ওয়েস্ট ইন্ডিজ

উত্তর অতলান্তিক মহাসাগরীয় একটি অঞ্চল যা ক্যারিবিয়ান সাগর দ্বারা ঘেরা
(পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ থেকে পুনর্নির্দেশিত)

ওয়েস্ট ইন্ডিজ বা ওয়েস্ট ইন্ডিয়া ক্যারিবীয় অববাহিকা এবং উত্তর আটলান্টিক মহাসাগরীয় একটি অঞ্চলবিশেষ। দ্বীপ এলাকা অ্যান্টিলিজ এবং লুকেয়ান দ্বীপপুঞ্জও এ অঞ্চলের অন্তর্ভুক্ত।[] ক্রিস্টোফার কলম্বাস কর্তৃক এ অঞ্চল আবিষ্কৃত হবার পর ইউরোপীয়রা ওয়েস্ট ইন্ডিজকে দক্ষিণ এশিয়াদক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম দেশ ভারত থেকে এ অঞ্চলকে পৃথকীকরণে প্রয়াস পান। সপ্তদশ শতক থেকে ঊনবিংশ শতক পর্যন্ত ইউরোপীয় ঔপনিবেশিক অঞ্চল ওয়েস্ট ইন্ডিজ ছিল ব্রিটিশ ওয়েস্ট ইন্ডিজ, ড্যানিশ ওয়েস্ট ইন্ডিজ, নেদারল্যান্ডস অ্যান্টিলেজ (ডাচ ওয়েস্ট ইন্ডিজ), ফরাসী ওয়েস্ট ইন্ডিজ এবং স্প্যানিশ ওয়েস্ট ইন্ডিজ। বৃহৎ অর্থে, সাবেক ড্যানিশ ও স্প্যানিশ দ্বীপপুঞ্জের কিছু দ্বীপ সম্মিলিতভাবে আমেরিকান ওয়েস্ট ইন্ডিজ নামে পরিচিত যা সাম্প্রতিককালে পরিচিতি পাচ্ছে।

  ওয়েস্ট ইন্ডিজ
  ওয়েস্ট ইন্ডজের অধীনে থাকা দেশ সমূহ

ইতিহাস

সম্পাদনা

১৯১৬ সালে ড্যানিশ ওয়েস্ট ইন্ডিজ চুক্তি মোতাবেক ডেনমার্ক তাদের নিয়ন্ত্রণাধীন ড্যানিশ ওয়েস্ট ইন্ডিজ ২৫ মিলিয়ন মার্কিন ডলারের সমমানের স্বর্ণের বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রয় করে দেয়। এরফলে ড্যানিশ ওয়েস্ট ইন্ডিজ মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব এলাকায় পরিণত হয় যা ইউনাইটেড স্টেটস ভার্জিন আইল্যান্ড নামে পরিচিত হয়ে আসছে।

১৯৫৮ থেকে ১৯৬২ সালের মধবর্তী সময়কালে যুক্তরাজ্য ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বাহামা, ব্রিটিশ হন্ডুরাসব্রিটিশ গায়ানা বাদে ওয়েস্ট ইন্ডিজ এলাকার দ্বীপ অঞ্চলসমূহকে ওয়েস্ট ইন্ডিজ ফেডারেশনভূক্ত করে। তাদের আশা ছিল ফেডারশনের মাধ্যমে একক, স্বাধীন দেশ হিসেবে পরিচিতি পাবে। কিন্তু, ফেডারেশনের সীমিত সামর্থ্য, বহুবিধ সমস্যা এবং সমর্থন না থাকায় এ প্রচেষ্টা ব্যাহত হয়।

উপ-অঞ্চল এবং দ্বীপপুঞ্জ দ্বারা দেশ এবং অঞ্চল

সম্পাদনা

ক্যারিবিয়ান (মূল এলাকা)

সম্পাদনা

গ্রেটার এন্টিলিস

সম্পাদনা
  • জ্যামাইকা

লিওয়ার্ড দ্বীপপুঞ্জ

সম্পাদনা
  • অ্যান্টিগুয়া ও বার্বুডা
  • সেন্ট কিটস ও নেভিস

উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জ

সম্পাদনা
  • গ্রেনাডা
  • সেন্ট লুসিয়া
  • সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ

লেসার অ্যান্টিলেসের বিচ্ছিন্ন দ্বীপ

সম্পাদনা
  • বার্বাডোজ
  • ত্রিনিদাদ ও টোবাগো

দক্ষিণ আমেরিকা

সম্পাদনা
  • গায়ানা

অন্যান্য

সম্পাদনা

সপ্তদশ ও অষ্টাদশ শতকে নিবন্ধিত বিভিন্ন কোম্পানী ওয়েস্ট ইন্ডিজ/ওয়েস্ট ইন্ডিয়াকে একই নামে ব্যবহার করতে থাকে। তন্মধ্যে, ড্যানিশ ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানী, ডাচ ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানী, ফ্রেঞ্চ ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানী এবং সুইডিশ ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানী অন্যতম।

যোগাযোগ

সম্পাদনা
বিমানবন্দরের নাম শহর দেশ রানওয়ে সংখ্যা রানওয়ে দৈর্ঘ্য (মি)
গ্র্যান্টলি অ্যাডামস আন্তর্জাতিক বিমানবন্দর সিওয়েল , ক্রাইস্ট চার্চ বার্বাডোস ৩,৩৫৩
চেদ্দি জগন আন্তর্জাতিক বিমানবন্দর জর্জটাউন গায়ানা ৩,৩৫৯
হেওয়ানোরা আন্তর্জাতিক বিমানবন্দর গ্রস আইলেট সেন্ট লুসিয়া ২,৭৪৪
ভিসি বার্ড আন্তর্জাতিক বিমানবন্দর নর্থ সাউন্ড অ্যান্টিগুয়া ও বার্বুডা ৩,০৩৮
পিয়ারকো আন্তর্জাতিক বিমানবন্দর পিয়ারকো ত্রিনিদাদ ও টোবাগো ৩,২০০
মরিস বিশপ আন্তর্জাতিক বিমানবন্দর সেন্ট জর্জ গ্রেনাডা ২,৭৪৪
আর্গিল আন্তর্জাতিক বিমানবন্দর কিংসটাউন সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ ২,৭৪৪
স্যাংস্টার আন্তর্জাতিক বিমানবন্দর মন্টেগো বে জ্যামাইকা ৩,০৬০
নরম্যান ম্যানলে আন্তর্জাতিক বিমানবন্দর কিংস্টন জ্যামাইকা ২,৭৪৪
রবার্ট এল ব্র্যাডশ আন্তর্জাতিক বিমানবন্দর ব্যাসেটেরে সেন্ট কিটস ও নেভিস ২,৪৩৯

খেলাধুলা

সম্পাদনা

ক্রিকেট এই অঞ্চলের জনপ্রিয় খেলা। বিশ্ব ক্রিকেটে এর ঐতিহ্য গৌরবান্বিত।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Caldecott, Alfred (১৮৯৮)। The Church in the West Indies। London: Frank Cass and Co.। পৃষ্ঠা 11। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৩