নৌবাহিনী প্রধান (ভারত)
নৌবাহিনী প্রধান বা চীফ অব দ্যা নেভাল স্টাফ হচ্ছে ভারতীয় নৌবাহিনীর সর্বোচ্চ পদ। ইংরেজি ভাষায় চীফ অব দ্যা নেভাল স্টাফ সংক্ষেপে সিএনএস নামে পরিচিত। একজন পূর্ণ এ্যাডমিরাল এই দায়িত্ব পালন করে থাকেন।
ভারতীয় নৌবাহিনীর প্রধান | |
---|---|
ভারতীয় নৌবাহিনী | |
সংক্ষেপে | সিএনএস |
এর সদস্য | স্ট্র্যাটেজি পলিসি গ্রুপ |
আসন | কেন্দ্রীয় সচিবালয় |
নিয়োগকর্তা | মন্ত্রীসভার নিয়োগপ্রদান কমিটি (এসিসি) ভারতের নৌবাহিনী প্রধান সচরাচর সবচেয়ে সিনিয়র ব্যাচের হয়ে থাকেন এবং ভারতের প্রধানমন্ত্রী নৌপ্রধান নিয়োগের জন্য বেশ কয়েকজন ঊর্ধ্বতন এ্যাডমিরালকে নিয়ে তার মন্ত্রীসভায় একটি আলোচনা করবেন যেটা 'এসিসি' বা এ্যাপয়েন্টমেন্টস কমিটি অব দ্যা ক্যাবিনেট বা মন্ত্রীসভার নিয়োগপ্রদান কমিটি হিসেবে পরিচিত। |
মেয়াদকাল | ৩ বছর অথবা সর্বোচ্চ ৬২ বছর বয়স |
পূর্ববর্তী | সর্বাধিনায়ক, ভারতীয় নৌবাহিনী |
গঠন | ১ এপ্রিল ১৯৫৫ |
প্রথম | এ্যাডমিরাল স্যার উইলিয়াম এডওয়ার্ড প্যারি (নৌবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে) |
ডেপুটি | উপনৌপ্রধান (ভাইস চীফ অব দ্যা নেভাল স্টাফ) |
বেতন | ₹ ২,৫০,০০০ (ইউএস$ ৩,০৫৫.৮৩) monthly[১][২] |
বর্তমান নৌবাহিনী প্রধান হচ্ছেন এ্যাডমিরাল কর্মবীর সিং যিনি ২৪তম নৌবাহিনী প্রধান হিসেবে এ্যাডমিরাল সুনিল লানবার কাছ থেকে ২০১৯ সালের ৩১ মে দায়িত্ব গ্রহণ করেন।[৩][৪]
নৌবাহিনী প্রধানের কার্যালয়
সম্পাদনা১৯৫৫ সাল পর্যন্ত এই পদ ভারতীয় নৌবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে পরিচিত ছিলো।[৫] নৌবাহিনী প্রধানের কার্যালয় দিল্লীর সচিবালয় ভবনের রাইজিনা হিলে অবস্থিত। নৌবাহিনী প্রধানের নিয়োগ হয় ভারতের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি মন্ত্রীসভার বৈঠকের মাধ্যমে, যেটা 'এ্যাপয়েন্টমেন্টস কমিটি অব দ্যা ক্যাবিনেট' (এসিসি) নামে পরিচিত। নৌবাহিনী প্রধান ৬২ বছর বয়সে তার মেয়াদ পূর্ণ করবেন অথবা নৌবাহিনী প্রধান হিসেবে তাকে কমপক্ষে তিন বছর দায়িত্ব পালন করতে হবে।
নিয়োগধারীগণ
সম্পাদনাভারতীয় নৌবাহিনী সর্বাধিনায়ক (১৯৫০-১৯৫৫)
সম্পাদনানং | চিত্র | নাম | কার্যালয়ে বসার তারিখ | কার্যালয় ত্যাগের তারিখ | মেয়াদকাল |
---|---|---|---|---|---|
১ | স্যার উইলিয়াম এডওয়ার্ড প্যারি (১৮৯৩–১৯৭২) | এ্যাডমিরাল২৬ জানুয়ারী ১৯৫০ | ১৩ অক্টোবর ১৯৫১ | ১ বছর, ২৬০ দিন | |
২ | স্যার চার্লস থমাস মার্ক পিজি (১৮৯৯–১৯৯৩) | এ্যাডমিরাল১৩ অক্টোবর ১৯৫১ | ৩১ মার্চ ১৯৫৫ | ৩ বছর, ১৬৯ দিন |
