পঞ্চানন ঘোষাল
ড. পঞ্চানন ঘোষাল (১ জুন ১৯০৮[১] ―১৯ জানুয়ারী ১৯৯০) একজন বাঙালি অপরাধবিজ্ঞানী, লেখক ও পুলিশ অধিকর্তা। বাংলায় অপরাধবিজ্ঞান চর্চা ও ভারতীয় অপরাধ সাহিত্যের প্রবর্তক ছিলেন তিনি।
প্রারম্ভিক জীবন
সম্পাদনাপঞ্চানন ঘোষালের জন্ম ১৯০৮ খ্রিস্টাব্দের ১লা জুন ব্রিটিশ ভারতের অধুনা উত্তর ২৪ পরগনার নৈহাটির মাদরাল গ্রামের জমিদার পরিবারে।[২] পিতা আশুতোষ ঘোষাল। তিনি প্রাণিবিদ্যায় এমএসসি এবং সাইকোলজিতে ডক্টরেট করেন। অপরাধবিদ্যা ছিল বিশেষ আগ্রহ। জোড়াসাঁকো থানায় কর্মরত থাকাকালীন, রবীন্দ্রনাথ ঠাকুর তাকে অপরাধ ও অপরাধীদের বিষয়ে লেখার জন্য অনুপ্রাণিত করেছিলেন।[৩][৪] তিনি ভারতীয় পুলিশ সার্ভিসে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হিসাবে অবসর গ্রহণ করেন। পঞ্চানন ঘোষাল প্রথম ভারতীয় যিনি অপরাধ মনোবিজ্ঞানে ডক্টরেট ডিগ্রি লাভ করেছিলেন। কলকাতা পুলিশ জার্নালের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন তিনি। তিনি স্কুল, লাইব্রেরী, দাতব্য প্রতিষ্ঠান, অপরাধীদের সংশোধন ইত্যাদি বহু জনহিতকর কাজের সাথে যুক্ত ছিলেন। তাঁর নিজস্ব সংগ্রহ ক্রাইম মিউজিয়ামে দান করে যান পঞ্চানন ঘোষাল।[৫]
সাহিত্য
সম্পাদনাছাত্রাবস্থায় কল্লোল পত্রিকায় তাঁর ছোটগল্প নিচের সমাজ প্রকাশিত হয়।[৬] পরে বিভিন্ন পত্র পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে। হিন্দি, ইংরেজি ও উড়িয়া ভাষাতেও তাঁর গ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর রচিত আট খণ্ডে অপরাধ বিজ্ঞান বাংলা অপরাধবিজ্ঞান চর্চায় অন্যতম গুরুত্বপূর্ণ প্রামাণ্য গ্রন্থ। কিশোর অপরাধী আর শ্রমিকবিজ্ঞান নিয়েও চর্চা করেছেন তিনি।[৭]
রচিত গ্রন্থ
সম্পাদনা- আমি যখন পুলিশ ছিলাম
- অপরাধ বিজ্ঞান
- অপরাধ তত্ত্ব
- বিখ্যাত বিচার ও তদন্ত কাহিনী
- একটি অদ্ভুত মামলা
- খুন রাঙ্গা রাত্রি
- কিশোর অপরাধী
- নগরীর অভিশাপ
- পকেটমার
- জাগ্রত ভারত
- রক্তনদীর ধারা
- অন্ধকারের দেশ
- আমার দেখা মেয়েরা
- অধস্তন পৃথিবী
- মুণ্ডহীন দেহ
- অন্ধকারের দেশে
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, দ্বিতীয় খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, জানুয়ারি ২০১৯ পৃষ্ঠা ২০৯, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-২৯২-৬
- ↑ "পুলিশ কাহিনি - পঞ্চানন ঘোষাল । বাংলা পিডিএফ - বাংলা বই এর pdf ডাউনলোড-Bangla Digital Boi Pdf"। www.banglapustak.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৪।
- ↑ বল, পৃথা। "আশ্চর্য মানুষ পঞ্চানন ঘোষাল"। www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৪।
- ↑ "'এমন পাজি কাজ ভূ-ভারতে আর নেই'"। www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৪।
- ↑ দ্বিতীয় খণ্ড, অঞ্জলি বসু (২০০৪)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ১৭১, ১৭২।
- ↑ Sāhityikī। ১৯৮৬।
- ↑ বন্দ্যোপাধ্যায়, জাগরী। "ব্রিটিশ উর্দি, স্বদেশি পুলিশ"। www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৪।