জাতীয় রাজধানী অঞ্চল (ভারত)
দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল ভারতের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল।[১] এই সমন্বিত পরিকল্পনা অঞ্চলটি দিল্লি জাতীয় রাজধানী প্রশাসনিক অঞ্চল এবং পার্শ্ববর্তী অঙ্গরাজ্য হরিয়ানা, উত্তর প্রদেশ এবং রাজস্থান থেকেও বেশ কিছু জেলাকে অন্তর্ভুক্ত করে গঠন করা হয়েছে।[২] অঞ্চলটির শাসনভার একযোগে কেন্দ্রীয় সরকার, ন্যাশনাল ক্যাপিটাল রিজিওন অফ দিল্লির নির্বাচিত সরকার এবং তিনটি মিউনিসিপাল কর্পোরেশনের (দিল্লি, দিল্লি ক্যান্টনমেন্ট ও নয়া দিল্লি) উপর ন্যস্ত।
দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল National Capital Region India | |
---|---|
দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের মানচিত্র | |
দেশ | ভারত |
রাজ্য | দিল্লি হরিয়ানা রাজস্থান উত্তর প্রদেশ |
সরকার | |
• আঞ্চলিক কর্তৃত্ব | জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা বোর্ড (National Capital Region Planning Board) |
আয়তন | |
• মোট | ৪৬,২০৮ বর্গকিমি (১৭,৮৪১ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৪,৫১,৪০,০০০ |
• জনঘনত্ব | ৯৮০/বর্গকিমি (২,৫০০/বর্গমাইল) |
ওয়েবসাইট | http://ncrpb.nic.in/ |
দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল এবং সংশ্লিষ্ট জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা বোর্ডটিকে ১৯৮৫ সালে সৃষ্টি করা হয়, যার উদ্দেশ্য ছিল অঞ্চলটির উন্নয়ন সাধন এবং অঞ্চলটিতে ভূমির ব্যবহার ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ন্ত্রণের জন্য সমন্বিত নীতিমালা (harmonized policies for the control of land-uses and development of infrastructure) প্রবর্তন করা।[৩] জাতীয় রাজধানী অঞ্চলের ভেতরে অবস্থিত গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে দিল্লি, গাজিয়াবাদ, ফরিদাবাদ, গুরুগ্রাম, নয়ডা এবং মীরাট অন্যতম।
জাতীয় রাজধানী অঞ্চলটি একাধারে গ্রামীণ ও শহুরে একটি অঞ্চল। এখানে নগরায়নের হার ৬২.৬%। মোট জনসংখ্যা ৪ কোটি ৬০ লক্ষেরও বেশি।[৪] এছাড়া এখানে পরিবেশগতভাবে স্পর্শকাতর বেশ কিছু এলাকা যেমন আরাবল্লি পর্বতমালা, অরণ্য, বন্যপ্রাণীর আবাসস্থল ও পাখীদের অভয়ারণ্য আছে।[৫]
অর্থনৈতিকভাবে দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল একটি শক্তিশালী অঞ্চল। দিল্লির সম্প্রসারিত নগর অঞ্চল, যেটি দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের একটি অংশ, ২০১৫-২০১৬ অর্থবছরে ভারতের অর্থনীতিতে ৩৭ হাজার কোটি ডলার অবদান রাখে, যা মোট ভারতীয় অর্থনীতির ৪% (মোআউ-র ক্রয়ক্ষমতা সমতার হিসেবে)। [৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "NCR Constituent Areas"। National Capital Region Planning Board। ৭ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "NCR Constituent Areas"। National Capital Region Planning Board। ২৪ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "The Gazette of India, National Capital Region Planning Board Act of 1985" (পিডিএফ)। NCR Planning Board। ১৯৮৫। ২৮ আগস্ট ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৭।
- ↑ "Census 2011" (পিডিএফ)। National Capital Region Planning Board। National Informatics Centre। পৃষ্ঠা 3। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৬।
- ↑ "NCR expands, planning lags"। The Indian Express। ১৮ জানুয়ারি ২০১৪।
- ↑ "With GDP of $370 billion, Delhi-NCR muscles out Mumbai as economic capital of India"। The Financial Express। ২৯ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৭।