নৌবাহিনী প্রধান (১৯৫৫-বর্তমান)
সম্পাদনানং | চিত্র | নাম | কার্যালয়ে বসার তারিখ | কার্যালয় ত্যাগের তারিখ | মেয়াদকাল |
---|---|---|---|---|---|
১ | স্যার চার্লস পিজি KBE, সিবি, DSO & Bar (১৮৯৯–১৯৯৩) | এ্যাডমিরাল১ এপ্রিল ১৯৫৫ | ২১ জুলাই ১৯৫৫ | ১১১ দিন | |
২ | স্যার স্টিফেন হোপ ক্যারলিল KBE, সিবি, DSO (১৯০২–১৯৯৬) | এ্যাডমিরাল২১ জুলাই ১৯৫৫ | ২১ এপ্রিল ১৯৫৮ | ২ বছর, ২৭৪ দিন | |
৩ | রাম দাস কাটারী (১৯১১–১৯৮৩) | ভাইস এ্যাডমিরাল২২ এপ্রিল ১৯৫৮ | ৪ জুন ১৯৬২ | ৪ বছর, ৪৩ দিন | |
৪ | ভাস্কর সদাশিব সোমন (১৯১৩–১৯৯৫) | ভাইস এ্যাডমিরাল৪ জুন ১৯৬২ | ৩ মার্চ ১৯৬৬ | ৩ বছর, ২৭২ দিন | |
৫ | অধর কুমার চ্যাটার্জি (১৯১৪–২০০১) | এ্যাডমিরাল৩ মার্চ ১৯৬৬ | ২৮ ফেব্রুয়ারি ১৯৭০ | ৩ বছর, ৩৬২ দিন | |
৬ | সরদারিলাল মাথুরাদাস নন্দ পদ্মবিভূষণ, পিভিএসএম, এভিএসএম (১৯১৫–২০০৯) | এ্যাডমিরাল২৮ ফেব্রুয়ারি ১৯৭০ | ২৮ ফেব্রুয়ারি ১৯৭৩ | ৩ বছর, ০ দিন | |
৭ | সুরেন্দ্র নাথ কোহলী পদ্মভূষণ, পিভিএসএম (১৯১৬–১৯৯৭) | এ্যাডমিরাল১ মার্চ ১৯৭৩ | ২৯ ফেব্রুয়ারি ১৯৭৬ | ২ বছর, ৩৬৫ দিন | |
৮ | জাল কারসেটজী পিভিএসএম (১৯১৯–১৯৯১) | এ্যাডমিরাল১ মার্চ ১৯৭৬ | ১ মার্চ ১৯৭৯ | ৩ বছর, ০ দিন | |
৯ | রোনাল্ড লিন্সডেল পেরেরা পিভিএসএম, এভিএসএম (১৯২৩–১৯৯৩) | এ্যাডমিরাল১ মার্চ ১৯৭৯ | ২৮ ফেব্রুয়ারি ১৯৮২ | ২ বছর, ৩৬৪ দিন | |
১০ | অস্কার স্ট্যানলি ডসন পিভিএসএম, এভিএসএম, এডিসি (১৯২৩–২০১১) | এ্যাডমিরাল১ মার্চ ১৯৮২ | ৩০ নভেম্বর ১৯৮৪ | ২ বছর, ২৭৪ দিন | |
১১ | রাধাকৃষ্ণ হরিরাম তাহিলিয়ানি পিভিএসএম, এভিএসএম (১৯৩০–২০১৫) | এ্যাডমিরাল১ ডিসেম্বর ১৯৮৪ | ৩০ নভেম্বর ১৯৮৭ | ২ বছর, ৩৬৪ দিন | |
১২ | জয়ন্ত গণপত নাড়কারণি পিভিএসএম, এভিএসএম, এনএম, ভিএসএম, এডিসি (১৯৩১–২০১৮) | এ্যাডমিরাল১ ডিসেম্বর ১৯৮৭ | ৩০ নভেম্বর ১৯৯০ | ২ বছর, ৩৬৪ দিন | |
১৩ | লক্ষ্মীনারায়ণ রামদাস পিভিএসএম, এভিএসএম, ভিআরসি, ভিএসএম, এডিসি (জন্ম ১৯৩৩) | এ্যাডমিরাল১ ডিসেম্বর ১৯৯০ | ৩০ সেপ্টেম্বর ১৯৯৩ | ২ বছর, ৩০৩ দিন | |
১৪ | বিজয় সিং সাখাওয়াত পিভিএসএম, এভিএসএম, ভিআরসি, এডিসি | এ্যাডমিরাল১ অক্টোবর ১৯৯৩ | ৩০ সেপ্টেম্বর ১৯৯৬ | ২ বছর, ৩৬৫ দিন | |
১৫ | বিষ্ণু ভগবত পিভিএসএম, এভিএসএম, এডিসি (জন্ম ১৯৪৪) | এ্যাডমিরাল১ অক্টোবর ১৯৯৬ | ৩০ ডিসেম্বর ১৯৯৮ | ২ বছর, ৯০ দিন | |
১৬ | সুশীল কুমার পিভিএসএম, এভিএসএম, ওয়াইএসএম, এনএম, ভিএসএম, এডিসি | এ্যাডমিরাল৩০ ডিসেম্বর ১৯৯৮ | ২৯ ডিসেম্বর ২০০১ | ২ বছর, ৩৬৪ দিন | |
