নোর-বু-দোন-'গ্রুব
নোর-বু-দোন-'গ্রুব (তিব্বতি: ནོར་བུ་དོན་འགྲུབ, ওয়াইলি: nor bu don 'grub) (১৮৮৪-১৯৪৪) একজন ব্রিটিশ আধিকারিক ছিলেন যিনি তিব্বতে ব্রিটিশ দূতাবাসের হয়ে কূটনীতির দায়িত্ব সামলান।
সংক্ষিপ্ত জীবনী
সম্পাদনানোর-বু-দোন-'গ্রুব ১৮৮৪ খ্রিষ্টাব্দে ভারতের কালিম্পং শহরে এক তিব্বতী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দার্জিলিং শহরে শিক্ষালাভ করেন।[১]:২২৬ ব্রিটিশদের তিব্বত অভিযানের সময় তিনি সিক্কিম, ভুটান ও তিব্বতের জন্য ভারপ্রাপ্ত আধিকারিকের সহায়ক এবং অনুবাদক হিসেবে কাজ করেন। ১৯৩৩ খ্রিষ্টাব্দে ত্রয়োদশ দলাই লামা মৃত্যুবরণ করলে ব্রিটিশ সরকার তাকে লাসা শহরে প্রেরণ করেন।[২] ১৯৩৬ খ্রিষ্টাব্দে তিনি ব্রিটিশ দূতাবাসের হয়ে ইয়াটিং অঞ্চলে ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতেন। ১৯৩৭ ও ১৯৩৯ খ্রিষ্টাব্দে তিনি দুই বার ব্রিটিশদের প্রতিনিধিদলের প্রধান হয়ে লাসা শহরে যান এবং ১৯৪২ খ্রিষ্টাব্দ পর্যন্ত এই পদে দায়িত্ব সামলান।[১]:১২৬-১২৮ ব্রিটিশ সরকার তাকে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার উপাধি প্রদান করে সম্মান জানান।[৩].
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ Alex McKay, Tibet and the British Raj: the frontier cadre, 1904-1947, Curzon Press, London, 1997
- ↑ Roland Barraux, Histoire des Dalaï-Lamas - Quatorze reflets sur le Lac des Visions, préface de Dagpo Rinpotché, Albin Michel, 1993; réédité en 2002, Albin Michel আইএসবিএন ২২২৬১৩৩১৭৮ p. 307 (ফরাসি)
- ↑ Wolfgang Bertsch, Medals from Tibet. Numismatic Digest. Indian Institute of Research in Numismatic Studies Publications, vol. 27-28, Anjaneri, 2003-2004, S. 187-196.