পসেইডন লিনাক্স (ইংরেজি: Poseidon Linux) পূর্বে কুরুমিন ও বর্তমানে উবুন্টু ভিত্তিক একটি লিনাক্স ডিস্ট্রিবিউশন। ব্রাজিলের রিও গ্রান্দে ফেডারেল বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ বিজ্ঞানী ও জার্মানির মারুম ইন্সটিটিউট এ অপারেটিং সিস্টেমের উন্নয়ন করেছেন।

পসেইডন লিনাক্স
পসেইডন লিনাক্সের লোগো
পসেইডন ৪ ডেস্কটপ
পসেইডন লিনাক্স ৪ -এর মেঞ্জ
ডেভলপারপসেইডন লিনাক্স টিম
ওএস পরিবারইউনিক্স-সদৃশ
কাজের অবস্থারহিত
সোর্স মডেলওপেন সোর্স
সর্বশেষ মুক্তি৮.০ / নভেম্বর ২০১৬
কার্নেলের ধরনমনোলিথিক (লিনাক্স)
ব্যবহারকারী ইন্টারফেসগ্নোম
লাইসেন্সবিভিন্ন
ওয়েবসাইটsites.google.com/site/poseidonlinux/Home

নামকরণ

সম্পাদনা

পসেইডন গ্রিক পুরাণের দেবতা। এ সিস্টেমের সাথে অনেক সামুদ্রবেত্তা জড়িয়ে থাকায়, লিনাক্স ডিস্ট্রিবিউশনটির নাম হিসেবে সমুদ্র দেবতা পসেইডনের নামকেই নির্বাচন করা হয়।