নুরুল ইসলাম (দ্ব্যর্থতা নিরসন)
উইকিমিডিয়ার দ্ব্যর্থতা নিরসন পাতা
নুরুল ইসলাম নামটি নিম্নের ব্যক্তিবর্গকে নির্দেশ করতে পারেঃ-
- নুরুল ইসলাম –বাংলাদেশের একজন চিকিৎসক ও জাতীয় অধ্যাপক।
- নুরুল ইসলাম (উপস্থাপক) –বাংলাদেশী সাংবাদিক, সংবাদ উপস্থাপক এবং রেডিও নির্মাতা ও উপস্থাপক ছিলেন।
- নুরুল ইসলাম (অর্থনীতিবিদ) –একজন বাংলাদেশী অর্থনীতিবিদ।
- নুরুল ইসলাম (রসায়নবিদ) -ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির উপাচার্য।
- নুরুল ইসলাম (রাজনীতিবিদ) –একজন বাংলাদেশী রাজনীতিবিদ। চট্টগ্রাম-৮ আসনের সাবেক সাংসদ।
- নুরুল ইসলাম (ময়মনসিংহের রাজনীতিবিদ) –বাংলাদেশী রাজনীতিবিদ ও ময়মনসিংহ-৩ আসনের সাবেক সাংসদ।
- নুরুল ইসলাম (ভারতের রাজনীতিবিদ) –ভারতের আসাম রাজ্যের একজন রাজনীতিবিদ।
- নুরুল ইসলাম (সচিব) –বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের সচিব।
- নুরুল ইসলাম জিহাদী – হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব
আরও দেখুন
সম্পাদনা- নুরুল ইসলাম চৌধুরী –বাংলাদেশী রাজনীতিবিদ ও চট্টগ্রাম-১১ আসনের সাবেক সাংসদ।
- নুরুল ইসলাম নাহিদ – বাংলাদেশের রাজনীতিবিদ ও সাবেক শিক্ষামন্ত্রী।
- মোঃ নুরুল ইসলাম - বাংলাদেশের রাজনীতিবিদ ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী।
- নুরুল ইসলাম পাটোয়ারী –একুশে পদক প্রাপ্ত বাংলাদেশী সাংবাদিক।
- নুরুল ইসলাম মনি –বাংলাদেশী রাজনীতিবিদ। বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য।
- মুস্তাফা নূরউল ইসলাম –বাংলাদেশী লেখক, গবেষক, ভাষাসৈনিক ও জাতীয় অধ্যাপক।
- শেখ নুরুল ইসলাম –ভারতীয় রাজনীতিবিদ যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজনীতির সাথে যুক্ত।
- এম নুরুল ইসলাম –বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতিবিদ এবং খুলনা-৪ এর সাবেক সংসদ সদস্য।
- মোহাম্মাদ নুরুল ইসলাম –বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ছিলেন।
- এ কে এম নুরুল ইসলাম –বাংলাদেশী উদ্ভিদবিদ এবং শিক্ষাবিদ ছিলেন।
- ইসতানা নুরুল ইমান –ব্রুনাইয়ের সুলতান।
- নুরুল ইসলাম বাবুল –একজন বাংলাদেশী ব্যবসায়ী ও মুক্তিযোদ্ধা ছিলেন।
দ্ব্যর্থতা নিরসন পাতা
সম্পাদনা- নূরুল ইসলাম (দ্ব্যর্থতা নিরসন) –দ্ব্যর্থতা নিরসন পাতা।