পবিত্রঝাড় কারামতিয়া ফাযিল মাদ্রাসা
পবিত্রঝাড় কারামতিয়া ফাযিল মাদ্রাসা রংপুর বিভাগের রংপুর জেলার পীরগাছা উপজেলার পীরগাছা ইউনিয়নের একটি ফাযিল মাদ্রাসা।[১][২][৩]
ধরন | মাদ্রাসা |
---|---|
স্থাপিত | ১ জানুয়ারি ১৯৫০ |
প্রতিষ্ঠাতা | আকবর আলী খান |
অধিভুক্তি | ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬ – ২০১৬) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬ – বর্তমান) |
অধ্যক্ষ | মাওলানা আব্দৃজ্জাহের |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ২৯ জন |
শিক্ষার্থী | ৫৭৭+ জন |
ঠিকানা | পবিত্রঝাড়, পীরগাছা উপজেলা , , |
ইআইআইএন | ১২৭৭৩২, মাদ্রাসা কোড-১৪৩৮৭ |
ক্রীড়া | ক্রিকেট, ফুটবল, ভলিবল |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
নামকরণ
সম্পাদনামাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও অন্যান্য সদস্যগণ কারামত আলী জৌনপুরীর ভক্ত ছিলেন। তারা এ মহান সমাজ সংস্কারকেরকের নামানুসারে এ মাদ্রাসাটির নাম পবিত্রঝাড় কারামতিয়া ফাযিল মাদ্রাসা রাখে।[৩]
ইতিহাস
সম্পাদনামাদরাসাটি ১৯৫০ সালে ফোরকানিয়া মাদ্রাসা হিসাবে চালু হয়। পরে ১৯৫৭ সালে দাখিল, ১৯৬৪ সালে আলিম এবং ১৯৬৮ সালে ফাযিল খোলার মঞ্জুরি প্রাপ্ত হয়।[৪][৩]
ভবনের বিবরণ
সম্পাদনামাদরাসাটি র প্রায় ২.৯৫ একর জমির উপর স্থাপিত। মাদরাসার ৭.২২ একর জমি বাইরে আবাদি হিসাবে আছে।[৫] মাদরাসাটিতে ৫টি ভবন আছে-
- প্রশাসনিক ভবন-১টি।
- একাডেমিক ভবন-৩টি
- ছাত্রাবাস=১টি
অন্যান্য
সম্পাদনা- কম্পিউটার ল্যাব-১টি
- পাঠাগার- ১টি।[৩]
পোশাক
সম্পাদনাছাত্রের জন্য সাদা পায়জামা, আকাশি রঙের পাঞ্জাবি, সাদা টুপি ও সাদা জুতা এবং মেয়েদের আকাশি রঙের জামা, সাদা এফরোন, কালো বোরখা ও সাদা ওড়না। আইডি কার্ড সঙ্গে থাকা বাধ্যতামূলক।[৩]
সাংস্কৃতিক কর্মকাণ্ড
সম্পাদনামাদাসার অনেক ছাত্র-ছাত্রী স্থানীয় পর্যায়ে রচনা, ইসলামি সংগিত, কেরাত ও খেলাধুলা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিজয়ী হয়েছে। মাদ্রাসায় স্কাউটদল রয়েছে। ২০০৫ সালে রংপুর জেলায় আঞ্চলিক জাম্বুরিতে প্রথম স্থান অধিকার করে।[৩]
ফলাফল
সম্পাদনাসুযোগ্য গভর্নিনিং বডির তত্ত্বাবধানে[৬] প্রতিবছর মাদরাসাটি বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখে। ২০২০ সালে জেডেসিতে ১০০%, দাখিলে প্রায় ১০০% এবং আলিমে ১০০% পাশ করে। ২০২১ সালে দাখিল পরীক্ষায় ৯৫.২৪% ও আলিম পরীক্ষায় ৯৭.৫৬% পাশ করে। মাদ্রাসাটি ২০০৪ সালে জাতীয় ও উপজেলার শ্রেষ্ট প্রতিষ্ঠান হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পীরগাছা উপজেলা"। pirgacha.rangpur.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০২-২৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "PABITRAJHAR KARAMATIA FAZIL MADRASAH"। 127732.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০২-২৩।
- ↑ ক খ গ ঘ ঙ চ পরিষদ, সম্পাদনা (২০২০)। আহবান। পীরগাছা: পবিত্রঝাড় কারামতিয়া মাদ্রাসা, রংপুর। পৃষ্ঠা ১, ১২–১৬।
- ↑ "PABITRAJHAR KARAMATIA FAZIL MADRASAH"। 127732.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০২-২৩।
- ↑ "PABITRAJHAR KARAMATIA FAZIL MADRASAH"। 127732.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০২-২৩।
- ↑ "গভর্নিং বডি – রংপুর – Islamic Arabic University"। iau.edu.bd। ২০২২-০১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০২-২৩।