নোয়াখালী পৌরসভা

নোয়াখালী জেলার একটি পৌরসভা

নোয়াখালী পৌরসভা বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি পৌরসভা

নোয়াখালী
পৌরসভা
নোয়াখালী পৌরসভা
প্রাতিষ্ঠানিক লোগো
প্রাতিষ্ঠানিক লোগো
নোয়াখালী বাংলাদেশ-এ অবস্থিত
নোয়াখালী
নোয়াখালী
বাংলাদেশে নোয়াখালী পৌরসভার অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫১′১৮″ উত্তর ৯১°৬′২০″ পূর্ব / ২২.৮৫৫০০° উত্তর ৯১.১০৫৫৬° পূর্ব / 22.85500; 91.10556 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলানোয়াখালী জেলা
উপজেলানোয়াখালী সদর উপজেলা
প্রতিষ্ঠাকাল১৮৭৬; ১৪৯ বছর আগে (1876)
সরকার
 • পৌর মেয়রমোঃ সহিদ উল্যাহ্ খান[] (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
 • মোট১৬.৬৬ বর্গকিমি (৬.৪৩ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট১,০৭,৬৫৪
 • জনঘনত্ব৬,৫০০/বর্গকিমি (১৭,০০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৭৪.৪৪%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৮০০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

নোয়াখালী পৌরসভার আয়তন ১৬.৬৬ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নোয়াখালী পৌরসভার জনসংখ্যা ১,০৭,৬৫৪ জন।[]

অবস্থান ও সীমানা

সম্পাদনা
 
নোয়াখালী পৌরসভা কার্যালয়

নোয়াখালী সদর উপজেলার উত্তরাংশে নোয়াখালী পৌরসভার অবস্থান। এ পৌরসভার পশ্চিমে কাদির হানিফ ইউনিয়নবিনোদপুর ইউনিয়ন, দক্ষিণে নোয়াখালী ইউনিয়ন,পূর্বে অশ্বদিয়া ইউনিয়ন, নিয়াজপুর ইউনিয়নকাদির হানিফ ইউনিয়নের কিছু অংশ রয়েছে; এবং উত্তরে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

নোয়াখালী পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম সুধারাম মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭১নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৪ এর অংশ। এটি একটি শ্রেণীর পৌরসভা। ওয়ার্ডভিত্তিক নোয়াখালী পৌরসভার এলাকাসমূহ হল:

ওয়ার্ড নং অন্তর্ভুক্ত গ্রাম/মহল্লার নাম
১নং ওয়ার্ড মধুসুদনপুর, মাইজদী (আংশিক)
২নং ওয়ার্ড অনন্তপুর, চন্দ্রপুর, ফতেহপুর, মাইজদী (আংশিক)
৩নং ওয়ার্ড লক্ষ্মীনারায়ণপুর (আংশিক)
৪নং ওয়ার্ড জয়কৃষ্ণপুর, উত্তর ফকিরপুর, আলীপুর (আংশিক), কৃষ্ণরামপুর (আংশিক)
৫নং ওয়ার্ড গুপ্তাংক, হরিনারায়ণপুর, ল’ইয়ার্স কলোনি, পশ্চিম মাধুরী, পূর্ব মাধুরী, লক্ষ্মীনারায়ণপুর (আংশিক), পশ্চিম রাজারামপুর (আংশিক)
৬নং ওয়ার্ড গোপাইরামশঙ্কর, পূর্ব রামচন্দ্রপুর, সাহাপুর, উজ্জ্বলপুর, আয়ুবপুর (আংশিক), কাশীরামপুর (আংশিক)
৭নং ওয়ার্ড মধ্য করিমপুর, শ্রীপুর, তাজ মহব্বতপুর
৮নং ওয়ার্ড ছোট শ্রীপুর, মতিপুর, সোনাপুর
৯নং ওয়ার্ড মহব্বতপুর, পশ্চিম বদরীপুর, সল্লা ঘটিয়া, উত্তর লক্ষ্মীপুর, উত্তর নারায়ণপুর, জালিয়ালপুর (আংশিক)

প্রতিষ্ঠাকাল

সম্পাদনা

১৮৭৬ সালে নোয়াখালী পৌরসভা প্রতিষ্ঠিত হয়।

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নোয়াখালী পৌরসভার স্বাক্ষরতার হার ৭৪.৪৪%।[] এ পৌরসভায় ৬টি কলেজ, ১৩টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা

কলেজ[]

  1. নোয়াখালী সরকারি কলেজ
  2. সোনাপুর কলেজ
  3. মাইজদী পাবলিক কলেজ
  4. ন্যাশনাল মডেল কলেজ
  5. নোয়াখালী সরকারি মহিলা কলেজ
  6. নোয়াখালী সিটি কলেজ

মাধ্যমিক বিদ্যালয়[]

