নিকোলাস রে
নিকোলাস রে (ইংরেজি: Nicholas Ray; জন্ম: রেমন্ড নিকোলাস কিয়েনৎস্লে জুনিয়র, ৭ আগস্ট ১৯১১ - ১৬ জুন ১৯৭৯) ছিলেন একজন মার্কিন চলচ্চিত্র পরিচালক। ১৯৪০-এর দশকের শেষের সময় থেকে ১৯৫০-এর দশকের অন্যতম পূর্ণ ভাব প্রকাশক ও স্বতন্ত্র চলচ্চিত্র নির্মাতা ছিলেন।[১] সিনেমাস্কোপ ফ্রেমের সাথে রঙের মেলবন্ধনের জন্য তিনি বিশেষভাবে খ্যাতি অর্জন করেন। ফরাসি নবকল্লোলের পিছনে রে'র ব্যাপক প্রভাব ছিল। জঁ-লুক গদার বিটার ভিক্টরি চলচ্চিত্রের পর্যালোচনায় লিখেছিলেন, "চলচ্চিত্র হল নিকোলাস রে।"[২] তিনি রেবেল উইদাউট আ কজ (১৯৫৫) চলচ্চিত্র পরিচালনার জন্য সর্বাধিক পরিচিত এবং এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালনার জন্য একাডেমি পুরস্কারে মনোনীত হয়েছিলেন।
নিকোলাস রে | |
---|---|
Nicholas Ray | |
জন্ম | রেমন্ড নিকোলাস কিয়েনৎস্লে জুনিয়র ৭ আগস্ট ১৯১১ গ্যালসভিল, উইসকনসিন, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ১৬ জুন ১৯৭৯ নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৬৭)
পেশা | চলচ্চিত্র পরিচালক |
কর্মজীবন | ১৯৪৮–১৯৭৯ |
দাম্পত্য সঙ্গী | জিন ইভান্স (বি. ১৯৩৬; বিচ্ছেদ. ১৯৪২) গ্লোরিয়া গ্রাহাম (বি. ১৯৪৮; বিচ্ছেদ. ১৯৫২) বেটি উটি (বি. ১৯৫৮; বিচ্ছেদ. ১৯৬৪) সুজান শোয়ার্জ (বি. ১৯৬৯) |
সন্তান | ৪ |
রে ১৯৪৭ থেকে ১৯৬৩ সালে তার নির্মিত বর্ণনামূলক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রসমূহের জন্য প্রশংসিত হয়েছেন, তন্মধ্যে রয়েছে দে লিভ বাই নাইট (১৯৪৯), ইন আ লোনলি প্লেস (১৯৫০), জনি গিটার (১৯৫৪), রেবেল উইদাউট আ কজ (১৯৫৫), এবং বিগার দ্যান লাইফ (১৯৫৯)। এছাড়া তিনি তার অসমাপ্ত নিরীক্ষাধর্মী উই ক্যান্ট গো হোম অ্যাগেইন-এর জন্যও সমাদৃত হয়েছেন।
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাপরিচালক হিসেবে
সম্পাদনাবছর | চলচ্চিত্রের শিরোনাম | মূল শিরোনাম | প্রযোজনা প্রতিষ্ঠান | টীকা |
---|---|---|---|---|
১৯৪৯ | দে লিভ বাই নাইট | They Live by Night | আরকেও পিকচার্স | |
১৯৪৯ | নক অন অ্যানি ডোর | Knock on Any Door | স্যান্টানা প্রডাকশন্স | |
১৯৪৯ | আ ওম্যান্স সিক্রেট | A Woman's Secret | আরকেও পিকচার্স | |
১৯৪৯ | রোজঅ্যানা ম্যাকয় | Roseanna McCoy | স্যামুয়েল গোল্ডউইন কোম্পানি | আরভিং রে পরিচালনার কৃতিত্ব পান, যদিও তিনি দুই মাস রে'র স্থলাভিষিক্ত ছিলেন |
১৯৫০ | ইন আ লোনলি প্লেস | In a Lonely Place | স্যান্টানা প্রডাকশন্স | |
১৯৫০ | বর্ন টু বি ব্যাড | Born to Be Bad | আরকেও পিকচার্স | |
১৯৫১ | ফ্লাইং লিদারনেকস | Flying Leathernecks | আরকেও পিকচার্স | টেকনিকালার চলচ্চিত্র |
১৯৫১ | দ্য র্যাকেট | The Racket | আরকেও পিকচার্স | কয়েকটি দৃশ্য পরিচালনা করেন |
১৯৫২ | অন ডেঞ্জারাস গ্রাউন্ড | On Dangerous Ground | আরকেও পিকচার্স | রে অসুস্থ্য হলে ইডা লুপিনো কয়েকটি দৃশ্য পরিচালনা করেন |
