পটিয়া পৌরসভা
পটিয়া পৌরসভা বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি পৌরসভা।
পটিয়া | |
---|---|
পৌরসভা | |
পটিয়া পৌরসভা | |
বাংলাদেশে পটিয়া পৌরসভার অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°১৭′৩৮″ উত্তর ৯১°৫৮′২০″ পূর্ব / ২২.২৯৩৮৯° উত্তর ৯১.৯৭২২২° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | [[চট্ট গ্রাম জেলা]] |
উপজেলা | পটিয়া উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ৯ এপ্রিল, ১৯৯০ |
সরকার | |
• পৌর মেয়র | আইয়ুব বাবুল (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ১০.৩৬ বর্গকিমি (৪.০০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৫৫,৩২৩ |
• জনঘনত্ব | ৫,৩০০/বর্গকিমি (১৪,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৪.৩% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৭০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাপটিয়া পৌরসভার আয়তন ১০.৩৬ বর্গ কিলোমিটার।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পটিয়া পৌরসভার মোট জনসংখ্যা ৫৫,৩২৩ জন। এর মধ্যে পুরুষ ২৯,১৯১ জন এবং মহিলা ২৬,১৩২ জন। মোট পরিবার ১০,৬১৩টি।[২] এই পৌরসভার জনসংখ্যা বৃদ্ধির হার ২.১২।[১] ওয়ার্ডভিত্তিক এ পৌরসভার জনসংখ্যা নিচে উল্লেখ করা হল:[২]
ওয়ার্ড নং | এলাকার নাম | পরিবার সংখ্যা | জনসংখ্যা | পুরুষ | মহিলা |
---|---|---|---|---|---|
১নং ওয়ার্ড | আল্লাই ওষাড়া | ১,০৫৭ | ৫,৭২৭ | ২,৮৬২ | ২,৮৬৫ |
২নং ওয়ার্ড | সুচক্রদণ্ডী | ১,১৫৯ | ৫,৪৭৩ | ২,৭৫৮ | ২,৭১৫ |
৩নং ওয়ার্ড | গুয়াদণ্ডী | ১,১৪২ | ৫,৬৪৩ | ২,৭৮৪ | ২,৮৫৯ |
৪নং ওয়ার্ড | শেয়ানপাড়া | ১,২৮৫ | ৬,৬৪৫ | ৩,৪৬৫ | ৩,১৮০ |
৫নং ওয়ার্ড | হাজীরপাড়া | ১,১৩০ | ৫,৭৫৩ | ২,৯৭১ | ২,৭৮২ |
৬নং ওয়ার্ড | পাইকপাড়া | ৯২৮ | ৪,৮৪৯ | ২,৪২২ | ২,৪২৭ |
৭নং ওয়ার্ড | বাহুলী পিটিআই | ১,২১৮ | ৭,৩৫৭ | ৪,৬৭৮ | ২,৬৭৯ |
৮নং ওয়ার্ড | দক্ষিণ গোবিন্দারখীল | ১,৪৫৬ | ৭,৪৯৭ | ৩,৯৬২ | ৩,৫৩৫ |
৯নং ওয়ার্ড | উত্তর গোবিন্দারখীল | ১,২৩৮ | ৬,৩৭৯ | ৩,২৮৯ | ৩,০৯০ |
অবস্থান ও সীমানা
সম্পাদনাপটিয়া উপজেলার মধ্যভাগে পটিয়া পৌরসভার অবস্থান। চট্টগ্রাম জেলা সদর থেকে এ পৌরসভার দূরত্ব প্রায় ২২ কিলোমিটার। এ পৌরসভার পূর্বে হাইদগাঁও ইউনিয়ন; উত্তরে কেলিশহর ইউনিয়ন, দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন ও জঙ্গলখাইন ইউনিয়ন; পশ্চিমে জঙ্গলখাইন ইউনিয়ন এবং দক্ষিণে ভাটিখাইন ইউনিয়ন ও কচুয়াই ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক এলাকা
সম্পাদনামোট নয়টি ওয়ার্ড নিয়ে ১৯৯০ সালের ৯ এপ্রিল পটিয়া পৌরসভা গঠিত হয়। এটি একটি ক শ্রেণীর পৌরসভা।[১] এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম পটিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১২ এর অংশ।
পৌর পরিষদ
সম্পাদনানাম | পদবী | এলাকা |
---|---|---|
আইয়ুব বাবুল | পৌর মেয়র | পটিয়া পৌরসভা |
মোহাম্মদ নাছির | কাউন্সিলর | ১নং ওয়ার্ড |
রূপক কুমার সেন | প্যানেল মেয়র-১ ও কাউন্সিলর | ২নং ওয়ার্ড |
গিয়াস উদ্দিন আজাদ | কাউন্সিলর | ৩নং ওয়ার্ড |
মোহাম্মদ গোফরান রানা | কাউন্সিলর | ৪নং ওয়ার্ড |
জসিম উদ্দিন | কাউন্সিলর | ৫নং ওয়ার্ড |
মোহাম্মদ শফিউল আলম | কাউন্সিলর | ৬নং ওয়ার্ড |
মোহাম্মদ কামাল উদ্দিন | কাউন্সিলর | ৭নং ওয়ার্ড |
সরওয়ার কামাল রাজিব | কাউন্সিলর | ৮নং ওয়ার্ড |
শেখ সাইফুল ইসলাম | কাউন্সিলর | ৯নং ওয়ার্ড |
বুলবুল আক্তার | কাউন্সিলর | সংরক্ষিত আসন-১ |
