টি উন্নয়ন ব্লকের একটি গ্রাম

পাইকপাড়া (ইংরেজি: Paikpara) পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বাসিরহাট ১ নং ব্লকে অবস্থিত একটি গ্রাম। এটি উত্তর ২৪ পরগনা জেলার বাসিরহাট ১ নং ব্লকের ৬০ টি গ্রামের মধ্যে একটি গ্রাম। গ্রামে ৪৬০ টি বাড়ি রয়েছে।[] ২০০৯ এর পরিসংখ্যান অনুসারে ফিফা পাইকপাড়া গ্রামের গ্রাম পঞ্চায়েত।ভারতের সংবিধান এবং পঞ্চায়েতি রাজ আইন অনুসারে পাইকপাড়া গ্রাম পরিচালনা করেন সরপঞ্চ (গ্রামের প্রধান) যিনি গ্রামের প্রতিনিধি নির্বাচিত হন।[][]

পাইকপাড়া
গ্রাম/বাজার
পাইকপাড়া বাজার
পাইকপাড়া বাজার
পাইকপাড়া পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
পাইকপাড়া
পাইকপাড়া
পাইকপাড়া ভারত-এ অবস্থিত
পাইকপাড়া
পাইকপাড়া
পশ্চিমবঙ্গের মানচিত্রে পাইকপাড়া অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩৭′৩৬″ উত্তর ৮৮°৫১′০৩″ পূর্ব / ২২.৬২৬৬৯০° উত্তর ৮৮.৮৫০৭৪১° পূর্ব / 22.626690; 88.850741
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাউত্তর চব্বিশ পরগনা
মহকুমাবসিরহাট মহকুমা
আয়তন
 • মোট০.৫৪৫ বর্গকিমি (০.২১০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১,৯৬৪
ভাষা
 • প্রচলিত ভাষাবাংলা
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)
জনসংখ্যা, সাক্ষরতা, শ্রমিক ও পরিবার সম্পর্কিত পাইকপাড়া বারচার্ট

ভৌগোলিক উপাত্ত

সম্পাদনা

পাইকপাড়া বসিরহাটের সন্নিকটস্থ একটি গ্রাম। ২০১১ সালের আদম শুমারি অনুসারে পাইকপাড়া গ্রামের অবস্থানের কোড বা গ্রাম কোড ৩২৩৫২৪। পাইকপাড়া গ্রামটি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশটি পরগনা জেলার বাসিরহাট দক্ষিণে অবস্থিত। এই গ্রামের উপ-জেলা সদর বসিরহাট যা ৪.৩ কিমি দূরে অবস্থিত এবং জেলা সদরের নাম বারাসত। গ্রামের মোট ভৌগোলিক ক্ষেত্র হল ৫৪.৫ হেক্টর।[][]

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

পাইকপাড়ার মোট জনসংখ্যা ১,৯৬৪ জন।এর মধ্যে পুরুষ ৯৯২ জন এবং নারী ৯৭২ জন। পাইকপাড়া গ্রামে ০-৬ বছর বয়সী বাচ্চাদের জনসংখ্যা ২৩১ জন যা গ্রামের মোট জনসংখ্যার ১১.৭৬%। এর মধ্যে ১২৫ জন ছেলে এবং ১০৬ জন মেয়ে।[] পাইকপাড়া গ্রামের গড় লিঙ্গের অনুপাত ১০২.০৫৭। পাইকপাড়া গ্রামের মোট জনসংখ্যার মধ্যে তফসিল জাতি (SC) ৫.৮৬% এবং তফসিল উপজাতি (ST) ০.২০%।গ্রামে ৪৬০ পরিবার রয়েছে এবং প্রতিটি পরিবারে গড়ে ৪ জন ব্যক্তি থাকেন।[]

২০১১ সালের জাতি অনুসারে পুরুষ মহিলা জনসংখ্যা - পাইকপাড়া
মোট OBC SC ST শিশু
মোট ১,৯৬৪ ১,৮৪৫ ১১৫ ২৩১
পুরুষ ৯৯২ ৯৩২ ৫৭ ১২৫
নারী ৯৭২ ৯১৩ ৫৮ ১০৬

শিক্ষা

সম্পাদনা

সাক্ষরতার হার

সম্পাদনা

পাইকপাড়া গ্রামে সাক্ষরতার হার ৬৪%। এখানে মোট ১,৯৬৪ জন জনসংখ্যার মধ্যে ১,২৭৬ জন শিক্ষিত।পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৬৭%, কারণ ৯৯২ জন পুরুষের মধ্যে ৬৭১ জন পুরুষ শিক্ষিত। তবে মহিলাদের সাক্ষরতার হার ৬২%, কারণ এই গ্রামে মোট ৯৭২ জন মহিলার মধ্যে ৬০৫ জন শিক্ষিত।[]

নিরক্ষরতার হার

সম্পাদনা

পাইকপাড়া গ্রামের নিরক্ষরতার হার ৩৫%। এখানে মোট ১,৯৬৪ জনের মধ্যে ৬৮৮ জন নিরক্ষর। এখানে পুরুষ নিরক্ষরতার হার ৩২% হওয়ায় মোট ৯৯২ জন মধ্যে ৩২১ জন পুরুষ অশিক্ষিত। মহিলাদের মধ্যে নিরক্ষরতার হার ৩৭% এবং এই গ্রামে মোট ৯৭২ জন মধ্যে ৩৬৭ জন মহিলা নিরক্ষর।[]

