পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস
ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস, যা ডব্লিউবিজেএস নামে পরিচিত, হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিচার বিভাগীয় পরিষেবা। ডব্লিউবিজেএস, পাবলিক সার্ভিস কমিশনের জন্য, পশ্চিমবঙ্গ সময়ে সময়ে তিনটি পর্যায়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থা করে। এই পর্যায়গুলি হল প্রিলিমিনারি, মেইনস এবং পার্সোনালিটি টেস্ট। এই পরিষেবাটির নাম পরিবর্তন করে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (জুডিশিয়াল) রাখা হয়েছিল।[১][২]
পোস্টিং
সম্পাদনাওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস অফিসারদের হয় সিভিল জজ (জুনিয়র ডিভিশন) বা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে রাখা হয়।[৩] আধিকারিকদের জ্যেষ্ঠতার ভিত্তিতে জেলা জজ এমনকি কলকাতা হাইকোর্টের বিচারক হিসাবে পদোন্নতি দেওয়া হতে পারে।[৪]
প্রশিক্ষণ
সম্পাদনাওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল অ্যাকাডেমি দ্বারা নতুন নিয়োগপ্রাপ্ত বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ পরিচালিত হয়েছিল। অ্যাকাডেমি রাজ্যে সিভিল জজ (জুনিয়র বিভাগ) এবং বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগপ্রাপ্ত বিচার বিভাগীয় পরিষেবা অফিসারদের জন্য ইন্ডাকশন লেভেল প্রশিক্ষণের ব্যবস্থা করে।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "West Bengal Judicial Service Examination"। indianexpress.com। সংগ্রহের তারিখ আগস্ট ২৫, ২০১৮।
- ↑ "West Bengal Judicial Service Exam 2017"। ndtv.com। সংগ্রহের তারিখ আগস্ট ২৫, ২০১৮।
- ↑ "Egiye Bangla"। wb.gov.in। সংগ্রহের তারিখ আগস্ট ২৫, ২০১৮।
- ↑ "Bengal govt, Calcutta HC oppose SC move for common test for appointment of lower court judges"। timesofindia.com। আগস্ট ১৯, ২০১৭। সংগ্রহের তারিখ আগস্ট ২৫, ২০১৮।
- ↑ "West Bengal Judicial Academy"। সংগ্রহের তারিখ আগস্ট ২৫, ২০১৮।