পশ্চিমবঙ্গ সমাজতন্ত্রী দল
ওয়েষ্ট বেঙ্গল সোস্যালিষ্ট পার্টি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি সমাজতান্ত্রিক রাজনৈতিক দল। ১৯৮০-এর দশকের শুরুতে তৎকালীন জনতা পার্টির বাঙালি সমাজতান্ত্রিকেরা ভাগ হয়ে এই দলটি গঠন করে (অন্য ভাগটি ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট পার্টি গঠন করে)। দলটির নেতা কিরণ্ময় নন্দ পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।
ওয়েষ্ট বেঙ্গল সোস্যালিষ্ট পার্টি | |
---|---|
নেতা | কিরণ্ময় নন্দ, মনীন্দ্র চন্দ্র পাল |
সদর দপ্তর | ৪২ আনন্দ পালিত রোড, কলকাতা - ৭০০০১৪ |
ভাবাদর্শ | সমাজতন্ত্র |
জোট | বামপন্থী |
ভারতের রাজনীতি রাজনৈতিক দল নির্বাচন |
২০১০ সালের এপ্রিলে ওয়েষ্ট বেঙ্গল সোস্যালিষ্ট পার্টি মুলায়েম সিং যাদবের সমাজবাদী পার্টির সাথে যুক্ত হয় এবং কিরণ্ময় নন্দ সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক হন।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Kiranmoy returns to SP, will remain a minister"। দি ইন্ডিয়ান এক্সপ্রেস। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে ওয়েষ্ট বেঙ্গল সোস্যালিষ্ট পার্টি সংক্রান্ত মিডিয়া রয়েছে।