নীলকান বসন্তবৌরি
নীলকান বসন্তবৌরি (বৈজ্ঞানিক নাম: Psilopogon duvaucelii) (ইংরেজি: Blue-eared barbet) হচ্ছে Megalaimidae পরিবারের Psilopogon গণের একটি পাখি।
নীলকান বসন্তবৌরি Psilopogon duvaucelii | |
---|---|
Blue-eared barbet in Phuket, Thailand | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | প্রাণীজগৎ |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | পক্ষী |
বর্গ: | Piciformes |
পরিবার: | Megalaimidae |
গণ: | Psilopogon |
প্রজাতি: | P. duvaucelii |
দ্বিপদী নাম | |
Psilopogon duvaucelii (Lesson, 1830) | |
প্রতিশব্দ | |
Megalaima duvaucelii |
বর্ণনা
সম্পাদনানীলকান বসন্তবৌরি আকারে ১৭ থেকে ১৮ সে মি পর্যন্ত হয়ে থাকে । এদের গলা ছোট ও মাথা বড় আকৃতির এবং লেজ ছোট হয় । এদের দেহের সবুজ বর্ণের হয়ে থাকে। ঠোঁট কালচে বর্ণের হয় । পুরুষ পাখির গলা দেখতে কমলা রঙের । এদের কানের উপর ও নিচে লাল রঙ ও স্ত্রী পাখির মাথা হালকা রং হয় ।কানের চারপাশে গাঢ় কমলা হয় । অপ্রাপ্তবয়স্ক পাখির মাথা সবুজ এবং কান ও গলা নীল রঙের হয় ।
বিস্তৃতি
সম্পাদনানীলকান বসন্তবৌরি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম এবং চীন অংশে প্রধান বিচরণস্থল।
বর্তমান অবস্থা এবং সংরক্ষণ
সম্পাদনানীলকান বসন্তবৌরি আই. ইউ. সি . এন. বড় Least Concern বা আশঙ্কাহীন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করেছে। বাংলাদেশে এই পাখি Least Concern বা আশংকাহীন বলে বিবেচিত। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Psilopogon cyanotis"। বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2। প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। ২০১২। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩।