নেগেরি সেম্বিলান রাজ্য মসজিদ

মালয়েশিয়ার মসজিদ

নেজেরি সেম্বিলান রাজ্য মসজিদ নেজেরি সেম্বিলনের রাজ্যেরর একটি মসজিদ। এটি মালয়েশিয়ার সেরেম্বানে লেক বাগানের কাছে জালান দাতুক হামজাহে অবস্থিত।

নেজেরি সেম্বিলান রাজ্য মসজিদ
Masjid Negeri, Negeri Sembilan
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
অবস্থান
অবস্থানমালয়েশিয়া সেম্বিলন , নেজেরি সেম্বিলনের , মালয়েশিয়া
স্থাপত্য
স্থপতিদত্ত বোরহানউদ্দিন আবু কাসেস
জুরবিনা বেতাগি
Ove-অরুপ দেন সাকিন
স্থাপত্য শৈলীআধুনিক
ভূমি খনন১৯৬৫
সম্পূর্ণ হয়১৯৬৭
মিনার১০

ইতিহাস

সম্পাদনা

মসজিদটি ১৯৬৫ থেকে ১৯৬৭ সালের মধ্যে নির্মিত হয়েছিল। এই মসজিদটি আনুষ্ঠানিকভাবে ১৯৬৭ সালের ২৪ নভেম্বর নেগেরি সেম্বিলানের প্রয়াত ইয়াং ডি-পের্টুয়ান বেসার, আলমারহুম তুয়ানকু জাফর ইবনি আলমারহুম তুয়ানকু আবদুল রহমানের দ্বারা অনুষ্ঠানিকক ভাবে খোলা হয়েছিল।

নির্মাণকৌশল

সম্পাদনা

স্থাপত্য নকশা করেছেন দত্ত বাহারউদ্দিন আবু কাসিমের নেতৃত্বে আরকিটেক জুড়ুবিনা বার্তিগা এবং পরামর্শক প্রকৌশলী ছিলেন ওভে-অরূপ ডান রাকান-রাকন। এর স্থাপত্যটি আধুনিকতাবাদী এবং মিনাঙ্গকাবাউ শৈলীর সংমিশ্রণ।[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Masjid-masjid Negeri Sembilan"muftins.gov.my। ১ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০২০