নোত্র্ দাম দ্য পারি
নোত্র্ দাম দ্য পারি (ফরাসি: Notre Dame de Paris, সংক্ষেপে নোত্র্ দাম, অর্থাৎ "কুমারী মেরি গির্জা") ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে অবস্থিত একটি ক্যাথেড্রাল (খ্রিস্টান ধর্মপাল তথা বিশপের আসনবিশিষ্ট গির্জা)[টীকা ১]। এই রোমান ক্যাথলিক গির্জাটি বর্তমানে প্যারিসের মহাধর্মপালের (আর্চবিশপ) অধীনে রয়েছে। গির্জাটি প্যারিস শহরের ৪র্থ আরোঁদিসমঁ বা প্রশাসনিক পৌরবিভাগের অভ্যন্তরে পড়েছে। ভৌগোলিকভাবে এটি প্যারিসের কেন্দ্রস্থলে সেন নদীতে অবস্থিত ইল দ্য লা সিতে নামক ক্ষুদ্র একটি দ্বীপের পূর্বভাগে অবস্থিত। গির্জাটির পশ্চিমমুখী অংশটির সামনে রয়েছে উন্মুক্ত জঁ-পল চত্বর।
নোত্র্ দাম দ্য পারি Notre Dame de Paris | |
---|---|
৪৮°৫১′১১″ উত্তর ২°২০′৫৯″ পূর্ব / ৪৮.৮৫৩০° উত্তর ২.৩৪৯৮° পূর্ব | |
অবস্থান | পার্ভি নোত্র্-দাম-প্লাস জঁ-পল-২, প্যারিস |
দেশ | ফ্রান্স |
মণ্ডলী | রোমান ক্যাথলিক |
ওয়েবসাইট | www |
ইতিহাস | |
স্থাপত্য | |
মর্যাদা | ক্যাথিড্রাল |
সক্রিয়তা | সক্রিয় |
ঐতিহ্যবাহী মর্যাদা | পুরাতাত্ত্বিক স্থাপনা |
শৈলী | ফরাসি গোথিক |
ভূমিখননের তারিখ | ১১৬৩ |
নির্মাণকাজ সমাপ্তির তারিখ | ১৩৪৫ |
বৈশিষ্ট্য | |
দৈর্ঘ্য | ১২৮ মিটার (৪২০ ফু) |
প্রস্থ | ৪৮ মিটার (১৫৭ ফু) |
গির্জা বুরূজের সংখ্যা | ২ |
গির্জা বুরূজের উচ্চতা | ৬৯ মিটার (২২৬ ফু) |
গির্জাশিখরের সংখ্যা | ১ |
গির্জাশিখরের উচ্চতা | ৯০ মিটার (৩০০ ফু) |
ঘণ্টার সংখ্যা | ১০ |
প্রশাসন | |
মহাধর্মপাল রাজ্য | প্যারিস |
যাজকমণ্ডলী | |
মহাধর্মপাল | অঁদ্রে ভাঁ-ত্রোয়া (André Vingt-Trois) |
যাজকীয় বিভাগ প্রধান | পাত্রিক জাকাঁ (Patrick Jacquin) |
প্রধান পাদ্রি | পাত্রিক শোভে (Patrick Chauvet) |
যাজকমণ্ডলী বহির্ভূত সদস্যবৃন্দ | |
সঙ্গীত পরিচালক | সিলভাঁ দিওদোনে (Sylvain Dieudonné)[১] |
প্রাতিষ্ঠানিক নাম | Cathédrale Notre-Dame de Paris কাতেদ্রাল নোত্র্ দাম দ্য পারি |
ধরন | গির্জা |
মনোনীত | ১৮৬২[২] |
সূত্র নং | PA00086250 |
নির্মাণের ইতিহাস
সম্পাদনাবিশপ মোরিস দ্য সুলির উদ্যোগে ১১৭৩ খ্রিষ্টাব্দে গির্জাটির নির্মাণ কাজ শুরু হয়। প্রায় দুইশত বছর ধরে এর নির্মাণ কাজ চলে এবং চতুর্দশ শতকের মাঝামাঝি ১৩৪৫ খ্রিষ্টাব্দে এর নির্মাণকাজ সমাপ্ত হয়। এ কারণে ভবনটির নির্মাণশৈলী সবজায়গায় অভিন্ন রূপ নয়। তবে প্রধানত এটি গোথিক স্থাপত্যশৈলীতে নির্মিত একটি ভবন। পরবর্তীতে ১৮৪৪ থেকে ১৮৬৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত স্থপতি ভিওলে-ল্য-দুকের অধীনে ক্যাথেড্রালটিকে পুনরুদ্ধার ও সংস্কার করা হয়। ২০১৩ খ্রিষ্টাব্দে আড়ম্বরের সাথে ভবনটির ৮৫০তম জন্মদিন পালন করা হয়।
ঐতিহাসিক গুরুত্ব
সম্পাদনাদীর্ঘকাল প্যারিসের সবচেয়ে উঁচু ভবন হিসেবে নোত্র্-দাম-এর প্রসিদ্ধি ছিল। ১৮৩১ সালে এটি প্যারিসের সবচেয়ে উঁচু ভবন ছিল ভিক্তর উগোর উপন্যাস নোত্র্ দাম দ্য পারি-তে ভবনটিকে কেন্দ্রীয় ভূমিকা দেওয়া হয়েছে। অভিষেককালে ফ্রান্সের রাজা ও সম্রাটদের এই গির্জাতেই শপথ পড়ানো হত। আধুনিক ফ্রান্সের অনেক রাষ্ট্রপতির যেমন শার্ল দ্য গল, জর্জ পোঁপিদু, ফ্রঁসোয়া মিতেরঁ প্রমুখের শেষকৃত্য এই গির্জাতেই অনুষ্ঠিত হয়।
পর্যটন
সম্পাদনাগগনস্পর্শী উচ্চতা ও নান্দনিক স্থাপত্যশৈলীর জন্য নোত্র্-দাম গির্জাটি পর্যটকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়। এটি প্যারিস নগরী, ফ্রান্স, এমনকি সমগ্র ইউরোপের পর্যটকদের কাছে সর্বাধিক জনপ্রিয় ক্যাথেড্রাল। প্রতি বছর ২ কোটি লোক এটি দেখতে আসে এবং প্রায় ১ কোটি ৪০ লক্ষ পর্যটক গির্জার অভ্যন্তরে প্রবেশ করে। এ গির্জায় প্রবেশের জন্য পর্যটকদের কোনরূপ দর্শনী দিতে হয় না।
অগ্নিকাণ্ড
সম্পাদনা২০১৯ সালের ১৫ই এপ্রিল সোমবার সন্ধ্যায় নোত্র্ দাম গির্জাটি অগ্নিকাণ্ডের শিকার হয়। সেসময় প্রায় ৬০ লক্ষ ইউরো খরচ করে এই ক্যাথিড্রালের ছাদে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। সেখান থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হয়।[৩] অগ্নিকাণ্ডের ফলে গির্জার ওক গাছের কাঠে নির্মিত মোচাকৃতি চূড়া ও ছাদ সম্পূর্ণ পুড়ে ধ্বংস হয়ে নিচে পড়ে যায়। পুড়ে যাওয়া অংশগুলি ১৩শ শতকের দিকে নির্মাণ করা হয়েছিল। তবে ভবনের পাথরে নির্মিত সম্মুখভাগ ও মূল কাঠামোটি মোটামুটি অক্ষত আছে। ভবনের ভেতরে বহু মূল্যবান শিল্পকর্ম ছিল যেগুলির বেশিরভাগই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। ধ্বংসপ্রাপ্ত গির্জাকে পুনর্নিমাণের জন্য বিত্তবান ফরাসি ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলি (লুই ভুইতোঁ, তোতাল, ইত্যাদি) একাধিক কোটি ইউরো অনুদানের প্রতিশ্রুতি দেয় ।
ছবিতে নোত্র্ দাম দ্য পারি
সম্পাদনা-
নোত্র্ দাম দ্য প্যারিসের সম্মুখভাগ
-
২০১৯ সালে নোত্র্ দাম গির্জাতে অগ্নিকাণ্ড
তথ্যসূত্র
সম্পাদনাটীকা
সম্পাদনা- ↑ লাতিন ভাষায় Cathedra কাতেদ্রা শব্দের অর্থ "আসন"।