পরবর্তী চৌ (সরলীকৃত চীনা: 后周; প্রথাগত চীনা: 後周; ফিনিন: Hòu Zhōu; ৯৫১ - ৯৬০) ছিল চীনের পাঁচ রাজবংশ ও দশ রাজ্য কাল-এর শেষ রাজবংশ। গুও ওয়েই ৯৫১ সালে এই রাজবংশ প্রতিষ্ঠা করেন।[]

চৌ

৯৫১–৯৬০
অবস্থাসাম্রাজ্য
রাজধানীকাইফেং
প্রচলিত ভাষামধ্য চীনা ভাষা
ধর্ম
তাও ধর্ম, কনফুসীয় ধর্ম, বৌদ্ধ ধর্ম, চীনা লোকজ ধর্ম
সরকাররাজতন্ত্র
সম্রাট 
• ৯৫১–৯৫৪
সম্রাট তাইজু
• ৯৫৪–৯৫৯
সম্রাট শিজং
• ৯৫৯–৯৬০
সম্রাট গং
ঐতিহাসিক যুগপাঁচ রাজবংশ ও দশ রাজ্য কাল
• রাজবংশ প্রতিষ্ঠা
ফেব্রুয়ারি ১৩ ৯৫১
• সিংহাসন ত্যাগ
ফেব্রুয়ারি ৩ ৯৬০
মুদ্রাচীনা নোট, চীনা মুদ্রা, তাম্র মুদ্রা
পূর্বসূরী
উত্তরসূরী
পরবর্তী হান (পাঁচ রাজবংশ)
সং রাজবংশ
বর্তমানে যার অংশ China

রাজবংশ প্রতিষ্ঠা

সম্পাদনা

গুও ওয়েই ছিলেন জাতিগতভাবে একজন হান। তিনি শাতুও শাসিত পরবর্তী হানদের রাজদরবারের একজন সহকারী সেনাপতি ছিলেন। পরবর্তী হান রাজবংশের প্রতিষ্ঠাতা সম্রাট লিউ ঝিইউয়ান মারা যাওয়ার পর তার নাবালক পুত্র লিউ চেংইউ সিংহাসনে আরোহণ করেন। গুও ওয়েই এসময়ে লিউ চেংইউয়ের বিরুদ্ধে এক সেনা অভ্যুত্থান ঘটায় এবং ৯৫১ সালের প্রথম দিনে নিজেকে নতুন প্রতিষ্ঠিত পরবর্তী চৌ সম্রাট হিসেবে ঘোষণা করেন।[]

গুও ওয়েইয়ের রাজত্বকাল

সম্পাদনা

গুও ওয়েই, পরবর্তীতে সম্রাট তাইজু নামে পরিচিত, ৯২৩ সাল পর্যন্ত উত্তর চীনের একজন হান শাসক ছিলেন। পরবর্তী চৌ রাজত্বকালে তিনি একজন দক্ষ নেতা হিসেবে কৃষকদের দুঃখ-দুর্দশা দূর করার জন্য কিছু সংস্কার কাজ হাতে নেন। যদিও তার শাসনামল স্বল্পস্থায়ী ছিল, কিন্তু তা ছিল সুশৃঙ্খল ও সুসংবদ্ধ। অসুস্থতার কারণে তার মৃত্যুর ফলে তার তিনি বছরের শাসনামল শেষ হয়।

গুও রংয়ের রাজত্বকাল

সম্পাদনা

গুও রং, পরবর্তীতে সম্রাট শিজং নামে পরিচিত, গুও ওয়েইয়ের পালক পুত্র ছিলেন। তিনি গুও ওয়েইয়ের স্ত্রীর বড় ভাইয়ের পুত্র ছিলেন এবং তার জন্মনাম ছিল চাই রং। ৯৫৪ সালে গুই ওয়েইয়ের মৃত্যুর প্র তিনি সিংহাসনে আরোহণ করেন। তার রাজত্বকালও সফল ছিল এবং তিনি দক্ষিণে ৯৫৬ সালে দক্ষিণ তাংদের বিরুদ্ধে বেশ কিছু সফল অভিযান চালান। কিন্তু উত্তরে উত্তর হানদের বিতাড়িত করার অভিযান প্রথমদিকে সম্ভাবনাময় হলেও, পরে তা ব্যর্থ হয়। ৯৫৯ সালে এক অভিযান চলাকালীন অসুস্থতার কারণে তার অকাল মৃত্যু হয়।

পরবর্তী চৌয়ের পতন

সম্পাদনা

গুও রংয়ের মৃত্যুর পর তার সাত বছর বয়সী পুত্র চাই জংসুন সিংহাসনে আরোহণ করেন। এর কিছুদিন পরেই ঝাও কুয়ানয়িন সিংহাসন দখল করেন এবং নিজেকে সং রাজবংশ সম্রাট হিসেবে ঘোষণা দেন। সং রাজবংশ পরবর্তীতে চীনকে একত্রিত করে এবং দক্ষিণের সকল রাজ্য ও উত্তর হানদের ৯৭৯ সালে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে।

পরবর্তী চৌ শাসক

সম্পাদনা
সমাধির নাম (মিয়াও হাও 廟號) মরণোত্তর নাম (শি হাও 諡號) পারিবারিক নাম রাজত্বকাল যুগের নাম (নিয়ান হাও 年號) ও সময়কাল
তাইজু (太祖) অত্যন্ত বিরক্তিকর তাই রাজসভায় ব্যবহৃত হত না গুও ওয়েই (郭威 Guō Weī) ৯৫১–৯৫৪ গুয়াংশুন (廣順) ৯৫১–৯৫৪

সিয়ানডে (顯德 xian3 de2) ৯৫৪

শিজং (世宗) অত্যন্ত বিরক্তিকর, তাই রাজসভায় ব্যবহৃত হত না চাই রং (柴榮 Chái Róng) ৯৫৪–৯৫৯ সিয়ানডে (顯德) ৯৫৪–৯৫৯
নাই গংডি (恭帝 Gōngdì) চাই জংসুন (柴宗訓 Chái Zōngxùn) ৯৫৯–৯৬০ সিয়ানডে (顯德) ৯৫৯–৯৬০

পরবর্তী চৌ রাজপরিবার

সম্পাদনা
পরবর্তী চৌ রাজপরিবার
Mr. Chai 柴翁
চাই শৌলি
柴守礼 ৮৯৬–৯৬৭
সম্রাজ্ঞী শেংমু
圣穆皇后
গুও ওয়েই 郭威 ৯০৪–৯৫৪
তাইজু 太祖
৯৫১–৯৫৪
চাই রং 柴榮 ৯২১–৯৫৯
শিজং 世宗
৯৫৪–৯৫৯
চাই জংসুন 柴宗训 953–973
গংডি 恭帝
৯৫৯–৯৬০

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "5 DYNASTIES & 10 STATES"। সংগ্রহের তারিখ ২০০৬-১০-০৮ 
  2. Mote, F.W. (১৯৯৯)। Imperial China (900-1800)। Harvard University Press। পৃষ্ঠা 13, 14। 

বহিঃসংযোগ

সম্পাদনা