নির্মলকুমার রায়চৌধুরী

নির্মলকুমার রায়চৌধুরী (৯ ফেব্রুয়ারি ১৯০১২ — ২৪ নভেম্বর ১৯৯৩) একজন বাঙালি চিকিৎসক ও সমাজসেবী

নির্মলকুমার রায়চৌধুরীর আদি বাসস্থান বরিশাল। পিতার নাম ছিল রোহিণীকুমার রায়চৌধুরী। নির্মলকুমার পশ্চিমবঙ্গের পুরুলিয়া শহরের অধিবাসী ছিলেন। বঙ্গবাসী কলেজ ও কারমাইকেল মেডিক্যাল কলেজ (আর জি কর মেডিকাল কলেজ) থেকে পাশ করে তিনি ডাক্তার হিসেবে পুরুলিয়া জেলায় বিশেষ খ্যাতিলাভ করেন। তাঁর ডাক নাম মাঝি। গরিবের চিকিৎসক হিসাবে তাঁকে মাঝি ডাক্তার বলা হত। তিনি একজন জনদরদী চিকিৎসক ছিলেন। পুরুলিয়ার গান্ধী হিসাবে পরিচিত নিবারণচন্দ্র দাশগুপ্তের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল। পুরুলিয়া বি.এড. কলেজ, নিস্তারিণী কলেজ, নব কুষ্ঠাশ্রম ইত্যাদি সমাজসেবামূলক সংস্থার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন নির্মলকুমার।[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. দ্বিতীয় খন্ড, অঞ্জলি বসু সম্পাদিত (২০০৪)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ১৫৯। 
  2. "নির্মলকুমার রায়চৌধুরী, ডা. - Barisalpedia"www.barisalpedia.net.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৫-৩০