পবিত্র অসম
পবিত্র অসম হল আসামের ধর্মীয় স্থানসমূহের বিষয়ে মহেশ্বর নেওগ দ্বারা সংকলিত একটি গ্রন্থ৷ গ্রন্থটির প্রথম প্রকাশ হয় অক্টোবর ১৯৬০ সালে৷[১] প্রকাশক অসম সাহিত্য সভা৷ গ্রন্থটিতে আসামের প্রতিটি জেলার ধর্মীয় স্থানসমূহের বিষয়ে বিশদ বিবরণ আছে৷ গবেষণাধর্মী টিকাসমূহে সমৃদ্ধ এইটি গ্রন্থের শেষদিকে আসামের ধর্মীয় স্থানসমূহ ছাড়াও ভারতের উত্তর-পূর্বাঞ্চল এবং কোচবিহারের কিছু স্থানের বিবরণ আছে৷
লেখক | মহেশ্বর নেওগ |
---|---|
দেশ | ভারত |
ভাষা | অসমীয়া |
ধরন | প্রবন্ধ সংকলন |
মিডিয়া ধরন | মুদ্রণ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ মহেশ্বর নেওগ (২০০৮)। পবিত্র অসম। অসম সাহিত্য সভা।