নোমান নাঈম

পাকিস্তানি দেওবন্দি ইসলামি পণ্ডিত

নোমান নাঈম (জন্ম: ২৭ এপ্রিল ১৯৮৩) একজন পাকিস্তানি দেওবন্দি ইসলামি পণ্ডিত এবং লেখক যিনি জামিয়া বিন্নুরীয়ার মুহতামিম হিসেবে দায়িত্বরত আছেন।

নোমান নাঈম
২০২১ সালে নাঈম
মুহতামিম, জামিয়া বিন্নুরীয়া
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৩ জুন ২০২০
পূর্বসূরীমুহাম্মদ নাঈম
ব্যক্তিগত তথ্য
জন্ম(১৯৮৩-০৪-২৭)২৭ এপ্রিল ১৯৮৩
ধর্মইসলাম
পিতামাতা
ব্যবহারশাস্ত্রহানাফি
আন্দোলনদেওবন্দি
যেখানের শিক্ষার্থী

নোমান নাঈম ১৯৮৩ সালের ২৭ এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি মুহাম্মদ নাঈমের বড় ছেলে। তিনি জামিয়া বিন্নুরীয়াতে পড়াশোনা করেছেন। তিনি ফেডারেল উর্দু বিশ্ববিদ্যালয় থেকে কলাবিদ্যায় স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০২০ সালে তিনি তার ডক্টরেট পড়াশোনা শেষ করেন।[]

২০২০ সালের জুনে তার পিতা মুহাম্মদ নাঈমের মৃত্যুর পর তিনি বিন্নুরীয়ার মুহতামিম নিযুক্ত হন।[][] তিনি মাজমাউল উলুম আল ইসলামিয়ার সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন, যা ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ শিক্ষার মধ্যে সমন্বয় সাধনের জন্য ২০২১ সালের মে মাসে গঠিত একটি শিক্ষা বোর্ড।[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "পাকিস্তানের জামিয়া বিন্নুরীয়ার চ্যান্সেলর নিযুক্ত হয়েছেন মুফতি নাঈমের ছেলে"সামা টিভি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১১-১৬ 
  2. "জামিয়া বিন্নুরীয়ার প্রধান নোমান নাঈম"জিও টিভি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১১-১৬ 
  3. "নোমান নাঈম জামিয়া বিন্নুরীয়ার প্রধান নিযুক্ত"রোজনামা দুনিয়া। সংগ্রহের তারিখ ২০২১-১১-১৬ 
  4. "নতুন শিক্ষা বোর্ড মাজমাউল উলুম আল ইসলামিয়ার সভাপতি নিযুক্ত হয়েছেন মুফতি আবদুল রহিম"রোজনামা দুনিয়া। সংগ্রহের তারিখ ২০২১-১১-১৬