ইয়াছমিন আকতার | কাউন্সিলর | সংরক্ষিত আসন-২ |
ফেরদৌস বেগম | কাউন্সিলর | সংরক্ষিত আসন-৩ |
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পটিয়া পৌরসভার সাক্ষরতার হার ৬৪.৩%।[২] এখানে ১টি সরকারি কলেজ, ১টি কামিল মাদ্রাসা, ১টি আইন কলেজ, ১টি ডিগ্রী কলেজ, ১টি উচ্চ মাধ্যমিক কলেজ, ১টি কওমী মাদ্রাসা, ২টি দাখিল মাদ্রাসা, ৬টি মাধ্যমিক বিদ্যালয়, ১০টি প্রাথমিক বিদ্যালয়, ১টি পিটিআই পরীক্ষণ বিদ্যালয় ও ১৪টি কিন্ডারগার্টেন রয়েছে।[১]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- কলেজ
- মাদ্রাসা
- শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসা
- আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া
- পটিয়া আমিরুল আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা
- শেয়ানপাড়া হাজী খালেক আমিরিয়া দাখিল মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়
- খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়
- পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়
- শাহ আমির উচ্চ বিদ্যালয়
- বাহুলী উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- আল্লাই ওষাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গুয়াদণ্ডী রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পটিয়া পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়
- পশ্চিম পটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মোহছেনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শশাংকমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সুচক্রদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাপটিয়া পৌরসভায় যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়। এছাড়া রেলপথেও যোগাযোগ করা যায়।
দর্শনীয় স্থান
সম্পাদনা- হযরত শাহচান্দ আউলিয়া (রহঃ)'র মাজার শরীফ
- শ্রীমতি খাল
স্বাস্থ্য
সম্পাদনাপটিয়া পৌরসভায় ২টি সরকারি ও ৩টি বেসরকারি ক্লিনিক রয়েছে।[১]
ধর্মীয় উপাসনালয়
সম্পাদনাপটিয়া পৌরসভায় ৬৫টি মসজিদ, ১৫টি মন্দির, ১টি বিহার ও ১টি গীর্জা রয়েছে।[১]
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনা- সৈয়দ আমিরুজ্জমান শাহ –– সুফি সাধক।
- আলহাজ্ব সাইফুল আলম –– বিশিষ্ট ব্যাবসায়ী এবং সমাজসেবক।
- অন্নদাচরণ খাস্তগীর –– চিকিৎসক, সমাজসংস্কারক ও গবেষণামূলক প্রবন্ধকার।
- আবদুল করিম সাহিত্যবিশারদ –– সাহিত্যিক।
- আহমদ কায়কাউস –– প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।
- আহমদ শরীফ –– ভাষাবিদ ও লেখক।
- উকিল রায়হান আলী –– আইনজীবী।
- দুদু মিয়া –– বীর প্রতীক খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা।
- মোহাম্মদ ফজলুল করীম –– আইনবিদ।
- ছৈয়দ নুরুল হক শাহ –– সুফি সাধক।
- সৈয়দ ইলিয়াছ শাহ –– সুফি সাধক।
- ফারুক মোহাম্মদ সিদ্দীকি -- সাবেক কন্ট্রোলার জেনারেল অব একাউন্টস।
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান পৌর মেয়র: আইয়ুব বাবুল[৩]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ চ "এক নজরে পৌরসভা - পটিয়া উপজেলা - পটিয়া উপজেলা"। www.patiya.chittagong.gov.bd। ১৫ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৭।
- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২০।
- ↑ "অধ্যাপক হারুনুর রশীদ - পটিয়া উপজেলা - পটিয়া উপজেলা"। www.patiya.chittagong.gov.bd। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৭।