নেছারাবাদ থানা
পিরোজপুর জেলার একটি থানা
নেছারাবাদ ( স্বরূপকাঠি) থানা বাংলাদেশের পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার একটি থানা।
নেছারাবাদ (স্বরূপকাঠি) | |
---|---|
থানা | |
নেছারাবাদ(স্বরূপকাঠি) থানা | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | বরিশাল বিভাগ |
জেলা | পিরোজপুর জেলা |
উপজেলা | নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রতিষ্ঠাকাল
সম্পাদনাপিরোজপুর জেলার দ্বিতীয় বৃহত্তম উপজেলা বা থানা নেছারাবাদ। ১৭৯০ সালে পিরোজপুর থানার উত্তরাংশে কাউখালী গ্রাম সংলগ্নে কালীগঙ্গা নদীর তীরে কেওয়ারী গ্রামে কেওয়ারী নামে একটি থানা স্থাপিত হয়। কালের প্রবাহে কেওয়ারী গ্রাম কালীগঙ্গা নদীতে বিলীন হয়। পরবর্তীতে সময়ে প্রশাসনিক সুবিধার জন্য ১৯০৬ সালে কেওয়ারী থানা স্থানান্তরিত হয় এবং স্বরূপকাঠীতে উহা পূনঃ প্রতিষ্ঠিত হয়।
প্রশাসনিক এলাকাসমূহ
সম্পাদনানেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নেছারাবাদ থানার অধীন।