পদ্মপ্রভ
পদ্মপ্রভ বা পদ্মপ্রভু স্বামী ছিলেন জৈন বিশ্বতত্ত্ব অনুযায়ী বর্তমান অবসর্পিণী যুগের ষষ্ঠ তীর্থঙ্কর। জৈন বিশ্বাস অনুসারে, তিনি আত্মার সকল কর্ম ধ্বংস করে একজন সিদ্ধে (মুক্ত আত্মা) পরিণত হয়েছিলেন। পদ্মপ্রভ কৌসাম্বীর ইক্ষ্বাকু-বংশীয় রাজা শ্রীধর ও রানি সুসীমাদেবীর পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন। ভারতীয় পঞ্জিকা অনুসারে তার জন্মতিথিটি হল কার্তিক কৃষ্ণা দ্বাদশী তিথি।
পদ্মপ্রভ | |
---|---|
৬ষ্ঠ জৈন তীর্থঙ্কর | |
পূর্বসূরি | সুমতিনাথ |
উত্তরসূরি | সুপর্শ্বনাথ |
রাজপরিবার | |
রাজবংশ/বংশ | ইক্ষ্বাকু |
পূর্বসূরি | শ্রীধর |
পরিবার | |
পিতামাতা | শ্রীধর (ধরণ) (পিতা) সুসীমা (মাতা) |
্কল্যাণক / গুরুত্বপূর্ণ ঘটনাবলি | |
জন্ম | ১০২২১ বছর আগে কৌসাম্বী |
মোক্ষের স্থান | সামমেদ শিখর |
বৈশিষ্ট্য | |
বর্ণ | লাল |
প্রতীক | পদ্ম |
উচ্চতা | ২৫০ ধনুষ (৭৫০ মিটার) |
বয়স | ৩০ লক্ষ ‘পূর্ব’ (২১১.৬৮ কুইন্টিলিয়ন বছর) |
কেবলকাল | |
যক্ষ | কুসুম |
যক্ষিণী | অচ্যুতা |
জীবন
সম্পাদনাপদ্মপ্রভ ছিলেন জৈন বিশ্বতত্ত্ব অনুযায়ী বর্তমান অবসর্পিণী যুগের ষষ্ঠ তীর্থঙ্কর।[১] জৈন বিশ্বাস অনুসারে, তিনি আত্মার সকল কর্ম ধ্বংস করে একজন সিদ্ধে (মুক্ত আত্মা) পরিণত হয়েছিলেন। পদ্মপ্রভ কৌসাম্বীর ইক্ষ্বাকু-বংশীয় রাজা শ্রীধর ও রানি সুসীমাদেবীর পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন।[১] ভারতীয় পঞ্জিকা অনুসারে তার জন্মতিথিটি হল কার্তিক কৃষ্ণা দ্বাদশী তিথি।
মূর্তিতত্ত্ব
সম্পাদনাপদ্মপ্রভ তার পদ্ম প্রতীক, চত্রাভ বৃক্ষ, মনোবেগ (দিগম্বর মতে) বা মনগুপ্ত (শ্বেতাম্বর মতে) যক্ষ ও শ্যামা অচ্যুতা যক্ষীর সঙ্গে যুক্ত।[২]
বিখ্যাত মন্দির
সম্পাদনাছবি
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাপাদটীকা
সম্পাদনা- ↑ ক খ Tukol 1980, পৃ. 31।
- ↑ Tandon 2002, পৃ. 44।
তথ্যসূত্র
সম্পাদনা- Tandon, Om Prakash (২০০২) [1968], Jaina Shrines in India (1 সংস্করণ), New Delhi: Publications Division, Ministry of Information and Broadcasting, Government of India, আইএসবিএন 81-230-1013-3
- Tukol, T. K. (১৯৮০), Compendium of Jainism, Dharwad: University of Karnataka