নোয়াখালী পৌরসভা
নোয়াখালী পৌরসভা বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি পৌরসভা।
নোয়াখালী | |
---|---|
পৌরসভা | |
নোয়াখালী পৌরসভা | |
বাংলাদেশে নোয়াখালী পৌরসভার অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫১′১৮″ উত্তর ৯১°৬′২০″ পূর্ব / ২২.৮৫৫০০° উত্তর ৯১.১০৫৫৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | নোয়াখালী সদর উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ১৮৭৬ |
সরকার | |
• পৌর মেয়র | মোঃ সহিদ উল্যাহ্ খান[১] (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ১৬.৬৬ বর্গকিমি (৬.৪৩ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ১,০৭,৬৫৪ |
• জনঘনত্ব | ৬,৫০০/বর্গকিমি (১৭,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৭৪.৪৪% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮০০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনানোয়াখালী পৌরসভার আয়তন ১৬.৬৬ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নোয়াখালী পৌরসভার জনসংখ্যা ১,০৭,৬৫৪ জন।[২]
অবস্থান ও সীমানা
সম্পাদনানোয়াখালী সদর উপজেলার উত্তরাংশে নোয়াখালী পৌরসভার অবস্থান। এ পৌরসভার পশ্চিমে কাদির হানিফ ইউনিয়ন ও বিনোদপুর ইউনিয়ন, দক্ষিণে নোয়াখালী ইউনিয়ন,পূর্বে অশ্বদিয়া ইউনিয়ন, নিয়াজপুর ইউনিয়ন ও কাদির হানিফ ইউনিয়নের কিছু অংশ রয়েছে; এবং উত্তরে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক এলাকা
সম্পাদনানোয়াখালী পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম সুধারাম মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭১নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৪ এর অংশ। এটি একটি ক শ্রেণীর পৌরসভা। ওয়ার্ডভিত্তিক নোয়াখালী পৌরসভার এলাকাসমূহ হল:
ওয়ার্ড নং | অন্তর্ভুক্ত গ্রাম/মহল্লার নাম |
---|---|
১নং ওয়ার্ড | মধুসুদনপুর, মাইজদী (আংশিক) |
২নং ওয়ার্ড | অনন্তপুর, চন্দ্রপুর, ফতেহপুর, মাইজদী (আংশিক) |
৩নং ওয়ার্ড | লক্ষ্মীনারায়ণপুর (আংশিক) |
৪নং ওয়ার্ড | জয়কৃষ্ণপুর, উত্তর ফকিরপুর, আলীপুর (আংশিক), কৃষ্ণরামপুর (আংশিক) |
৫নং ওয়ার্ড | গুপ্তাংক, হরিনারায়ণপুর, ল’ইয়ার্স কলোনি, পশ্চিম মাধুরী, পূর্ব মাধুরী, লক্ষ্মীনারায়ণপুর (আংশিক), পশ্চিম রাজারামপুর (আংশিক) |
৬নং ওয়ার্ড | গোপাইরামশঙ্কর, পূর্ব রামচন্দ্রপুর, সাহাপুর, উজ্জ্বলপুর, আয়ুবপুর (আংশিক), কাশীরামপুর (আংশিক) |
৭নং ওয়ার্ড | মধ্য করিমপুর, শ্রীপুর, তাজ মহব্বতপুর |
৮নং ওয়ার্ড | ছোট শ্রীপুর, মতিপুর, সোনাপুর |
৯নং ওয়ার্ড | মহব্বতপুর, পশ্চিম বদরীপুর, সল্লা ঘটিয়া, উত্তর লক্ষ্মীপুর, উত্তর নারায়ণপুর, জালিয়ালপুর (আংশিক) |
প্রতিষ্ঠাকাল
সম্পাদনা১৮৭৬ সালে নোয়াখালী পৌরসভা প্রতিষ্ঠিত হয়।
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নোয়াখালী পৌরসভার স্বাক্ষরতার হার ৭৪.৪৪%।[২] এ পৌরসভায় ৬টি কলেজ, ১৩টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাকলেজ[৩]
- নোয়াখালী সরকারি কলেজ
- সোনাপুর কলেজ
- মাইজদী পাবলিক কলেজ
- ন্যাশনাল মডেল কলেজ
- নোয়াখালী সরকারি মহিলা কলেজ
- নোয়াখালী সিটি কলেজ
মাধ্যমিক বিদ্যালয়[৪]
- নোয়াখালী জিলা স্কুল
- নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- মহব্বতপুর বালিকা উচ্চ বিদ্যালয়
- আল-ফারুক একাডেমি
- ব্রাদার আন্দ্রে উচ্চ বিদ্যালয়
- হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
- পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়
- অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয়
- নোয়াখালী উচ্চ বিদ্যালয়
- এম. এ. রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়
- মাইজদী বালিকা বিদ্যানিকেতন
- আহমদিয়া মডেল উচ্চ বিদ্যালয়
- কালিতারা মুসলিম গার্লস একাডেমি
প্রাথমিক বিদ্যালয়[৫]
- পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাইজদী বালিকা বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নোয়াখালী পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়
