নিবন্ধন অধিদপ্তর
নিবন্ধন অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি পূর্ণাঙ্গ অধিদপ্তর। নাগরিক সুবিধা বাড়াতে নিবন্ধন পরিদপ্তরকে ২০১৮ সালের ২ জানুয়ারি অধিদপ্তরে উন্নীত করা হয়।[১][২] জনসাধারণকে সেবা প্রদানের পাশাপাশি সরকার এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের পক্ষে রাজস্ব ও কর আহরণ করা এ অধিদপ্তরের কাজ।[৩]
সরকারি অধিদপ্তর রূপরেখা | |
---|---|
গঠিত | ১৭৮১ |
যার এখতিয়ারভুক্ত | জনসাধারণকে সেবা প্রদানের পাশাপাশি সরকার এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের পক্ষে রাজস্ব ও কর আহরণ করা। |
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী |
|
সরকারি অধিদপ্তর নির্বাহী |
|
মূল বিভাগ | আইন মন্ত্রণালয় |
ওয়েবসাইট | dnc |
ইতিহাস
সম্পাদনানিবন্ধন বিভাগের যাত্রা শুরু হয়েছিল ১৭৮১ সালে। ১৭৯৩ সালে বেঙ্গল রেগুলেশনের মাধ্যমে ঢাকায় প্রথম রেজিস্ট্রি অফিস স্থাপন করা হয়। এরপর ১৯০৮ সালে উপমহাদেশের রেজিস্ট্রেশনের জন্য পূর্ণাঙ্গ আইন প্রণীত হয়। নিবন্ধন বিভাগ ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম একটি প্রতিষ্ঠান। এ বিভাগ জনসাধারণকে প্রত্যক্ষভাবে সেবা প্রদান করে থাকে। এ লক্ষ্যে নিবন্ধন আইন ও বিধিমালা প্রবর্তিত হয়। ১৭৮১ সালে বেঙ্গল স্ট্যাটিউট-এর অধীনে নিবন্ধন কার্যক্রম শুরু হয়। এরপর ১৭৯৩ সালে ৩৬ নং বেঙ্গল রেগুলেশনের মাধ্যমে সর্বপ্রথম ঢাকায় নিবন্ধন অফিস স্থাপন করা হয়। পরে ১৯০৮ সালে উপমহাদেশের পূর্ণাঙ্গ রেজিস্ট্রেশন আইনের প্রবর্তন করা হয়।[৪]
উদ্দেশ্য
সম্পাদনাবাংলাদেশে বর্তমানে দলিল নিবন্ধন ও সম্পাদনের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। জনসাধারণকে সেবা প্রদানের পাশাপাশি নিবন্ধন বিভাগ সরকার এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের পক্ষে রাজস্ব ও কর আহরণ করে থাকে। জনসাধারণকে ন্যূনতম সময়ের মধ্যে উন্নতকর সেবা প্রদানের অঙ্গীকার বাস্তবায়নের জন্য নিবন্ধন বিভাগের কাজে গতিশীলতা আনয়ন এবং জনসাধারণকে দ্রুততম সময়ের মধ্যে উন্নতকর সেবা প্রদান নিশ্চিত করা এই বিভাগের মূল উদ্দেশ্য।
মিশন
সম্পাদনাসরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে ডিজিটাল রেজিস্ট্রেশন প্রথা বাস্তবায়নের নিমিত্তে জনগণকে ন্যূনতম সময়ের মধ্যে উন্নত সেবা প্রদানের অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে রেজিস্ট্রেশন বিভাগের কার্যক্রমে অধিকতর গতিশীলতা আনয়ন করা।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বদলে যাচ্ছে নিবন্ধন অধিদপ্তর"। সমকাল। ১৪ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৮।
- ↑ "নিবন্ধন বিভাগ পরিদপ্তর থেকে অধিদপ্তর"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৮।
- ↑ BanglaNews24.com। "নতুন আইজিআর শহীদুল আলম ঝিনুক"। banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৬।
- ↑ "পটভুমি - নিবন্ধন পরিদপ্তর-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার"। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৮।