দশা (পদার্থ)

(পদার্থের দশা থেকে পুনর্নির্দেশিত)

তাপগতিবিজ্ঞানে পদার্থের দশা বলতে কোন একটি প্রদত্ত ভৌত ব্যবস্থাতে অবস্থিত একটি তাপগতিবৈজ্ঞানিক অঞ্চলকে বোঝায় যা রাসায়নিকভাবে সুষম, ভৌতভাবে পৃথক এবং (সাধারণত) যান্ত্রিক উপায়ে পৃথকীকরণযোগ্য পদার্থ নিয়ে গঠিত।[][]:৮৬[]: একই দশাতে একটিমাত্র পদার্থ বা একাধিক পদার্থ মিশ্রিত থাকতে পারে। তিনটি প্রধান দশা হল কঠিন, তরলবায়বীয়। অন্যান্য যেসব দশার অস্তিত্ব প্রমাণিত হয়েছে, সেগুলির মধ্যে স্ফটিকীয়, কলয়েডীয়, কাচ, অনিয়তাকার ও প্লাজমা দশাগুলি উল্লেখযোগ্য।

পদার্থের বিভিন্ন দশা ও দশান্তর
দ্রুত গলে যাওয়া আর্গন মৌলের বরফের একটি ছোট টুকরোর কঠিন থেকে তরলে রূপান্তরের প্রক্রিয়া।

উদাহরণস্বরূপ একটি কাচের গ্লাসে অবস্থিত বরফের টুকরাযুক্ত পানিতে বরফের টুকরাগুলি একটি দশায়, পানি আরেকটি দশা, পানির উপরে অবস্থিত আর্দ্র বায়ু আরেকটি দশায় বিরাজ করে।

একই বিশুদ্ধ পদার্থ তাপমাত্রা ও চাপের ভিন্নতার কারণে বিভিন্ন দশায় বিরাজ করতে পারে। অর্থাৎ পদার্থের দশা তাপমাত্রা ও চাপের উপর নির্ভরশীল। যেমন কোনও কঠিন পদার্থের তাপমাত্রা যথেষ্ট পরিমাণ বৃদ্ধি করলে বা এর উপরে চাপ যথেষ্ট পরিমাণে হ্রাস করলে এটির কঠিন থেকে তরলে দশান্তর ঘটবে এবং এটি তরল পদার্থে পরিণত হবে।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Modell, Michael; Robert C. Reid (১৯৭৪)। Thermodynamics and Its Applications । Englewood Cliffs, NJ: Prentice-Hall। আইএসবিএন 978-0-13-914861-3 
  2. Enrico Fermi (২৫ এপ্রিল ২০১২)। Thermodynamics। Courier Corporation। আইএসবিএন 978-0-486-13485-7 
  3. Clement John Adkins (১৪ জুলাই ১৯৮৩)। Equilibrium Thermodynamics। Cambridge University Press। আইএসবিএন 978-0-521-27456-2