পশ্চিমাঞ্চল, সিয়েরা লিওন

পশ্চিমাঞ্চল বা ফ্রিটাউন উপদ্বীপ হল সিয়েরা লিওনের চারটি প্রধান প্রশাসনিক বিভাগের একটি। এটি প্রাচীনতম শহর এবং জাতীয় রাজধানী ফ্রিটাউন এবং তার পার্শ্ববর্তী শহর ও গ্রামাঞ্চল নিয়ে গঠিত। এর আয়তন প্রায় ৫৫৭ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ১৪৪৭২৭১ জন।[] পশ্চিমাঞ্চল এলাকাটি একটি উপদ্বীপ এবং এটি দুটি জেলা, পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ জেলা ও পশ্চিমাঞ্চলীয় শহুরে জেলায় বিভক্ত।

পশ্চিমাঞ্চল
ডাকনাম: ফ্রিটাউন উপদ্বীপ
পশ্চিমাঞ্চলের অবস্থান
দেশসিয়েরা লিওন
রাজধানীফ্রিটাউন
জনসংখ্যা (২০০৮)
 • মোট১৪,৪৭,২৭১
সময় অঞ্চলগ্রিনিচ মানক সময় (ইউটিসি-৫)

ফ্রিটাউন পশ্চিমাঞ্চলীয় শহুরে জেলা ও পশ্চিমাঞ্চল এলাকার প্রশাসনিক দপ্তর হিসাবে কাজ করে।

অবস্থান

সম্পাদনা

পশ্চিমাঞ্চলের উত্তর পূর্বে উত্তরাঞ্চলীয় প্রদেশ, দক্ষিণ পূর্বে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ এবং উত্তর পূর্ব ও দক্ষিণে আটলান্টিক মহাসাগর অবস্থিত। সিয়েরা লিওনের চারটি প্রশাসনিক অঞ্চলের মধ্যে একমাত্র পশ্চিমাঞ্চলের সাথে কোন আন্তর্জাতিক সীমান্ত নেই।

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

পশ্চিমাঞ্চল বিভাগ দুটি জেলায় বিভক্ত :

তথ্যসূত্র

সম্পাদনা