নিম্রত কৌর

ভারতীয় অভিনেত্রী
(নিমরাত কাউর থেকে পুনর্নির্দেশিত)

নিম্রত কৌর (হিন্দি: निम्रत कौर; জন্ম ১৩ মার্চ ১৯৮২) একজন ভারতীয় অভিনেত্রী। তিনি ক্যারিয়ার শুরু করেন প্রিন্ট মডেল হিসেবে এবং পরে থিয়েটারে অভিনয় করতে আরম্ভ করেন। কয়েকটি ছবিতে সংক্ষিপ্ত উপস্থিতির পর কাউর অভিনয় করেন অনুরাগ কাশ্যপের পেডলার্স চলচ্চিত্রে যেটা ২০১২ কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। এরপর আসে ইরফান খানের সাথে তার ব্রেকথ্রু অভিনয়ে দ্য লাঞ্চবক্স, সমালোচকদের প্রশংসিত নাট্য চলচ্চিত্রটি ২০১৩-র কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়।

নিম্রত কৌর
निम्रत कौर
নিম্রত কৌর লাকমে ফ্যাশন সপ্তাহ ২০১৮-এ অংশ নিয়েছিলেন
জন্ম (1982-03-13) ১৩ মার্চ ১৯৮২ (বয়স ৪২)
মাতৃশিক্ষায়তনশ্রী রাম কলেজ অফ কমার্স
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০২–বর্তমান

২০১৫ সালে কৌর আমেরিকান টিভি সিরিজ হোমল্যান্ড-এর চতুর্থ সিজনে পুনরায় ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স এজেন্ট তাসনীম কুরেশীর চরিত্রে অভিনয় করেন। এরপর তিনি অক্ষয় কুমারের সাথে অভিনয় করেন যুদ্ধভিত্তিক থ্রিলার এয়ারলিফট চলচ্চিত্রে। ২০১৬ সালে কৌর আমেরিকান টিভি সিরিজ ওয়েওয়ার্ড পাইন-এর ২য় সিজনে রেবেকা ইয়েডলিনের চরিত্রে অভিনয় করতে শুরু করেন।

চলচ্চিত্রাবলি

সম্পাদনা
বছর শিরোনাম চরিত্র টীকা
২০০২ তেরা মেরা পেয়ার থিয়েটারের মেয়ে মিউজিক ভিডিও[]
২০০৪ ইয়ে কেয়া হুয়া থিয়েটারের মেয়ে মিউজিক ভিডিও
২০০৫ ইয়াহাঁ সংবাদ অ্যাঙ্কর ইন্টারভিউয়ার চলচ্চিত্র
২০০৬ ওয়ান নাইট উইথ দ্য কিং সারাহ চলচ্চিত্র
২০১০ এনকাউন্টার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
২০১২ পেডলার্স কূলজিত চলচ্চিত্র
২০১২ লাভ শাভ তে চিকেন খুরানা মুসকান খুরানা চলচ্চিত্র (ক্ষণিক চরিত্রাভিনয়)
২০১৩ দ্য লাঞ্চবক্স ইলা চলচ্চিত্র; মনোনীত — শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য স্ক্রিন পুরস্কার
মনোনীত — শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য আইফা পুরস্কার[]
২০১৪ হোমল্যান্ড তাসনীম কুরেশি টেলিভিশন ধারাবাহিক (৪র্থ মৌসুম)
২০১৬ এয়ারলিফট অমৃতা কাত্যাল চলচ্চিত্র
২০১৬ ওয়েওয়ার্ড পাইনস রঃবেকা ইয়েডলেন টেলিভিশন ধারাবাহিক (২য় মৌসুম)
২০১৭ দ্য টেস্ট কেস ক্যাপ্টেন শিখা শর্মা ওয়েব ধারাবাহিক

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Gupta, Priya (৯ ডিসেম্বর ২০১৫)। "Nimrat Kaur: My father was killed by the Hizb-ul-Mujahideen for not conceding to their demands in Kashmir"দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৫ 
  2. "Kumar Sanu – Tera Mera Pyar"। YouTube। 
  3. "Nimrat Kaur: Awards"। Bollywood Hungama। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা