লক্ষ্মীপ্রাসাদ পশ্চিম ইউনিয়ন
সিলেট জেলার কানাইঘাট উপজেলার একটি ইউনিয়ন
(পশ্চিম লক্ষ্মীপ্রাসাদ ইউনিয়ন থেকে পুনর্নির্দেশিত)
লক্ষ্মীপ্রাসাদ পশ্চিম ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত কানাইঘাট উপজেলার একটি ইউনিয়ন।[১]
লক্ষ্মীপ্রাসাদ পশ্চিম | |
---|---|
ইউনিয়ন | |
২নং লক্ষ্মীপ্রাসাদ পশ্চিম ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে লক্ষ্মীপ্রাসাদ পশ্চিম ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°৩′৪৬.০০১″ উত্তর ৯২°১৫′২৯.০০২″ পূর্ব / ২৫.০৬২৭৭৮০৬° উত্তর ৯২.২৫৮০৫৬১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সিলেট জেলা |
উপজেলা | কানাইঘাট উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ১৯৭২ |
আয়তন | |
• মোট | ৩,৯৬৮ হেক্টর (৯,৮০৫ একর) |
জনসংখ্যা | |
• মোট | ২৪,৫৯৬ |
• জনঘনত্ব | ৬২০/বর্গকিমি (১,৬০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯১ ৫৯ ৬৬ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান
সম্পাদনাকানাইঘাট উপজেলা হতে ৬ কি: মি: উত্তরে সুরইঘাট। বাজারের পশ্চিম পার্শ্বে ২নং পশ্চিম লক্ষীপ্রসাদ ইউনিয়ন অবস্থিত। পূর্বে নুন খাল, পশ্চিমে চিলাই নদী, উত্তরে খাসিয়া জৈন্তা পাহাড় এবং দক্ষিণে ৬ নং কানাইঘাট ইউনিয়ন।
ইতিহাস
সম্পাদনাআয়তন ও জনসংখ্যা
সম্পাদনাএ ইউনিয়নের আয়তন ২৭ বর্গ কি.মি.। মোট জনসংখ্যা- ২৬০০০হাজার। পুরুষ ১২৮০০ জন, মহিলা ১৩২০০জন। ভোটার সংখ্যা- ১২৭৬৫ জন।
শিক্ষা
সম্পাদনাশিক্ষার হার- ৪৫%
- প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- সরকারী ১২টি, বেসরকারী ৫টি।
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা- নাই।
- মাধ্যামিক সংখ্যা- সরকারী নাই, বেসরকারী ১টি।
- কলেজের সংখ্যা- নাই।
- মাদ্রাসার সংখ্যা- আলীয়া নাই, কাওমী ১০টি।
- ধর্মীয় পতিষ্টানের সংখ্যা- মসজিদ ৬৭টি, মন্দির ৫টি।
দর্শনীয় স্থান
সম্পাদনাখাল ও নদী
সম্পাদনা- সুরই নদী
- শিংগারীয়া নদী
- জলাস ছড়া
- আমরী নদী
- খামাজুরী নদী
- নুনছড়া নদী
- চিলাই নদী
- হুর্মা নদী
- লোভা নদী
- মরা আমরী নদী
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "একনজরে ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৫ জানুয়ারি ২০১৯। ১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৯।