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা

এই গ্রামে দুটি শিক্ষাকেন্দ্র আছে যে গুলি হল-

১.পাইকপাড়া সিদ্দিকিয়া এতিমখানা

সম্পাদনা
 
পাইকপাড়া ছিদ্দিকীয়া এতিমখানা

অনাথ ছাত্রদের পড়ানোর জন্য এই পাইকপাড়া গ্রামে একটি প্রতিষ্ঠান আছে যেটি "পাইকপাড়া ছিদ্দিকীয়া এতিমখানা" (ইংরেজি- Paikpara Siddiqia Eatimkhana) নামে পরিচিত। এই প্রতিষ্ঠানটি এই গ্রামের নামটি কে আরো উজ্জ্বল করেছে। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৮৪ সালে। এখানে প্রায় ২০০ জন ছাত্র একসাথে পড়াশোনা করে। যাদের মধ্যে প্রায়ই ছাত্র অনাথ। তাদের থাকা-খাওয়া-পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কিছুই বহন করে এই পাইকপাড়া এতিমখানা।[][][] []

২.পাইকপাড়া এফ.পি স্কুল

সম্পাদনা
 
পাইকপাড়া এফ.পি স্কুল

এই পাইকপাড়া এফ.পি স্কুলটি "পাইকপাড়া প্রাথমিক বিদ্যালয়" নামে পরিচিত। এটি একটি সরকারি বিদ্যালয়। এখানে প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। এখানে মোট ছাত্র সংখ্যা প্রায় ২১১ জন। এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৫৪ সালে।[][১০]

কর্মসংস্থান

সম্পাদনা

পাইকপাড়া গ্রামে মোট জনসংখ্যার মধ্যে ৬০৭ জন কর্মব্যস্ত এবং ১৩৫৭ জন কর্মহীন।[] ৯৬.২১% শ্রমিক তাদের কাজকে মূল কাজ হিসাবে বর্ণনা করে (মাসের বেশি কর্মসংস্থান বা উপার্জন করে) এবং ৩.৭৯% শ্রমিক মাসেরও কম সময়ের জন্য জীবিকা নির্বাহের প্রান্তিক কার্যকলাপে জড়িত ছিলেন।মূল কাজ নিযুক্ত ৬০৭ জন শ্রমিকের মধ্যে ১৮ জন কৃষক।[]

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

পাইকপাড়া বাজার এর মধ্য দিয়ে "বসিরহাট-নেজাট" সড়ক গিয়েছে।এই সড়কটি পাইকপাড়া সঙ্গে বসিরহাট,নেজাট,মালঞ্চ,ধামাখালি ও হাসনাবাদ প্রভৃতি স্থানকে মিলিত করেছে।পাইকপাড়া থেকে বসিরহাট,নেজাট,মালঞ্চ ও ধামাখালি মধ্যে বাস পরিসেবা চালু রয়েছে।এছাড়া সল্প দূরত্বের জন্য রয়েছে অটোরিক্সা ও টোট পরিসেভা রয়েছে। এই গ্রামের নিকটবর্তী রেলওয়ে স্টেশন "ভ্যাবলা হল্ট" যেটির দূরত্ব ৩.৩ কিমি।[][১১]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Village Website In India, Explore Villages of India, Best Village Sites In India, Wikivillage"www.wikivillage.in। ২০২০-০৩-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০২ 
  2. "Paikpara Village Population - Basirhat - I - North Twenty Four Parganas, West Bengal"www.census2011.co.in। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০২ 
  3. "Paikpara Village in Basirhat I (North Twenty Four Parganas) West Bengal | villageinfo.in"villageinfo.in। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৯ 
  4. "Paikpara"Village Maps (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৫-২৪। ২০২০-০২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৯ 
  5. "Paikpara Siddiqia Eatimkhana, Champapukur - Orphanage in North 24 Parganas"www-indiainfo-net.cdn.ampproject.org। সংগ্রহের তারিখ ২০২৩-০১-১৯ 
  6. Paikpara Siddiqia Eatimkhana ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে| (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৩।
  7. "এতিমখানার উদ্যোগে হজ প্রশিক্ষণ শিবির"www.aponzonepatrika.com। সংগ্রহের তারিখ ২০২৩-০১-১৯ 
  8. বসু, নির্মল। "সব সারাই হোক, তখন ঝাঁপ খুলব"www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২৩-০১-১৯ 
  9. "PAIKPARA F P SCHOOL, BASIRHAT - I"www.schoolsworld.in। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০২ 
  10. "Paikpara F P School - Basirhat - I, North 24 Parganas - Reviews, Fee Structure, Admission Form, Address, Contact, Rating - Directory"EduGorilla Listings (ইংরেজি ভাষায়)। ২০২০-০৩-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০২ 
  11. "Basirhat - Nazat Rd"Basirhat - Nazat Rd। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০২