- অরুন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লক্ষ্মীনারায়ণপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর মাইজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হরিনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাইজদী গার্লস একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খাদেমুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নোয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাইজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গোপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়
- করিমপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়
- করিমপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আলহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সোনাপুর শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মহব্বতপুর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জালিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কালিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম বদরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মাদ্রাসা]```
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনানোয়াখালী শহর থেকে ঢাকা ও চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। বর্তমানে নোয়াখালী-কুমিল্লা মহাসড়ক ও নোয়াখালী-ফেনী মহাসড়ক ফোর-লেনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এই দুটি ফোর-লেন সমাপ্ত হলে নোয়াখালী শহর থেকে ঢাকা ৪ ঘণ্টা ও চট্টগ্রামে ৩ ঘণ্টার মধ্যে পৌঁছানো যাবে।
রেল যোগাযোগেও নোয়াখালীর সাথে ঢাকার রেল যোগাযোগেও বেশ সমৃদ্ধ।রেলে ঢাকা থেকে নোয়াখালী আসতে ৫ ঘন্টা সময় লাগে।তাছাড়াও লাকসামের সাথে নোয়াখালীর রেল যোগাযোগ ও বেশ সমৃদ্ধ।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনাসাবেক সংসদ সদস্য, নোয়াখালী-৩ আসন, প্রধান সংগঠক, মুজিব বাহিনী, নোয়াখালী অঞ্চল।
- ওবায়েদ উল্যা,
মাইনিং ইঞ্জিনিয়ার।
স্বাধীনতা পুরষ্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব।
• মরহুম আবদুল সাত্তার ঠিকাদার,
বিশিষ্ট সমাজ সেবক, ৩ নং ওয়ার্ড
জনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান পরিষদ[৬]
নাম | পদবি | নির্বাচিত এলাকা |
---|---|---|
মোঃ সহিদ উল্যাহ্ খান[৭] | মেয়র | |
মোঃ রফিকুল বারী | কাউন্সিলর | ০১নং ওয়ার্ড |
মোঃ ওহিদ উল্যা | কাউন্সিলর | ০২নং ওয়ার্ড |
আমিন উল্যা | কাউন্সিলর | ০৩নং ওয়ার্ড |
আবুল খায়ের | কাউন্সিলর | ০৪নং ওয়ার্ড |
রতন কৃষ্ণ পাল | কাউন্সিলর | ০৫নং ওয়ার্ড |
মোঃ জাহিদুর রহমান | কাউন্সিলর | ০৬নং ওয়ার্ড |
মোঃ বদরুল হাসান | কাউন্সিলর | ০৭নং ওয়ার্ড |
নাসিম উদ্দিন সুনাম | কাউন্সিলর | ০৮নং ওয়ার্ড |
মোঃ ফখরুদ্দিন মাহমুদ | কাউন্সিলর | ০৯নং ওয়ার্ড |
মোহনা সানজিদা রিয়া | সংরক্ষিত মহিলা কাউন্সিলর | ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড |
মমতাজ বেগম | সংরক্ষিত মহিলা কাউন্সিলর | ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড |
হাসিনা আক্তার | সংরক্ষিত মহিলা কাউন্সিলর | ০৭, ০৮ ও ০৯নং ওয়ার্ড |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Mayor List of Noakhali District Munuicipalty"। Government of Bangladesh। ৯ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২১।
- ↑ ক খ "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)। bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "কলেজ, বিনোদপুর ইউনিয়ন"। banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "মাধ্যমিক বিদ্যালয়, নোয়াখালী পৌরসভা"। banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "প্রাথমিক বিদ্যালয়সমূহ, নোয়াখালী পৌরসভা"। dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "বর্তমান পরিষদ, নোয়াখালী পৌরসভা" (পিডিএফ)। ecs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "মেয়র, নোয়াখালী পৌরসভা"। municipality.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।