১৯৫২ | ম্যাকাও | Macao | আরকেও পিকচার্স | জোসেফ ভন স্টার্নবার্গকে বরখাস্ত করা হলে তিনি ছবিটি পরিচালনা করেন |
১৯৫২ | দ্য লাস্টি মেন | The Lusty Men | ওয়াল্ড-ক্রাসনা প্রডাকশন্স | রে অসুস্থ্য হলে রবার্ট প্যারিশ কয়েকটি দৃশ্য পরিচালনা করেন |
১৯৫২ | অ্যান্ড্রোক্লিস অ্যান্ড দ্য লায়ন | Androcles and the Lion | আরকেও পিকচার্স | চিত্রধারণের পর কয়েকটি অতিরিক্ত দৃশ্য পরিচালনা করেন যা ব্যবহৃত হয়নি |
১৯৫৪ | জনি গিটার | Johnny Guitar | রিপাবলিক পিকচার্স | ট্রুকালার |
১৯৫৫ | রান ফর কভার | Run for Cover | পাইন-টমাস প্রডাকশন্স | টেকনিকালার-ভিস্টাভিশন |
১৯৫৫ | রেবেল উইদাউট আ কজ | Rebel Without a Cause | ওয়ার্নার ব্রস. | ওয়ার্নার কালার, সিনেমাস্কোপ |
১৯৫৬ | হট ব্লাড | Hot Blood | কলাম্বিয়া পিকচার্স | টেকনিকালার, সিনেমাস্কোপ |
১৯৫৬ | বিগার দ্যান লাইফ | Bigger Than Life | টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স | ডিলাক্স কালার, সিনেমাস্কোপ |
১৯৫৭ | দ্য ট্রু স্টোরি অব জেসি জেমস | The True Story of Jesse James | টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স | ডিলাক্স কালার, সিনেমাস্কোপ |
১৯৫৭ | বিটার ভিক্টরি | Bitter Victory | লাফন্ট প্রডাকশন্স, ট্রান্সকন্টিনেন্টাল ফিল্মস | সিনেমাস্কোপ |
১৯৫৮ | উইন্ড অ্যাক্রস দ্য এভারগ্ল্যাডস | Wind Across the Everglades | শুলবার্গ প্রডাকশন্স | দৃশ্য ধারণকালে বরখাস্ত হন, টেকনিকালার |
১৯৫৮ | পার্টি গার্ল | Party Girl | মেট্রো-গোল্ডউইন-মেয়ার | মেট্রোকালার, সিনেমাস্কোপ |
১৯৬০ | দ্য স্যাভেজ ইনোসেন্টস | The Savage Innocents | গ্রে ফিল্ম-পাথ, জোসেফ জানি-আপিয়া ফিল্মস, ম্যাজিক ফিল্ম | টেকনিকালার, সুপার-টেকনিরামা সেভেন্টি |
১৯৬১ | কিং অব কিংস | King of Kings | স্যামুয়েল ব্রনস্টন প্রডাকশন্স | টেকনিকালার, সুপার-টেকনিরামা সেভেন্টি |
১৯৬৩ | ফিফটি ফাইভ ডেজ অ্যাট পিকিং | 55 Days at Peking | স্যামুয়েল ব্রনস্টন প্রডাকশন্স | সমাপ্তির পূর্বে বাদ দেওয়া হয়, টেকনিকালার, সুপার-টেকনিরামা সেভেন্টি |
১৯৭৪ | ওয়েট ড্রিমস | Wet Dreams | পর্ব - "দ্য জ্যানিটর" | |
১৯৭৬ | উই ক্যান্ট গো হোম অ্যাগেইন | We Can't Go Home Again | নিরীক্ষাধর্মী চলচ্চিত্র | |
১৯৭৮ | মার্কো | Marco | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র | |
১৯৮০ | লাইটনিং ওভার ওয়াটার | Lightning Over Water | আংশিক প্রামাণ্যচিত্র, ইস্টম্যানকালার |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Nicholas Ray | American author and director"। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৮।
- ↑ পেরেজ, রদ্রিগো; কিয়াং, জেসিকা; লাইটেলটন, অলিভার (১৫ জুন ২০১২)। "The Essentials: 5 Great Films By Nicholas Ray"। ইন্ডিওয়্যার (ইংরেজি ভাষায়)। ২৪ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে নিকোলাস রে (ইংরেজি)
- ফাইন্ড এ গ্রেইভে নিকোলাস রে (ইংরেজি)