নিজাম (তেলুগু: నిజం, English: Truth; Bengali: সত্য) ২০০৩ সালের ১টি তেলুগু, ক্রাইম ফিল্ম যার প্রযোজক এবং পরিচালক তেজা। প্রধান চরিত্রের অভিনয়ে মহেশ বাবু and রক্ষিতা। প্রধান ভিলেন হিসেবে গোপিচান্দ এবং সঙ্গীত পরিচালক আর. পি. পাত্নাইক. চলচ্চিত্রটি বক্স অফিসে 'অ্যাভারেজ' হয়েছিল। নান্দী এওয়ার্ডে মহেশ বাবু সেরা অভিনেতা এবং রামেশ্বরী সেরা পার্শ্ব অভিনেত্রীর এওয়ার্ড জয় করেছিলেন।

নিজাম(Truth)
পরিচালকতেজা
প্রযোজকতেজা
রচয়িতাতেজা
(story / screenplay / dialogues)
শ্রেষ্ঠাংশেমহেশ বাবু
রক্ষিতা
গোপিচান্দ
রাশি
সুরকারআর. পি. পাত্নাইক
চিত্রগ্রাহকসামীর রেড্ডী
সম্পাদকশঙ্কর
প্রযোজনা
কোম্পানি
চিত্রাম মুভিজ
মুক্তি২৩ মে ২০০৩
স্থিতিকাল১৯৬ মিনিট
দেশভারত
ভাষাতেলুগু

সংক্ষিপ্ত কাহিনি

সম্পাদনা

ভেঙ্কটেশ্বরলু (রাঙ্গানাথ)একজন অগ্নিনির্বাপক অফিসার। স্ত্রী ও তার যুবক ছেলে সীতারাম (মহেশ বাবু) কে নিয়ে ভালভাবে তার দিন কাটাচ্ছে। পাশের বাসার মীরা (রক্ষিতা) খুব ভালবাসে সীতারামকে। কিন্তু মীরাকে সে ভয় পেত। কারণ সীতারাম সহজ-সরল টাইপের ছেলে। সে তার পড়ালেখা নিয়ে অনেক ব্যস্ত।

অন্যদিকে সিড্ডা রেড্ডি (জায়া প্রকাশ) ঐ এলাকার মাফিয়া ডন। সে ঐ শহরে বিভিন্ন অপকর্ম ঘটিয়ে থাকে তার ভাড়াকৃত লোকদের দ্বারা। তার বিশ্বস্ত লোক দেভুদু (গোপিচান্দ) এর দ্বারাই সে এসব কাজ সহজে করে থাকে। কিন্তু একদিন এই রেড্ডি ডন যখন দেভুদু এর প্রেমিকা মাল্লি (রাশি) এর সাথে খারাপ সম্পর্ক করে, তখন দেভুদু তার বস রেড্ডি কে খুন করে সেই এলাকার নতুন ডন হয়ে যায়।

একদিন এক ঘটনাচক্রে দেভুদু এর সাথে বিরোধ বাধে সীতারাম এর বাবা ভেঙ্কটেশ্বরলু এর। দেভুদু খুন করে ভেঙ্কটেশ্বরলু কে। কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে ভেঙ্কটেশ্বরলু এর লাশ দেখতে দেয়া হয় না তার স্ত্রী ও ছেলে সীতারামকে।

এখন কি করবে কলেজ পড়ুয়া শান্ত স্বভাবের সীতারাম?????

চরিত্রায়ন

সম্পাদনা
নিজাম
কর্তৃক চলচ্চিত্র স্কোর
মুক্তির তারিখ১৬ মার্চ ২০০৩
শব্দধারণের সময়২০০৩
ঘরানাসাউন্ডট্রাক
দৈর্ঘ্য৩৩:৫৪
সঙ্গীত প্রকাশনীসোহান মিউজিক
প্রযোজকআর. পি. পাত্নাইক
আর. পি. পাত্নাইক কালক্রম
দিল
(২০০৩)
নিজাম
(২০০৩)
সাম্বারাম
(২০০৩)

এই চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন আর. পি. পাত্নাইক. গান লিখেছেন কুলা শেখর.

নং.শিরোনামগায়কদৈর্ঘ্য
১."চান্দামামা রাভে (Chandamama Raave)"আর. পি. পাত্নাইক, ঊষা৩:৩৯
২."রাথালু রাথালু (Rathalu Rathalu)"আর. পি. পাত্নাইক, ঊষা৪ঃ১৫
৩."নীলো উন্নাদি (Neelo Unnadi)"আর. পি. পাত্নাইক, ঊষা৪:০১
৪."ছি ছি আন্তে (Chi Chi Ante)"আর. পি. পাত্নাইক, ঊষা৪:১৩
৫."ধান্দাকাম (Dhandakam)"গোপিচান্দ, গঙ্গাধর শাস্ত্রী১:৫৩
৬."ইলাগে ইলাগে (Ilage Ilage)"আর. পি. পাত্নাইক, ঊষা৩:৫৪
৭."কাকুলু দুরানি (Kakulu Durani)"আর. পি. পাত্নাইক, রবি বর্মা১:৪৮
৮."অভিমন্যুডু (Abhimanyudu)"গ্রুপ সং১:৫২
৯."চারা চারা (Chara Chara)"ঊষা, মুর্থি৪:০৪
১০."রাঙ্গু রাঙ্গুলা (Rangu Rangula)"আর. পি. পাত্নাইক৪:০৮
মোট দৈর্ঘ্য:৩৩:৫৪

পুরস্কার ও মনোনয়ন

সম্পাদনা

বিজয়ী

সম্পাদনা
নান্দী এওয়ার্ড []
সিনেমা এওয়ার্ড[]

মনোনীত

সম্পাদনা
ফিল্মফেয়ার এওয়ার্ড সাউথ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Nandi Awards 2003"। Idlebrain.com। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৩ 
  2. "Telugu CineMaa Awards 2003"। Idlebrain.com। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা