নীলকন্ঠ পর্বত
নীলকন্ঠ পর্বত ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত হিমালয় পর্বতমালার এক পর্বত।
নীলকন্ঠ পর্বত | |
---|---|
সর্বোচ্চ বিন্দু | |
উচ্চতা | ৬,৫৯৬ মিটার (২১,৬৪০ ফুট) |
সুপ্রত্যক্ষতা | ১,২০০ মিটার (৩,৯০০ ফুট) [১][২] |
ভূগোল | |
উত্তরাখণ্ড রাজ্যে নীলকন্ঠ পর্বতের অবস্থান | |
অবস্থান | উত্তরাখণ্ড, ভারত |
মূল পরিসীমা | গাড়োয়াল হিমালয় |
আরোহণ | |
প্রথম আরোহণ | সোনম পুলজোর, কানহাইয়া লাল, দিলীপ সিং, নিমা দোরজে, ৩রা জুন, ১৯৭৪ |
ভূগোল
সম্পাদনানীলকন্ঠ পর্বত (উচ্চতা ৬,৫৯৬ মিটার (২১,৬৪০ ফু)) উত্তরাখণ্ড রাজ্যের চামোলী জেলায় গাড়োয়াল হিমালয় পর্বতমালার একটি পর্বত। এই পর্বত অলকানন্দা নদী উপত্যকায় বদ্রীনাথ শহর থেকে ৯ কিমি (৬ মা) পূর্বে অবস্থিত। [২] এই পর্বতের উত্তর পশ্চিমে শৃঙ্গ থেকে ২,৫০০ মি (৮,২০০ ফু) নিচে সতোপন্থ হিমবাহ অবস্থিত। এই পর্বতের দক্ষিণ পশ্চিম দিকে পানপাতিয়া হিমবাহ ও পশ্চিম দিকে গঙ্গোত্রী হিমবাহ অবস্থিত।
আরোহণের ইতিহাস
সম্পাদনানীলকন্ঠ পর্বতের খাঁড়া দেওয়াল ১৯৩৭ খ্রিষ্টাব্দের ফ্রাঙ্ক স্মাইথের পর্বতারোহণের চেষ্টা থেকে শুরু করে সাত বার পর্বতারোহণের চেষ্টাকে বিফল করেছে। [৩][৪] ১৯৬১ খ্রিষ্টাব্দের ১৩ই জুন কর্ণেল নরিন্দর কুমারের নেতৃত্বে ও পি শর্মা, শেরপা লাকপা গিয়ালবু ও ফুর্বা লোবসাং সতোপন্থ হিমবাহে ঘাঁটি করে উত্তর দিকের পথ ধরে প্রথম শৃঙ্গ জয়ের দাবী করলেও এই অভিযানের সত্যতা নিয়ে বিতর্ক আছে। [৪] এরপর ১৯৭৪ খ্রিষ্টাব্দের ৩রা জুন, ভারত তিব্বত সীমান্ত পুলিশের সোনম পুলজোর, কানহাইয়া লাল, দিলীপ সিং ও নিমা দোরজে পশ্চিম দিকের পথ ধরে উঠতে গিয়ে অসফল হয়ে উত্তর দিক দিয়ে শৃঙ্গ জয় করেন। [৫] ১৯৯৩ খ্রিষ্টাব্দে কর্ণেল চৌহান উত্তরপূর্ব শৈলশিরা ও ২০০০ খ্রিষ্টাব্দে মার্টিন মোরান পশ্চিম শৈলশিরা ধরে শৃঙ্গ জয় করেন। [৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Corrected SRTM data, available at Viewfinder Panoramas
- ↑ ক খ Garhwal-Himalaya-Ost, 1:150,000 scale topographic map, prepared in 1992 by Ernst Huber for the Swiss Foundation for Alpine Research, based on maps of the Survey of India.
- ↑ ক খ Himalayan Index
- ↑ ক খ American Alpine Journal 1962, p. 272. Online link[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ].
- ↑ American Alpine Journal, 1975, p. 208