নেরোলি ফেয়ারহল

নিউজিল্যান্ডের প্যারালিম্পিক তীরন্দাজ

নেরোলি ফেয়ারহল (ইংরেজি: Neroli Fairhall; ২৬ অগাস্ট, ১৯৪৪- ১১ জুন ২০০৬) একজন নিউজিল্যান্ডের তিরন্দাজ। তিনি প্রথম প্যারালিম্পিয়ান যিনি অলিম্পিক গেমসে অংশ নেন। ১৯৮৪ অলিম্পিক তীরন্দাজিতে অংশ নিয়ে তিনি ৩৫তম স্থান অধিকার করেন।

নেরোলি ফেয়ারহল
ব্যক্তিগত তথ্য
জন্ম নামনেরোলি সুসান ফেয়ারহল
জন্ম(১৯৪৪-০৮-২৬)২৬ আগস্ট ১৯৪৪
ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড
মৃত্যু১১ জুন ২০০৬(2006-06-11) (বয়স ৬১)
ক্রীড়া
দেশনিউজিল্যান্ড
ক্রীড়াতীরন্দাজি
পদকের তথ্য
Women's archery
 নিউজিল্যান্ড-এর প্রতিনিধিত্বকারী
Commonwealth Games
স্বর্ণ পদক - প্রথম স্থান 1982 Brisbane FITA Double

১৯৪৪ সালে ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ডে জন্মগ্রহণ করেন ফেয়ারহল, তাঁর অ্যাথলেটিক খেলোয়াড় জীবনের ইতি হয় যখন এক মোটর সাইকেলের দুর্ঘটনা তাঁর কোমর থেকে পক্ষাঘাতগ্রস্ত করে দেয়, তিনি হাল না ছেড়ে পরে তীরন্দাজি গ্রহণ করেছিলেন। ১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে নিউজিল্যান্ডের হয়ে শুটিং নিয়ে ৩৫ তম স্থান অর্জন করেছিলেন। তিনিই প্রথম প্যারালজি ব্যক্তি যে অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছিলেন।[]

আরও পড়ুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Tributes flow for archery legend Fairhall"The New Zealand Herald। ১৩ জুন ২০০৬। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১১