১৭ | মাধবেন্দ্র সিং পিভিএসএম, এভিএসএম, এডিসি | এ্যাডমিরাল২৯ ডিসেম্বর ২০০১ | ৩১ জুলাই ২০০৪ | ২ বছর, ২১৫ দিন | |
১৮ | অরুণ প্রকাশ পিভিএসএম, এভিএসএম, ভিআরসি, ভিএসএম, এডিসি (জন্ম ১৯৪৪) | এ্যাডমিরাল৩১ জুলাই ২০০৪ | ৩১ অক্টোবর ২০০৬ | ২ বছর, ২১৫ দিন | |
১৯ | সুরেশ মেহতা পিভিএসএম, এভিএসএম, এডিসি (জন্ম ১৯৪৭) | এ্যাডমিরাল৩১ অক্টোবর ২০০৬ | ৩১ অক্টোবর ২০০৯ | ২ বছর, ৩০৪ দিন | |
২০ | নির্মল কুমার বর্মা পিভিএসএম, এভিএসএম (জন্ম ১৯৫১) | এ্যাডমিরাল৩১ আগস্ট ২০০৯ | ৩১ আগস্ট ২০১২ | ৩ বছর, ০ দিন | |
২১ | দেবেন্দ্র কুমার জোশী পিভিএসএম, এভিএসএম, ওয়াইএসএম, এনএম, ভিএসএম, এডিসি (জন্ম ১৯৫৪) | এ্যাডমিরাল৩১ আগস্ট ২০১২ | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ | ১ বছর, ১৭৯ দিন | |
- | রবিন ধাওয়ান পিভিএসএম, এভিএসএম, ওয়াইএসএম, এডিসি (জন্ম ১৯৫৪) অস্থায়ী | ভাইস এ্যাডমিরাল২৬ ফেব্রুয়ারি ২০১৪ | ১৭ এপ্রিল ২০১৪ | ৫০ দিন | |
২২ | রবিন ধাওয়ান পিভিএসএম, এভিএসএম, ওয়াইএসএম, এডিসি (জন্ম ১৯৫৪) | এ্যাডমিরাল১৭ এপ্রিল ২০১৪ | ৩১ মে ২০১৬ | ২ বছর, ৪৪ দিন | |
২৩ | সুনিল লানবা পিভিএসএম, এভিএসএম, এডিসি (জন্ম ১৯৫৭) | এ্যাডমিরাল৩১ মে ২০১৬ | ৩১ মে ২০১৯ | ৩ বছর, ০ দিন | |
২৪ | এ্যাডমিরাল কর্মবীর সিং (জন্ম ১৯৫৯) [৬] | ৩১ মে ২০১৯ | পদাধিকারী | ৫ বছর, ২২৪ দিন | |
২৫ | অ্যাডমিরাল আর. হরি কুমার (জন্ম ১৯৬২) [৭] | ৩০ নভেম্বর ২০২১ | পদাধিকারী | ৩ বছর, ৪১ দিন |
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Report of the 7th Central Pay Commission of India" (পিডিএফ)। Seventh Central Pay Commission, Government of India। নভেম্বর ২০, ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১৩, ২০১৭।
- ↑ Biswas, Shreya, সম্পাদক (জুন ২৯, ২০১৬)। "7th Pay Commission cleared: What is the Pay Commission? How does it affect salaries?"। India Today। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৪, ২০১৭।
- ↑ "The Commanders-In-Chief (Change in Designation) Act, 1955"। VakilNo1.com। ১১ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১১।
- ↑ https://www.thehindu.com/news/national/vice-admiral-karambir-singh-appointed-next-navy-chief/article26618416.ece
- ↑ "Vice Admiral R Hari Kumar to be next chief of naval staff"। Times of India। ২০২১-১১-০৯।