  1. নোয়াখালী জিলা স্কুল
  2. নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
  3. মহব্বতপুর বালিকা উচ্চ বিদ্যালয়
  4. আল-ফারুক একাডেমি
  5. ব্রাদার আন্দ্রে উচ্চ বিদ্যালয়
  6. হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
  7. পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়
  8. অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয়
  9. নোয়াখালী উচ্চ বিদ্যালয়
  10. এম. এ. রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়
  11. মাইজদী বালিকা বিদ্যানিকেতন
  12. আহমদিয়া মডেল উচ্চ বিদ্যালয়
  13. কালিতারা মুসলিম গার্লস একাডেমি

প্রাথমিক বিদ্যালয়[]

  1. পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  2. মাইজদী বালিকা বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  3. নোয়াখালী পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়
  4. অরুন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়
  5. লক্ষ্মীনারায়ণপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  6. ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  7. উত্তর মাইজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  8. হরিনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  9. মাইজদী গার্লস একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  10. ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  11. খাদেমুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
  12. কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  13. নোয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  14. মাইজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  15. গোপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়
  16. করিমপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়
  17. করিমপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  18. আলহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  19. সোনাপুর শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  20. আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  21. সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  22. মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  23. মহব্বতপুর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  24. জালিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  25. কালিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  26. পশ্চিম বদরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মাদ্রাসা]```

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

নোয়াখালী শহর থেকে ঢাকা ও চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। বর্তমানে নোয়াখালী-কুমিল্লা মহাসড়ক ও নোয়াখালী-ফেনী মহাসড়ক ফোর-লেনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এই দুটি ফোর-লেন সমাপ্ত হলে নোয়াখালী শহর থেকে ঢাকা ৪ ঘণ্টা ও চট্টগ্রামে ৩ ঘণ্টার মধ্যে পৌঁছানো যাবে।

রেল যোগাযোগেও নোয়াখালীর সাথে ঢাকার রেল যোগাযোগেও বেশ সমৃদ্ধ।রেলে ঢাকা থেকে নোয়াখালী আসতে ৫ ঘন্টা সময় লাগে।তাছাড়াও লাকসামের সাথে নোয়াখালীর রেল যোগাযোগ ও বেশ সমৃদ্ধ।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

সম্পাদনা

সাবেক সংসদ সদস্য, নোয়াখালী-৩ আসন, প্রধান সংগঠক, মুজিব বাহিনী, নোয়াখালী অঞ্চল।

  • ওবায়েদ উল্যা,

মাইনিং ইঞ্জিনিয়ার।

স্বাধীনতা পুরষ্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব।

• মরহুম আবদুল সাত্তার ঠিকাদার,

বিশিষ্ট সমাজ সেবক, ৩ নং ওয়ার্ড

জনপ্রতিনিধি

সম্পাদনা

বর্তমান পরিষদ[]

নাম পদবি নির্বাচিত এলাকা
মোঃ সহিদ উল্যাহ্ খান[] মেয়র
মোঃ রফিকুল বারী কাউন্সিলর ০১নং ওয়ার্ড
মোঃ ওহিদ উল্যা কাউন্সিলর ০২নং ওয়ার্ড
আমিন উল্যা কাউন্সিলর ০৩নং ওয়ার্ড
আবুল খায়ের কাউন্সিলর ০৪নং ওয়ার্ড
রতন কৃষ্ণ পাল কাউন্সিলর ০৫নং ওয়ার্ড
মোঃ জাহিদুর রহমান কাউন্সিলর ০৬নং ওয়ার্ড
মোঃ বদরুল হাসান কাউন্সিলর ০৭নং ওয়ার্ড
নাসিম উদ্দিন সুনাম কাউন্সিলর ০৮নং ওয়ার্ড
মোঃ ফখরুদ্দিন মাহমুদ কাউন্সিলর ০৯নং ওয়ার্ড
মোহনা সানজিদা রিয়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড
মমতাজ বেগম সংরক্ষিত মহিলা কাউন্সিলর ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড
হাসিনা আক্তার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ০৭, ০৮ ও ০৯নং ওয়ার্ড

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Mayor List of Noakhali District Munuicipalty"। Government of Bangladesh। ৯ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২১ 
  2. "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  3. "কলেজ, বিনোদপুর ইউনিয়ন"banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  4. "মাধ্যমিক বিদ্যালয়, নোয়াখালী পৌরসভা"banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  5. "প্রাথমিক বিদ্যালয়সমূহ, নোয়াখালী পৌরসভা"dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  6. "বর্তমান পরিষদ, নোয়াখালী পৌরসভা" (পিডিএফ)ecs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  7. "মেয়র, নোয়াখালী পৌরসভা"municipality.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 

বহিঃসংযোগ

সম্পাদনা